Natural and Homeopathic Healing Center

Natural and Homeopathic Healing Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Natural and Homeopathic Healing Center, Family doctor, ০৩ ক্ষেত্রখালী খালের পূর্বপাড়, (আজুর কালভার্ট) শিপইয়ার্ড, খুলনা।, Khulna.

🌿 Welcome Natural and Homeopathic Healing Center
A- Homeopathy Treatment Service Center 🌿
We specialize in providing Homeopathy Treatment for a wide range of health concerns, focusing on holistic healing that addresses the root cause of your symptoms.

27/08/2025

হাতের চামড়া ছিঁড়ে যাওয়া “Skin fissure” বা “Skin tear
দীর্ঘদিন এ সমস্যায় ভুক্ত আলহামদুলিল্লাহ আমাদের ট্রিটমেন্টে এখন সম্পন্ন ভালো।

26/08/2025

নড়াইল থেকে আসা টিউমারের রুগী আগের থেকে অনেক ভালো আছেন।
আগে মনে হতো 2 টিউমার ছিল এখন তা মনে হচ্ছে না।আর ব্যথা ছিলো আলহামদুলিল্লাহ এখন আর ব্যথা নেই। আর আগের থেকে টিউমার ছোট হয়ে এসেছে।

পাকস্থলীর ক্যান্সার আগের থেকে অনেক ভালো আলহামদুলিল্লাহ।রোগী মৌলভীবাজারে  থাকে । বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নেওয়া হয়েছ...
26/08/2025

পাকস্থলীর ক্যান্সার আগের থেকে অনেক ভালো আলহামদুলিল্লাহ।
রোগী মৌলভীবাজারে থাকে । বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নেওয়া হয়েছে এবং ভারতেও ট্রিটমেন্ট নিয়েছে তেমন কোন উপকারে আসেনি। এখন আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথি ট্রিটমেন্টে অনেক ভালো।

26/08/2025

খিঁচুনি থেকে মুক্তি আলহামদুলিল্লাহ
দুই বছর যাবত খিচুনির সমস্যায় ভুগছে। প্রতিদিন দুইবার তিনবার করে খিঁচুনি উঠতো। আমাদের চিকিৎসা নেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ এখন আর খিঁচুনি ওঠে না।
এবং রাতে ঘুমালে মাঝে মধ্যে হাত এবং পা একটু নড়ে উঠত কেঁপে উঠ তো সেই কাঁপা ভাবটাও এখন আর দেখা যাচ্ছে না।

25/08/2025

মেয়েদের মুখের গোঁফ দাড়ি ওঠা থেকে মুক্তি

25/08/2025

পার্কিনসন’স ডিজিজ থেকে মুক্তি আলহামদুলিল্লাহ ❤️

🧠 পার্কিনসন’স ডিজিজ কী?

পার্কিনসন’স ডিজিজ হলো একটি ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া স্নায়বিক রোগ (Progressive Neurodegenerative Disorder)।
এটি মস্তিষ্কের Substantia Nigra নামক অংশে ডোপামিন (Dopamine) নামক রাসায়নিক কমে যাওয়ার কারণে হয়।
ডোপামিন কমে গেলে শরীরের মুভমেন্ট কন্ট্রোল (movement control) ব্যাহত হয়।

⚠️ প্রধান কারণ

Substantia nigra-তে dopaminergic neuron ধ্বংস হওয়া

স্নায়ুর কোষে Lewy bodies নামক অস্বাভাবিক প্রোটিন জমা হওয়া

বংশগত (Genetic factor)

বয়স (৬০ বছরের পর বেশি হয়)

পরিবেশগত কারণ (টক্সিন, হেড ইনজুরি ইত্যাদি)

🩺 প্রধান লক্ষণ (TRAP মনে রাখলে সহজ হয়)

T – Tremor → হাত, পা, চিবুক কাঁপা (বিশেষত রেস্টিং ট্রেমর – বসে থাকলে কাঁপে)
R – Rigidity → শরীর শক্ত হয়ে যাওয়া, হাত-পা শক্ত অনুভব হওয়া
A – Akinesia/Bradykinesia → চলাফেরার গতি ধীর হওয়া, মুখে অভিব্যক্তি কম হওয়া (Mask-like face)
P – Postural instability → ভারসাম্য রাখতে সমস্যা, পড়ে যাওয়া

✅ অন্যান্য উপসর্গ

ধীরে ধীরে কথা বলা (Slow speech)

হাতের লেখা ছোট হয়ে যাওয়া (Micrographia)

হাঁটার সময় ঝুঁকে পড়া ও ছোট ছোট পা ফেলা (Shuffling gait)

ঘ্রাণশক্তি কমে যাওয়া

ঘুমের সমস্যা

বিষণ্নতা ও মানসিক পরিবর্তন

🧪 রোগ নির্ণয়

বেশিরভাগ ক্ষেত্রে ক্লিনিক্যাল ইতিহাস ও স্নায়বিক পরীক্ষা দিয়েই ধরা যায়

কিছু ক্ষেত্রে MRI/CT ব্যবহার করা হয় অন্য রোগ বাদ দেওয়ার জন্য
আমাদের থেকে ট্রিটমেন্ট নিতে চাইলে যোগাযোগ করুন।
মোবাইল:01716629098

🐝 হোমিওপ্যাথির অমূল্য উপহার: Apis Mellifica 🐝(মৌমাছি থেকে প্রস্তুতকৃত ঔষধ)হোমিওপ্যাথিতে Apis Mellifica হলো সেই ওষুধ, যা ...
23/08/2025

🐝 হোমিওপ্যাথির অমূল্য উপহার: Apis Mellifica 🐝

(মৌমাছি থেকে প্রস্তুতকৃত ঔষধ)

হোমিওপ্যাথিতে Apis Mellifica হলো সেই ওষুধ, যা প্রস্তুত করা হয় জীবন্ত মৌমাছি (Honey Bee – Apis mellifera) থেকে। মৌমাছির হুল, বিষ এবং এর টক্সিন মানুষের শরীরে নানা ধরণের প্রতিক্রিয়া ঘটায়। এই প্রতিক্রিয়াগুলিকেই পর্যবেক্ষণ করে এবং ‘Similia Similibus Curentur’ নীতির ভিত্তিতে এ ওষুধ তৈরি হয়েছে।

🌿 কেন শুধুমাত্র Apis Mellifica (Honey Bee) নির্বাচিত হলো?

বিশ্বে অনেক প্রজাতির মৌমাছি আছে, যেমন—

Bumblebee (Bombus species)

Carpenter bee (Xylocopa species)

Stingless bee (Melipona species)

Hornet (Vespa crabro – technically wasp but related in venom study)

👉 কিন্তু হোমিওপ্যাথির জন্য কেবল Apis Mellifica (Honey Bee) কে বেছে নেওয়া হয়েছে। এর মূল কারণগুলো হলো—

✅ ১. বিষক্রিয়ার স্বচ্ছ ও তীব্র প্রতিক্রিয়া

Apis mellifera-এর হুলের বিষে মেলিটিন, ফসফোলিপেজ A2, হাইঅ্যালুরোনিডেজ ইত্যাদি উপাদান থাকে।

এগুলো মানুষের শরীরে স্পষ্ট, ধারাবাহিক এবং পুনরাবৃত্ত প্রতিক্রিয়া সৃষ্টি করে (ফুলে যাওয়া, লালচে ভাব, জ্বালা, হঠাৎ ফোলা, শ্বাসকষ্ট ইত্যাদি)।

অন্য মৌমাছি বা ভিমরুলের বিষে প্রতিক্রিয়া থাকে, কিন্তু তা অনেক সময় অনিয়মিত, কম অধ্যয়নযোগ্য এবং কম প্রয়োগযোগ্য।

✅ ২. মানুষের সাথে ঘনিষ্ঠ সংযোগ

Apis mellifera মানুষের কাছে পরিচিত, কারণ হাজার বছরেরও বেশি সময় ধরে মানুষ মধু সংগ্রহ করছে।

ফলে এর হুলের কামড় মানুষের মধ্যে বারবার পর্যবেক্ষণ করা হয়েছে।

এই পর্যবেক্ষণই হোমিওপ্যাথিতে এর proving সহজ করেছে।

✅ ৩. ব্যাপক কার্যকারিতা ও বহুমাত্রিক প্রয়োগ

Apis mellifica প্রমাণিত হয়েছে প্রদাহ, ফোলা, জ্বালা, অ্যালার্জি, শ্বাসকষ্ট, কিডনি রোগ, মেনিনজাইটিস থেকে শুরু করে মস্তিষ্কের প্রদাহ পর্যন্ত বহু ক্ষেত্রে।

অন্য মৌমাছির বিষে কার্যকারিতা সীমিত, যেমন—

Bumblebee → ফুলে যাওয়া হয়, তবে জ্বালার মাত্রা কম, তাই চিকিৎসাগত proving ততটা ফলপ্রসূ হয়নি।

Carpenter bee → এর কামড়ে বেশি mechanical injury হয়, তবে বিষক্রিয়া তুলনামূলক দুর্বল।

Stingless bee → এদের হুল দুর্বল বা অনেক সময় হুলই নেই, তাই প্রমাণিত শক্তিশালী proving সম্ভব হয়নি।

Hornet (Vespa crabro) → তীব্র বিষক্রিয়া ঘটায়, তবে খুব আক্রমণাত্মক, proving-এর জন্য নিরাপদে ব্যবহার করা কঠিন। হোমিওপ্যাথিতে এ থেকে তৈরি Vespa নামক একটি ঔষধ আছে, তবে তার প্রয়োগ সীমিত (বিশেষ করে তীব্র allergic reaction, erysipelas ইত্যাদি ক্ষেত্রে)।

✅ ৪. ধারাবাহিক রেকর্ড ও নির্ভরযোগ্যতা

Apis mellifica সবচেয়ে বেশি প্রমাণিত এবং সর্বাধিক ব্যবহৃত।

অন্য মৌমাছিদের ব্যবহার প্রমাণিত হয়নি বা clinical application সীমিত রয়ে গেছে।

🌟 Apis Mellifica-এর মূল বৈশিষ্ট্য

1. ফোলা ও প্রদাহ → হঠাৎ শুরু হয়, চারপাশ ফুলে যায়, টানটান, লালচে।

2. জ্বালা ও চিমটি দেওয়া অনুভূতি → মনে হয় আগুনের মতো পুড়ছে বা সূচ ফোটানো হচ্ছে।

3. তৃষ্ণাহীনতা → তীব্র জ্বর থাকলেও পানি খেতে ইচ্ছে করে না।

4. ডান পাশের প্রভাব → অনেক রোগে ডান পাশ বেশি আক্রান্ত হয়।

5. অ্যালার্জি ও কিডনি রোগ → কিডনি ইনফ্লামেশন, প্রস্রাব কমে যাওয়া, dropsy-তে গুরুত্বপূর্ণ।

🐝 অন্যান্য মৌমাছি-জাতীয় প্রাণী ও তাদের হোমিওপ্যাথিক সম্ভাবনা

যদিও মূলত Apis mellifica ব্যবহৃত হয়, তবে হোমিওপ্যাথিতে আরো কিছু মৌমাছি বা ভিমরুল সম্পর্কিত ঔষধ আছে—

Vespa crabro (Hornet) → তীব্র প্রদাহ, erysipelas, হঠাৎ অ্যালার্জিক রিঅ্যাকশন।

Formica rufa (Red Ant) → gout, arthritis, joint pain-এ কার্যকর।

Bombus (Bumblebee) → সীমিত proving; ফুলে যাওয়া আছে কিন্তু বিশেষ clinical ব্যবহার হয়নি।

🏆 উপসংহার

👉 অসংখ্য মৌমাছি ও অনুরূপ প্রজাতি থাকলেও হোমিওপ্যাথিতে Apis mellifica-কেই সবচেয়ে কার্যকর ও প্রমাণিত হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এর বিষ মানুষের শরীরে ধারাবাহিক, স্পষ্ট ও বহুমুখী প্রভাব সৃষ্টি করে।

clinical ব্যবহার শতাব্দীর পর শতাব্দী ধরে যাচাই করা হয়েছে।

অন্য মৌমাছিরা কিছুটা প্রতিক্রিয়া তৈরি করলেও Apis mellifica-এর মতো নির্ভরযোগ্য নয়।

✍️ Natural and Homeopathic Healing Center
📞 01716-62909801716-629098

23/08/2025

স্তনের ব্যথা এবং স্তন হাতে প্রতিনিয়ত দুধ বের হতে।
আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অর্ধেকের বেশি সুস্থ এখন আর সেরকম ব্যথা হয় না এবং চাপ না দিলে কোন মিল্ক বের হয় না আর বের হলেও ২-১ফোঁটা বের হয় আগে থেকে একা একাই বেয়ে বেয়ে পড়তো।

ফ্যাটি লিভার থেকে মুক্তি আলহামদুলিল্লাহ
23/08/2025

ফ্যাটি লিভার থেকে মুক্তি আলহামদুলিল্লাহ

22/08/2025

হোমিওপ্যাথিক ডাক্তার দের জন্য
বলুন তো কোন ঔষধ?

 শুভ সকাল।আল্লাহ সবাইকে সুস্থ রাখুন।
22/08/2025

শুভ সকাল।আল্লাহ সবাইকে সুস্থ রাখুন।

Address

০৩ ক্ষেত্রখালী খালের পূর্বপাড়, (আজুর কালভার্ট) শিপইয়ার্ড, খুলনা।
Khulna
9201

Alerts

Be the first to know and let us send you an email when Natural and Homeopathic Healing Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram