
10/07/2025
আলহামদুলিল্লাহ!
অদ্য একযোগে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হযেছে, তা ই যারা প্রত্যাশিত ফলাফল করেছে তাদের জন্য আন্তরিক অভিনন্দন, আর যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি তাদের জন্য ও শূভকামনা কারন আগামি সময় টুকু ধৈর্য্য ও নিষ্ঠা সহকারে সঠিকভাবে কাজে লাগানোর উপর নির্ভর করবে সবাই বাস্তবজীবনে আহামরিভাবে সফল হবে? না মুষ্ঠিমেয কয়েকজন সফল হবে। তা ই নিষ্ঠার সাথে এগিয়ে যান, মহান আল্লাহ নিশ্চয়ই সফল করবে, ইনশাআল্লাহ।
আসুন ভালো মানুষ হই, সকল শিক্ষা ও জ্ঞান এ কাজে নিবেদন করি।
ভাঙ্গা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক তথ্য একই ছকে উপস্থাপন করায় প্রিয় সাংবাদিক ভাইকে কৃতজ্ঞতা জানাই।