12/01/2026
হার্ট অ্যাটাক মানেই তীব্র বুকব্যথা—এই ধারণা ভুল। বিশেষ করে নারী, ডায়াবেটিস ও বয়স্ক রোগীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হতে পারে বুকব্যথা ছাড়াই। শ্বাসকষ্ট, বাম হাত বা চোয়ালে ব্যথা, হঠাৎ ঘাম, বমি ভাব বা অস্বাভাবিক ক্লান্তি—এসবই হতে পারে একমাত্র লক্ষণ। অনেক রোগী ভাবেন গ্যাস্ট্রিক বা দুর্বলতা, ফলে চিকিৎসা নিতে দেরি হয়।
👉 “অস্বাভাবিক কিছু লাগছে” এই অনুভূতিটাকেও গুরুত্ব দিন।
হার্ট নীরবে আঘাত করে, সচেতন থাকাই বাঁচার উপায়।
Dr. Md Mehedi Hasan