Dr. Md Mehedi Hasan

Dr. Md Mehedi Hasan Bachelor of Medicine, Bachelor of Surgery (MBBS)

হার্ট অ্যাটাক মানেই তীব্র বুকব্যথা—এই ধারণা ভুল। বিশেষ করে নারী, ডায়াবেটিস ও বয়স্ক রোগীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হতে ...
12/01/2026

হার্ট অ্যাটাক মানেই তীব্র বুকব্যথা—এই ধারণা ভুল। বিশেষ করে নারী, ডায়াবেটিস ও বয়স্ক রোগীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হতে পারে বুকব্যথা ছাড়াই। শ্বাসকষ্ট, বাম হাত বা চোয়ালে ব্যথা, হঠাৎ ঘাম, বমি ভাব বা অস্বাভাবিক ক্লান্তি—এসবই হতে পারে একমাত্র লক্ষণ। অনেক রোগী ভাবেন গ্যাস্ট্রিক বা দুর্বলতা, ফলে চিকিৎসা নিতে দেরি হয়।

👉 “অস্বাভাবিক কিছু লাগছে” এই অনুভূতিটাকেও গুরুত্ব দিন।
হার্ট নীরবে আঘাত করে, সচেতন থাকাই বাঁচার উপায়।

Dr. Md Mehedi Hasan

সব মাথাব্যথা টেনশন বা মাইগ্রেন নয়। কিছু ক্ষেত্রে দীর্ঘদিনের হালকা কিন্তু ক্রমশ বাড়তে থাকা মাথাব্যথা ব্রেন টিউমারের প্র...
11/01/2026

সব মাথাব্যথা টেনশন বা মাইগ্রেন নয়। কিছু ক্ষেত্রে দীর্ঘদিনের হালকা কিন্তু ক্রমশ বাড়তে থাকা মাথাব্যথা ব্রেন টিউমারের প্রথম ইঙ্গিত হতে পারে। বিশেষ করে যদি ব্যথা সকালে বেশি হয়, ঘুম থেকে উঠেই মাথা ভার লাগে, বমি ভাব থাকে বা দৃষ্টিশক্তি ঝাপসা হয়—তখন সতর্ক হওয়া জরুরি। অনেক রোগী বলেন, “আগে এমন ব্যথা হতো না।” মাথাব্যথার সাথে আচরণগত পরিবর্তন, স্মৃতিভ্রংশ বা খিঁচুনি হলে নিউরোইমেজিং দরকার হতে পারে।

👉 সব মাথাব্যথা ভয়ংকর নয়, কিন্তু কিছু মাথাব্যথা অবহেলা করলে দেরি হয়ে যায়।

Dr. Md Mehedi Hasan

11/01/2026

গুজবে নয়, বিজ্ঞানে বিশ্বাস করুন
Follow করুন আরও মেডিক্যাল কনটেন্টের জন্য

ঘাড়, বগল বা কুঁচকির ত্বকের ভাঁজে কালচে মোটা চামড়া (acanthosis nigricans) দেখা গেলে তা ইনসুলিন রেজিস্ট্যান্সের গুরুত্বপ...
10/01/2026

ঘাড়, বগল বা কুঁচকির ত্বকের ভাঁজে কালচে মোটা চামড়া (acanthosis nigricans) দেখা গেলে তা ইনসুলিন রেজিস্ট্যান্সের গুরুত্বপূর্ণ চিহ্ন। অনেক সময় রোগী জানেই না যে তার ডায়াবেটিস বা প্রিডায়াবেটিস আছে, কিন্তু ত্বক আগেই সতর্ক সংকেত দেয়। এই পরিবর্তন বিশেষ করে স্থূলতা ও PCOS রোগীদের মধ্যে বেশি দেখা যায়। এটি কসমেটিক সমস্যা নয়, বরং মেটাবলিক ডিসঅর্ডারের ক্লিনিক্যাল মার্কার। ত্বক পরীক্ষা করে চিকিৎসক সহজেই ঝুঁকিপূর্ণ রোগী শনাক্ত করতে পারেন এবং আগেভাগে লাইফস্টাইল ও চিকিৎসা শুরু করা যায়। তাই ত্বকের এই নীরব পরিবর্তন অবহেলা করা মানে ভবিষ্যতের জটিলতা ডেকে আনা।

Dr. Md Mehedi Hasan

হঠাৎ গন্ধ না পাওয়া (anosmia) অনেক সময় অবহেলিত হলেও এটি গুরুতর নিউরোলজিক রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। পারকিনসনস ডিজিজ...
09/01/2026

হঠাৎ গন্ধ না পাওয়া (anosmia) অনেক সময় অবহেলিত হলেও এটি গুরুতর নিউরোলজিক রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। পারকিনসনস ডিজিজ ও আলঝেইমারের ক্ষেত্রে মোটর বা মেমোরি সমস্যার অনেক আগেই গন্ধের অনুভূতি কমে যায়। মাথায় আঘাত লাগলে olfactory nerve ক্ষতিগ্রস্ত হয়ে anosmia হতে পারে। সাম্প্রতিক সময়ে ভাইরাল সংক্রমণেও এই উপসর্গ দেখা গেছে। ক্লিনিক্যালি গন্ধ পরীক্ষা করা সহজ হলেও এর ডায়াগনস্টিক ভ্যালু অনেক। রোগী যদি বলে “সব খাবারের স্বাদ একরকম”, তখন নিউরোলজিক মূল্যায়ন জরুরি। একটি ছোট উপসর্গ ভবিষ্যতের বড় রোগের আগাম বার্তা দিতে পারে।

Dr. Md Mehedi Hasan

চোখের মণি (pupil) স্নায়ুতন্ত্রের অবস্থা জানার একটি গুরুত্বপূর্ণ জানালা। ব্রেন ডেথ মূল্যায়নে pupillary light reflex অনু...
08/01/2026

চোখের মণি (pupil) স্নায়ুতন্ত্রের অবস্থা জানার একটি গুরুত্বপূর্ণ জানালা। ব্রেন ডেথ মূল্যায়নে pupillary light reflex অনুপস্থিত থাকা একটি প্রধান মানদণ্ড। স্বাভাবিক অবস্থায় আলো ফেললে মণি সংকুচিত হয়, কিন্তু ব্রেন স্টেম অকার্যকর হলে এই প্রতিক্রিয়া থাকে না। মাথায় গুরুতর আঘাত, স্ট্রোক বা হাইপোক্সিক ইনজুরির পর pupil fixed ও dilated হলে তা মারাত্মক প্রগনোসিস নির্দেশ করে। ICU-তে প্রতিনিয়ত pupil পরীক্ষা করে রোগীর নিউরোলজিক স্ট্যাটাস পর্যবেক্ষণ করা হয়। এটি কোনো জটিল যন্ত্র ছাড়াই জীবন-মৃত্যুর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহায়তা করে। তাই চোখের মণি শুধু দৃষ্টির জন্য নয়, নিউরোলজির এক শক্তিশালী ক্লিনিক্যাল টুল।

Dr. Md Mehedi Hasan

জিহ্বা শরীরের পুষ্টিগত অবস্থার একটি জীবন্ত মানচিত্র। ভিটামিন B12 বা ফলিক অ্যাসিডের ঘাটতিতে জিহ্বা উজ্জ্বল লাল, মসৃণ ও ব্...
07/01/2026

জিহ্বা শরীরের পুষ্টিগত অবস্থার একটি জীবন্ত মানচিত্র। ভিটামিন B12 বা ফলিক অ্যাসিডের ঘাটতিতে জিহ্বা উজ্জ্বল লাল, মসৃণ ও ব্যথাযুক্ত হয়ে যায়—যাকে বলা হয় glossitis। আয়রন ডিফিসিয়েন্সিতে জিহ্বা ফ্যাকাসে ও মসৃণ হতে পারে। ডিহাইড্রেশনে জিহ্বা শুষ্ক ও ফাটলযুক্ত হয়। আবার সাদা আবরণ candidiasis বা ইমিউনোডেফিসিয়েন্সির ইঙ্গিত দিতে পারে। অনেক সময় রোগী শুধু মুখে জ্বালাপোড়ার কথা বলে, কিন্তু জিহ্বা পরীক্ষা করলে আসল রোগ ধরা পড়ে। ক্লিনিক্যাল প্র্যাকটিসে জিহ্বা দেখা একটি সহজ, দ্রুত ও খরচবিহীন পদ্ধতি, যা বহু সিস্টেমিক রোগ নির্ণয়ে সাহায্য করে।

Dr. Md Mehedi Hasan

শিশুরা সব সময় তাদের সমস্যা প্রকাশ করতে পারে না। তাই কিছু লক্ষণ দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাওয়া জরুরি। বারবার বমি,...
06/01/2026

শিশুরা সব সময় তাদের সমস্যা প্রকাশ করতে পারে না। তাই কিছু লক্ষণ দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাওয়া জরুরি। বারবার বমি, শ্বাসকষ্ট, খেতে না চাওয়া, অতিরিক্ত নিস্তেজতা, খিঁচুনি বা জ্বরের সঙ্গে অচেতনতা—এসব বিপদের সংকেত হতে পারে। অনেক সময় “এমনিতেই ঠিক হয়ে যাবে” ভেবে অপেক্ষা করাই বড় ভুল হয়। শিশুর ক্ষেত্রে সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্রুত চিকিৎসা শুরু করলে জটিলতা ও মৃত্যুঝুঁকি অনেক কমে যায়। মনে রাখবেন, শিশুর শরীর বড়দের মতো শক্ত নয়। সন্দেহ হলে অপেক্ষা নয়—ডাক্তারের শরণাপন্ন হোন। আপনার একটি সিদ্ধান্তই শিশুর জীবন বাঁচাতে পারে।

Dr. Md Mehedi Hasan

নখ শরীরের ভেতরের অনেক রোগের নীরব সাক্ষী। অ্যানিমিয়ায় নখ ফ্যাকাসে, পাতলা ও চামচের মতো (koilonychia) হয়ে যেতে পারে, যা ...
06/01/2026

নখ শরীরের ভেতরের অনেক রোগের নীরব সাক্ষী। অ্যানিমিয়ায় নখ ফ্যাকাসে, পাতলা ও চামচের মতো (koilonychia) হয়ে যেতে পারে, যা আয়রন ডিফিসিয়েন্সির ক্লাসিক লক্ষণ। আবার দীর্ঘদিন অক্সিজেনের ঘাটতি থাকলে নখে clubbing দেখা যায়, যা জন্মগত হৃদ্‌রোগ, ফুসফুসের ক্যান্সার বা ক্রনিক লাং ডিজিজের সাথে সম্পর্কিত। নখে সাদা দাগ (leukonychia) প্রোটিন ঘাটতির ইঙ্গিত দিতে পারে। নখ নীলচে হলে (cyanosis) তাৎক্ষণিকভাবে কার্ডিওপালমোনারি সমস্যা ভাবতে হয়। অনেক সময় রোগী কোনো উপসর্গ না বললেও নখের পরিবর্তন চিকিৎসককে সঠিক পথে নিয়ে যায়। তাই ক্লিনিক্যাল পরীক্ষায় নখ দেখা শুধু সৌন্দর্য বিচার নয়, বরং জীবনরক্ষাকারী তথ্যের উৎস।

Dr. Md Mehedi Hasan

অনেকেই ভাবেন হিমোগ্লোবিন কম মানেই শুধু আয়রনের ঘাটতি। বাস্তবে এটি সব সময় সত্য নয়। ভিটামিন B12, ফলিক অ্যাসিডের অভাব, দীর্ঘ...
05/01/2026

অনেকেই ভাবেন হিমোগ্লোবিন কম মানেই শুধু আয়রনের ঘাটতি। বাস্তবে এটি সব সময় সত্য নয়। ভিটামিন B12, ফলিক অ্যাসিডের অভাব, দীর্ঘস্থায়ী সংক্রমণ, কিডনি রোগ এমনকি কিছু জেনেটিক সমস্যাও রক্তস্বল্পতার কারণ হতে পারে। ভুলভাবে শুধু আয়রন খেলে প্রকৃত সমস্যা থেকে যায় এবং কখনো কখনো ক্ষতিও হতে পারে। তাই হিমোগ্লোবিন কম ধরা পড়লে কারণ নির্ণয় করা অত্যন্ত জরুরি। সঠিক পরীক্ষা ছাড়া চিকিৎসা শুরু করা উচিত নয়। বিশেষ করে নারী ও তরুণীদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। রক্তস্বল্পতা মানে শুধু ক্লান্তি নয়—এটি শরীরের অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়। সচেতন হোন, সঠিক চিকিৎসা নিন।

পরীক্ষা, চাকরি, পরিবার, অর্থনৈতিক চাপ—স্ট্রেস এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু সব স্ট্রেস স্বাভাবিক নয়। দীর্ঘদিনের...
04/01/2026

পরীক্ষা, চাকরি, পরিবার, অর্থনৈতিক চাপ—স্ট্রেস এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু সব স্ট্রেস স্বাভাবিক নয়। দীর্ঘদিনের মানসিক চাপ ধীরে ধীরে ডিপ্রেশন, উদ্বেগ, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। অনেকেই মনে করেন, “আমি মানসিকভাবে দুর্বল নই”—এটি একটি ভুল ধারণা। মানসিক স্বাস্থ্যও শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। ঘুমের সমস্যা, মন খারাপ থাকা, কাজে আগ্রহ কমে যাওয়া—এসব উপসর্গ অবহেলা করবেন না। প্রয়োজনে ডাক্তারের সাহায্য নিন। মনে রাখবেন, সাহায্য চাওয়া দুর্বলতা নয়—এটি সচেতনতার পরিচয়। সুস্থ মন ছাড়া সুস্থ শরীর সম্ভব নয়।

অনেক মানুষ সামান্য জ্বর বা কাশি হলেই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খান। কেউ আবার ডাক্তারের দেওয়া ওষুধ মাঝপথে বন্ধ ক...
03/01/2026

অনেক মানুষ সামান্য জ্বর বা কাশি হলেই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খান। কেউ আবার ডাক্তারের দেওয়া ওষুধ মাঝপথে বন্ধ করে দেন, বা অন্যের প্রেসক্রিপশন অনুসরণ করেন। এসব অভ্যাস অত্যন্ত বিপজ্জনক। ভুলভাবে ওষুধ খেলে রোগ ভালো হয় না, বরং শরীরে রেজিস্ট্যান্স তৈরি হয়, কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে অ্যান্টিবায়োটিক অপব্যবহার ভবিষ্যতে বড় সংকট তৈরি করছে। মনে রাখবেন—সব ওষুধ সবার জন্য নয়। সঠিক রোগ নির্ণয় ছাড়া চিকিৎসা মানেই ঝুঁকি। ওষুধ জীবন বাঁচাতে পারে, আবার ভুল হলে জীবন নিতেও পারে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ নয়—এটাই নিরাপদ চিকিৎসা।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md Mehedi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category