Haji Abdul Karim and Sameatheben Foundation

Haji Abdul Karim and Sameatheben Foundation হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি অলাভজনক ও অরাজনৈতিক দাতব্য প্রতিষ্ঠান।

আলহামদুলিল্লাহ! অদ্য একযোগে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হযেছে, তা ই যারা প্রত্যাশিত ফলাফল করেছে তাদে...
10/07/2025

আলহামদুলিল্লাহ!
অদ্য একযোগে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হযেছে, তা ই যারা প্রত্যাশিত ফলাফল করেছে তাদের জন্য আন্তরিক অভিনন্দন, আর যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি তাদের জন্য ও শূভকামনা কারন আগামি সময় টুকু ধৈর্য্য ও নিষ্ঠা সহকারে সঠিকভাবে কাজে লাগানোর উপর নির্ভর করবে সবাই বাস্তবজীবনে আহামরিভাবে সফল হবে? না মুষ্ঠিমেয কয়েকজন সফল হবে। তা ই নিষ্ঠার সাথে এগিয়ে যান, মহান আল্লাহ নিশ্চয়ই সফল করবে, ইনশাআল্লাহ।

আসুন ভালো মানুষ হই, সকল শিক্ষা ও জ্ঞান এ কাজে নিবেদন করি।

ভাঙ্গা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক তথ্য একই ছকে উপস্থাপন করায় প্রিয় সাংবাদিক ভাইকে কৃতজ্ঞতা জানাই।

ধার দেওয়া সম্পর্কে বিস্ময়কর হাদিস!আসুন আমরা বেশি বেশি আমল করি, আমিন।সংগৃহিত।
21/06/2025

ধার দেওয়া সম্পর্কে বিস্ময়কর হাদিস!
আসুন আমরা বেশি বেশি আমল করি, আমিন।
সংগৃহিত।

বিশেষ সচেতনতা মুলক পোষ্টঃ
08/06/2025

বিশেষ সচেতনতা মুলক পোষ্টঃ

07/06/2025

একজন শিশুর ভাবনায় ঈদ-

আসুন সঠিকভাবে আমল করি।
07/06/2025

আসুন সঠিকভাবে আমল করি।

07/06/2025

সবাই কে ঈদ মোবারক!আসুন সবচেয়ে প্রিয় জিনিসটি মহান আল্লাহর রাস্তার কুরবানীর দেওয়ার তাৎপর্য কে ধারন করে মহান আল্লাহর রাস্তায় পশু কুরবানী দেই। আমাদের ভিতরের সকল খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য মহান আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই। মহান আল্লাহ যেনো আমাদের সকল কে ভালো কাজে সাহায্য করেন, আমিন।

সমাজের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছাড়া গরীব ও অসহায় মানুষদের দিকে ভালোমত খেয়াল রাখি তারা যেনো কুরবানীর গোস্তত ঠিক মতো পায়, ভালোকরে খেয়াল করলে অনুভব করবেন, আমাদের কিছু ভাই ভাবী, চাচা চাচী, দাদা দাদী ইত্যাদি বিগত অনেকদিন ধরে একপিছ মাংশ খায়নি তারা যেনো কোনো ভাবে বঞ্চিত না হয় সেই দিকে খেয়াল রাখি।

পশু কুরবানীর মাধ্যমে যেনো সুস্থ পরিবেশ নিশ্চিত থাকে তার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করি, যেমন সঠিক জায়গায় কুরবানী দেওয়া, ঠিকমত রক্ত ও অন্যান্য ময়লা আবর্জনা স্বাস্থসম্মতভাবে পরিস্কার পরিচছন্ন করা, জীবানুমুক্ত করা।
অন্যদিকে পশুর চামড়া আমাদের গুরুত্বপূর্ণ সম্পদ, তা ই তার যত্ন সহকারে পশুর শরীর থেকে আলাদা করতে হবে যেনো কোনো ধরনের বিনষ্ট না হয়, সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। বিশুদ্ধভাবে দেশপ্রেমের পরিচয় দিয়ে সকল কাজ উত্তম পন্থায় সম্পন্ন একমাত্র মহান আল্লাহর পরিপূর্ণ সন্তুষ্টির আশায়, মহান আল্লাহ আমাদের সকল কার্যক্রম কে কবুল করে নিক, আমিন।

সংক্ষেপে পবিত্র হজের কার্যক্রম-
05/06/2025

সংক্ষেপে পবিত্র হজের কার্যক্রম-

আরাফা দিনের শ্রেষ্ঠ দুআ, বেশি বেশি আমল করি।
05/06/2025

আরাফা দিনের শ্রেষ্ঠ দুআ, বেশি বেশি আমল করি।

তাকবীরে তাশরীক ফরজ নামাজের পর পাঠ করা ওয়াজিব, আসুন আমরা আন্তরিক ভাবে আমল করি।
04/06/2025

তাকবীরে তাশরীক ফরজ নামাজের পর পাঠ করা ওয়াজিব, আসুন আমরা আন্তরিক ভাবে আমল করি।

04/06/2025

আলহামদুলিল্লাহ, পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, আসুন মহান আল্লাহর নৈকট্য অর্জনে আন্তরিক হই।
❤️লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক❤️

Address

Faridpur
Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when Haji Abdul Karim and Sameatheben Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Haji Abdul Karim and Sameatheben Foundation:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram