Homeopathic healing

Homeopathic healing I'm a professional certified homeopathy doctor

অকাল বার্ধক্য রোধে হোমিওপ্যাথিক ঔষধ অত্যন্ত কার্যকরী,অকাল বার্ধক্যের হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে এখনই যোগাযোগ করুন: আরোহী ...
20/07/2025

অকাল বার্ধক্য রোধে হোমিওপ্যাথিক ঔষধ অত্যন্ত কার্যকরী,
অকাল বার্ধক্যের হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে এখনই যোগাযোগ করুন:
আরোহী হোমিও হল
📞০১৬০৪২০৭০৩২

শিশুদের জন্য এডিনয়েড চিকিৎসা, নিশ্চিত এবং দীর্ঘস্থায়ী সমাধান। হোমিওপ্যাথিতে রয়েছে ব্যথাহীন ও পার্শ্ব প্রতিক্রিয়া মুক...
20/07/2025

শিশুদের জন্য এডিনয়েড চিকিৎসা,
নিশ্চিত এবং দীর্ঘস্থায়ী সমাধান।
হোমিওপ্যাথিতে রয়েছে ব্যথাহীন ও পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা ।
উচ্চ সাফল্যের হার।
বর্ধিত এডিনয়েড, শ্বাসকষ্ট, নাক ডাকা, স্লিপ অ্যাপনিয়া, কানের সমস্যা, বারবার কাশি, বারবার নাক দিয়ে স্রাব, বন্ধ নাক, মুখ দিয়ে শ্বাস, ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যাবে ।
কল করুন: 01604207032

17/06/2025
🛑অঞ্জনি বা স্টাই (হোর্ডিয়োলাম) রোগ: এই ধরনের সিম্পল কেসে মুড়িমুড়কির মতো  এন্টিবায়োটিক না খেয়ে হোমিওপ্যাথি ট্রাই করতে পা...
09/06/2025

🛑অঞ্জনি বা স্টাই (হোর্ডিয়োলাম) রোগ:

এই ধরনের সিম্পল কেসে মুড়িমুড়কির মতো এন্টিবায়োটিক না খেয়ে হোমিওপ্যাথি ট্রাই করতে পারেন।

🛑অঞ্জনি (স্টাই) হলে কিছু সাধারণ সমস্যা হতে পারে:

√ ব্যথা এবং অস্বস্তি: অঞ্জনি সাধারণত ব্যথাযুক্ত হয় এবং চোখের পাতার ধারে অস্বস্তি সৃষ্টি করে।

√ লালচে ফোলা: আক্রান্ত স্থানে লালচে ফোলা দেখা যায়, যা দেখতে পিম্পলের মত।

√ চোখের পাতার ফোলা: পুরো চোখের পাতা ফোলা হতে পারে, যা দেখতে এবং অনুভব করতে অসুবিধা হতে পারে।

√ পানি পড়া এবং চুলকানি: আঞ্জনি হলে চোখে পানি পড়া এবং চুলকানি হতে পারে।

√ দৃষ্টির অস্পষ্টতা: ফোলা এবং সংক্রমণের কারণে দৃষ্টি অস্পষ্ট হতে পারে।

√ পুঁজ বের হওয়া: আঞ্জনি পূর্ণ হলে পুঁজ বের হতে পারে।

- হোমিওপ্যাথিতে অঞ্জনির সহজ চিকিৎসা নিতে যোগাযোগ করুন:
Arohi homeo hall
01604207032
অথবা ইনবক্স করুন "অঞ্জনি" লিখে

ঈদুল আজহায় পশু কোরবানির মাধ্যমে ঘরে ঘরে মাংসের উপস্থিতি বেড়ে যায়। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় ঈদের সময় মাংসের পরিমাণে খান...
09/06/2025

ঈদুল আজহায় পশু কোরবানির মাধ্যমে ঘরে ঘরে মাংসের উপস্থিতি বেড়ে যায়। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় ঈদের সময় মাংসের পরিমাণে খানিকটা বাড়তি ভোজন হয়ে থাকে। কিন্তু অতিরিক্ত মাংস খাওয়ার কারণে অনেকেই হজমজনিত সমস্যায় পড়েন।

ঈদের আয়োজনে শুধু মাংস নয়, এর পাশাপাশি থাকে নানা তৈলাক্ত ও মসলাযুক্ত খাবারও। ফলে সামান্য খাবারের অনিয়মেই দেখা দেয় বদহজম, গ্যাস, পেট ফাঁপা, আমাশয়, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা।

বিশেষজ্ঞদের মতে, মাংসে উচ্চমাত্রায় প্রোটিন ও চর্বি (ফ্যাট) থাকার কারণে এটি হজমে তুলনামূলকভাবে বেশি সময় নেয়। তবে কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে, যেগুলো খেলে হজম প্রক্রিয়া সহজ হয় এবং সমস্যা অনেকটা কমে যায়।

নিচে তেমনই কয়েকটি উপকারী খাবার তুলে ধরা হলো :

পেঁপে : পেঁপেতে ‘প্যাপেইন’ নামক একটি হজমকারী এনজাইম থাকে, যা মাংস হজমে দারুণ সহায়তা করে। তাই সালাদ হিসেবে বা খাবারের সঙ্গে পেঁপে রাখলে উপকার পাবেন।

আনারস : এই ফলে রয়েছে ‘ব্রোমেলেইন’ নামের একটি এনজাইম, যা প্রোটিন ভাঙতে সাহায্য করে। ফলে অতিরিক্ত প্রোটিন গ্রহণের পর হজমের ভারসাম্য রক্ষা করতে আনারস খাওয়া ভালো।

দই : দই বা দই দিয়ে তৈরি খাবারে থাকে প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে। বিশেষ করে মাংসজাতীয় খাবার হজমে এটি কার্যকরী ভূমিকা রাখে।

এ ছাড়া খাবারের সঙ্গে কোল্ড ড্রিংকসের পরিবর্তে বোরহানি রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ বোরহানিতে থাকা মসলা ও উপাদান হজমে সহায়ক ভূমিকা রাখে। তবে যদি হজমের সমস্যা অতিরিক্ত মাত্রায় হয় কিংবা দীর্ঘস্থায়ী হয়ে পড়ে, তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

🟠 Arohi homeo hall –এ সব ধরণের অ্যালার্জির স্থায়ী সমাধান!❌ ধুলাবালি বা ঠান্ডায় নাক দিয়ে পানি পড়ে?❌ গায়ে চুলকানি বা র‍্যা...
08/06/2025

🟠 Arohi homeo hall –এ সব ধরণের অ্যালার্জির স্থায়ী সমাধান!

❌ ধুলাবালি বা ঠান্ডায় নাক দিয়ে পানি পড়ে?
❌ গায়ে চুলকানি বা র‍্যাশ হয়?
❌ কিছু খেলে শরীরে ফোলাভাব বা অস্বস্তি হয়?
❌ ঋতু পরিবর্তনে বারবার হাঁচি-কাশি?

⚠️ এগুলো হতে পারে অ্যালার্জি — সময়মতো চিকিৎসা না নিলে সমস্যা হতে পারে দীর্ঘমেয়াদি!

✅ হোমিওপ্যাথিক চিকিৎসায় –
🔹 হাঁচি-কাশি, নাক-চোখের অ্যালার্জি কমে যায়
🔹 ত্বকের চুলকানি, র‍্যাশ ও লালচে ভাব দূর হয়
🔹 খাবার বা ঋতু পরিবর্তনের অ্যালার্জি নিয়ন্ত্রণে
🔹 ১০০% প্রাকৃতিক ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসা
🔹 স্থায়ী সমাধানে গ্যারান্টি

🧑‍⚕️ ১৫ বছরের অভিজ্ঞ হোমিও চিকিৎসক
🏠 ঘরে বসেই অনলাইন চিকিৎসা
📊 রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী আলাদা চিকিৎসা পরিকল্পনা

📞 যোগাযোগ করুন: 01604207032
📩 ইনবক্স করুন এখনই "Allergy" লিখে

🟢 Arohi homeo hall– অ্যালার্জি নয়, এবার হোক নিশ্চিন্ত জীবন!

07/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

🌸– PCOD/PCOS এর স্থায়ী সমাধান হোমিওপ্যাথিতে!👉 সময়মতো চিকিৎসা না নিলে হতে পারে বন্ধ্যাত্ব, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও আরও ...
05/06/2025

🌸– PCOD/PCOS এর স্থায়ী সমাধান হোমিওপ্যাথিতে!

👉 সময়মতো চিকিৎসা না নিলে হতে পারে বন্ধ্যাত্ব, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও আরও সমস্যা।

✅ হোমিওপ্যাথিক চিকিৎসায় –
🔹 হরমোন ব্যালেন্স স্বাভাবিক হয়
🔹 পিরিয়ড নিয়মিত হয়
🔹 ওজন ও ব্রণ নিয়ন্ত্রণে আসে
🔹 গর্ভধারণ সহজ হয়
🔹 পার্শ্বপ্রতিক্রিয়াহীন ও গ্যারান্টিযুক্ত চিকিৎসা

🧑‍⚕️ ১৫ বছরের অভিজ্ঞ হোমিও চিকিৎসক
🏠 অনলাইন ও সরাসরি চিকিৎসার ব্যবস্থা
📊 আলাদা চিকিৎসা প্রতিটি রোগীর শারীরিক লক্ষণ অনুযায়ী

📞 যোগাযোগ করুন: 01604207032
📩 ইনবক্স করুন এখনই “PCOD” লিখে

🟢 Arohi homeo hall – হরমোন নয়, এবার নিয়ন্ত্রণ আপনার হাতে!

🟢 নুনিয়া শাক: ফ্যাটি লিভারের প্রাকৃতিক সমাধান ফ্যাটি লিভার বা চর্বিযুক্ত লিভার বর্তমানে অনেকের কাছেই একটি সাধারণ সমস্যা ...
05/06/2025

🟢 নুনিয়া শাক: ফ্যাটি লিভারের প্রাকৃতিক সমাধান

ফ্যাটি লিভার বা চর্বিযুক্ত লিভার বর্তমানে অনেকের কাছেই একটি সাধারণ সমস্যা হয়ে উঠেছে। আধুনিক গবেষণায় দেখা গেছে, নুনিয়া শাক (Portulaca oleracea) ফ্যাটি লিভার প্রতিরোধে বিশেষ কার্যকর হতে পারে।

🌿 নুনিয়া শাকের গুণাগুণ: ✔️ লিভারের বিষাক্ত পদার্থ দূর করে
✔️ চর্বি কমাতে সহায়তা করে
✔️ অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদানে সমৃদ্ধ
✔️ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে
📌 পরামর্শ:
ফ্যাটি লিভারের ক্ষেত্রে প্রতিদিন সকালে ১ কাপ সিদ্ধ নুনিয়া শাক খাওয়া উপকারী। তবে যে কোনও স্বাস্থ্য পরামর্শ নেওয়ার আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

📞 ইনবক্স করুন বিস্তারিত জানতে।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homeopathic healing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram