Voice of CHCP

Voice of CHCP কমিউনিটি ক্লিনিক এবং সিএইচসিপিদের নিউজ পেতে লাইক/ফলো দিয়ে সাথে থাকুন।

নতুন মহাল কমিউনিটি ক্লিনিকে আরও একটি ভিজিটের স্থির চিত্র। ভিজিটে ছিলেন  #শেড_ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর।  কক্সবাজার জ...
15/07/2025

নতুন মহাল কমিউনিটি ক্লিনিকে আরও একটি ভিজিটের স্থির চিত্র।
ভিজিটে ছিলেন
#শেড_ফাউন্ডেশনের
প্রজেক্ট ডিরেক্টর।
কক্সবাজার জেলার সিভিল সার্জন অফিস কক্সবাজার এর ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ এবং কক্সবাজার সদর উপজেলার ইনচার্জ মহোদয়।

✍️১. জনাব রায়হান ইসলাম শুভ্র- প্রোগ্রাম ডাইরেক্টর, শেড ফাউন্ডেশন, ঢাকা
২. জনাবা রূপালী শর্মা, ডিপিএইচএন ও জেলা কোরটিম মেম্বার, সিভিল সার্জন অফিস কক্সবাজার
৩. জনাবা সানজিদা আক্তার, ডিপিএইচএন ও জেলা কোরটিম মেম্বার, সিভিল সার্জন অফিস কক্সবাজার
৪. জনাব বিজয় কুমার ভট্টাচার্য, স্বাস্থ্য পরিদর্শক, ইনচার্জ ও উপজেলা কোরটিমের সদস্য
৫. জনাব মোঃ আবদুস শুকুর, কমিউনিটি হেলথ্ কো-অর্ডিনেটর, স্বাস্থ্য ২ প্রকল্প, সিভিল সার্জন কার্যালয়, কক্সবাজার।

01/07/2025

৬৩৪ জনের বেতন ভাতা এবং ঔষধ আগামী সপ্তাহের মধ্যে হয়ে যাবে ইন শা আল্লাহ।
মাননীয় চেয়ারম্যান,
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট।

27/06/2025

অত্যান্ত দু:খের সাথে জানাচ্ছি একটি শোক সংবাদ। মেহেরপুর জেলার, গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের, রাইপুর কমিউনিটি ক্লিনিকের কর্মরত CHCP রোকসানা আপা আজ ২৭/০৬/২৫ ইং তাং রাত আনুমানিক ১২.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না- ইলাইহী রজিউন।

★★★ সরকারি স্বাস্থ্য সেবা -কমিউনিটি ক্লিনিক এর রাস্তা যদি কেহ বন্ধ করে -তার জন্য -কঠোর শাস্তির ব্যবস্থা আছে....
25/06/2025

★★★ সরকারি স্বাস্থ্য সেবা -কমিউনিটি ক্লিনিক এর রাস্তা যদি কেহ বন্ধ করে -তার জন্য -কঠোর শাস্তির ব্যবস্থা আছে....

কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম জোরদারকরন  ও করনীয় বিষয়ক সেমিনার। জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষ, রংপুর। ২০/০৬/২০২৫ ই...
20/06/2025

কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম জোরদারকরন ও করনীয় বিষয়ক সেমিনার।
জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষ, রংপুর।
২০/০৬/২০২৫ ইং,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোঃ আখতারুজ্জামান স্যার, ব্যবস্থাপনা পরিচালক, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট।।।।

16/06/2025

একটি শোক সংবাদ।
আজ সিএইচসিপি পরিবারের আরেক সহকর্মী কে হারালাম সিএইচসিপি মোঃ তারেক ভাই নরসিংদী শিবপুর উপজেলা একটু আগে মারা গেছেন

শোক সংবাদঃ---------আমরা শোকাহত। আজ আরো একজন সহকর্মীকে আমাদের মাঝখান থেকে হারালাম।  মোঃ আব্দুল আজিজ হিরিন্দা সিসির সিএইচস...
05/06/2025

শোক সংবাদঃ
---------

আমরা শোকাহত।
আজ আরো একজন সহকর্মীকে আমাদের মাঝখান থেকে হারালাম।

মোঃ আব্দুল আজিজ
হিরিন্দা সিসির সিএইচসিপি,
ফৈলজানা ইউনিয়নের,
চাটমোহর উপজেলার, পাবনা জেলার।

আজ আনুমানিক সকাল ১০ টার সময় স্টোক জনিত কারণে ইন্তেকাল করেছেন। মোট মৃতের সংখ্যা ১১৩।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মহান আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, আমিন।

এত প্যাচাল না করে ৫ তারিখ হতে ৯ তারিখ ছুটি লিখলে তো হতো।সিবিএইচসি আসলে সব কাজে বাগড়া দেয়। ২২ ব্যাচের ১১ মাস বেতন নেই, তা...
03/06/2025

এত প্যাচাল না করে ৫ তারিখ হতে ৯ তারিখ ছুটি লিখলে তো হতো।

সিবিএইচসি আসলে সব কাজে বাগড়া দেয়। ২২ ব্যাচের ১১ মাস বেতন নেই, তার কোন ব্যবস্থা নেই। ছুটি কী করে বানচাল করা যাবে সে বিষয়ে পারদর্শী।

ধিক্কার জানাই এমন কর্তৃপক্ষকে, আল্লাহ এসবের বিচার করবেন।

গতকাল কালিয়া উপজেলার শরীফপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আমার সিনিয়র সহকর্মী গোবিন্দচন্দ্র বিশ্বাস স্ট্রোক করে মৃত্যুবর...
02/06/2025

গতকাল কালিয়া উপজেলার শরীফপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আমার সিনিয়র সহকর্মী গোবিন্দচন্দ্র বিশ্বাস স্ট্রোক করে মৃত্যুবরণ করেন ৷
আমরা শোকাহত ৷
নড়াইল স্বাস্থ্য বিভাগ ৷

শোক সংবাদনড়াইল জেলার কালিয়া উপজেলার সিএইচসিপি গোবিন্দ চন্দ্র বিশ্বাস স্ট্রোক করে মারা গেছেন ৷
01/06/2025

শোক সংবাদ

নড়াইল জেলার কালিয়া উপজেলার সিএইচসিপি গোবিন্দ চন্দ্র বিশ্বাস স্ট্রোক করে মারা গেছেন ৷

বহড়া কমিউনিটি ক্লিনিকে ভিজিটে আসেন বিমল স্যার।
31/05/2025

বহড়া কমিউনিটি ক্লিনিকে ভিজিটে আসেন বিমল স্যার।

কাকজোর কমিউনিটি ক্লিনিকে ৪০ তম নরমাল স্বাভাবিক প্রসব সম্পন্ন হল বাচ্চা এবং বাচ্চার মা সুস্থ আছে  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের   ...
03/05/2025

কাকজোর কমিউনিটি ক্লিনিকে ৪০ তম নরমাল স্বাভাবিক প্রসব সম্পন্ন হল বাচ্চা এবং বাচ্চার মা সুস্থ আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কাজের স্বীকৃতি না থাকলেও সবার কাছে দোয়া চাই এভাবে যেন মানবসেবার কাজ করতে পারি।

Address

Khulna
9000

Alerts

Be the first to know and let us send you an email when Voice of CHCP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram