Natural Living

Natural Living Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Natural Living, Daulatpur, Khulna.

🌿 Natural Living – অর্গানিক পণ্যের নির্ভরযোগ্য ঠিকানা
🍯 খাবার থেকে স্কিনকেয়ার – সব কিছুই প্রাকৃতিক
🥬 কেমিকেল মুক্ত স্বাস্থ্যকর পণ্য
✅ ১০০% বিশুদ্ধতা ও গুণগত মানের প্রতিশ্রুতি
🌳 প্রাকৃতিক উৎস থেকে সরাসরি সংগ্রহ
🌱 পরিবেশবান্ধব জীবনের অনুপ্রেরণা

28/07/2025
🌿 বাংলাদেশের প্রকৃতি ও খাদ্য উপাদান 🌾               🌱**Natural Living**🌱 সবুজে মোড়ানো আমাদের বাংলাদেশ, যেন এক অনন্ত খাদ...
20/07/2025

🌿 বাংলাদেশের প্রকৃতি ও খাদ্য উপাদান 🌾

🌱**Natural Living**🌱

সবুজে মোড়ানো আমাদের বাংলাদেশ, যেন এক অনন্ত খাদ্যভান্ডার। এই মাটির বুক থেকে প্রতিনিয়ত উঠে আসে নানা রকমের প্রাকৃতিক খাদ্য উপাদান—যা শুধু আমাদের শরীরকে পুষ্টি দেয় না, মনেরও তৃপ্তি জোগায়।

আমাদের মাঠে ফলে সোনালী ধান, সরিষার ক্ষেতে ভরে ওঠে হলুদ ফুলের ঢেউ। নদী-খাল-বিল থেকে পাওয়া যায় টাটকা মাছ—ইলিশ, রুই, কাতলা। বন-জঙ্গল ও গ্রামীণ প্রান্তর জুড়ে জন্মায় কচু, ঢেঁড়স, পুঁইশাক, কলমিশাক, সহ আরও কত শত সবজি।

বাঁশঝাড়ের পাশে পাওয়া যায় কচি বাঁশের কোঁড়ল, পাহাড়ি অঞ্চলে ওঠে জুমের চাষের বিশেষ ফল ও শাকসবজি। মৌসুমি ফলের মধ্যে কাঁঠাল, আম, লিচু, জাম, পেয়ারা—সবই প্রকৃতির অকৃত্রিম উপহার।

এইসব প্রাকৃতিক খাদ্য শুধু নিরাপদ নয়, বরং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। প্রকৃতি আমাদের যা দিয়েছে, তা সযত্নে গ্রহণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করা আমাদের দায়িত্ব।

🌱 **Natural Living** বিশ্বাস করে—প্রকৃতিকে ভালোবাসলেই প্রকৃতি আমাদের সুস্থ রাখে। চলুন, প্রাকৃতিক খাদ্যের প্রতি আস্থা রাখি, স্থানীয় পণ্যে ফিরে যাই এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদের প্রতি কৃতজ্ঞ হই। 🇧🇩

17/07/2025

🌾 হারিয়ে যাচ্ছে আমাদের প্রাকৃতিক খাদ্য উপাদান... 🌿
একটি বার্তা Natural Living-এর পক্ষ থেকে

এক সময় বাংলাদেশের প্রকৃতি আমাদের সরাসরি খাদ্য দিত—নদী থেকে টাটকা মাছ, ক্ষেত থেকে রাসায়নিকমুক্ত শাকসবজি, বন থেকে কচু-কলমি কিংবা মাঠ থেকে দেশি ধানের চাল। মাটির গন্ধমাখা এইসব খাবার শুধু পেটই ভরাত না, মনও ভরিয়ে দিত।

কিন্তু আজকের আধুনিকতার ভিড়ে সেই স্বাদ যেন হারিয়ে যাচ্ছে। হাইব্রিড ফসল, প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড আর কৃত্রিমতা আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই, তবে প্রকৃতির কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে।

আমরা ভুলে যাচ্ছি বেলের শরবতের ঠাণ্ডা স্বাদ, লাল শাকের পুষ্টিগুণ, কিংবা পুকুরের দেশি মাছের অনন্য স্বাদ। আগে বাড়ির আঙিনায় যেসব ফল-মূল পাওয়া যেত, সেগুলো আজ শুধুই স্মৃতি।

🛑 এখনই সময় ফিরে তাকানোর—আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য, প্রাকৃতিক খাদ্য ও জীবনধারার দিকে। এই ধরণের খাবার শুধু স্বাস্থ্যকর নয়, আমাদের মাটির সাথেও একটি আত্মিক সম্পর্ক গড়ে তোলে।

🌱 Natural Living বিশ্বাস করে, প্রকৃতির কাছাকাছি থাকলেই সত্যিকারের সুস্থ ও সুন্দর জীবন সম্ভব। আসুন, আমরা সবাই মিলে দেশি খাবারে গর্ব করি, প্রাকৃতিক খাদ্যে ফিরে যাই।

🌿Natural Living ** – আপনার প্রাকৃতিক ও অর্গানিক জীবনের নির্ভরযোগ্য সঙ্গী।আমরা নিয়ে এসেছি সকল ধরনের ১০০% খাঁটি ও প্রাকৃতি...
16/07/2025

🌿Natural Living ** – আপনার প্রাকৃতিক ও অর্গানিক জীবনের নির্ভরযোগ্য সঙ্গী।
আমরা নিয়ে এসেছি সকল ধরনের ১০০% খাঁটি ও প্রাকৃতিক পণ্য, যা আপনার শরীর, মন এবং পরিবেশ—সব কিছুর জন্যই উপকারী।

আমাদের সংগ্রহে রয়েছে:
🥬 অর্গানিক চাল, ডাল, মসলা, ভেজিটেবলস
🍯 খাঁটি মধু, সরিষার তেল, নারিকেল তেল, ঘি
🍃 হারবাল স্কিনকেয়ার ও বডি কেয়ার পণ্য
🍵 স্বাস্থ্যকর টি ও হেলথ সাপ্লিমেন্টস

এছাড়াও রয়েছে প্রকৃতিক উৎস থেকে সংগ্রহ করা আরো অনেক পন্য।

আমাদের পণ্যসমূহে কোনো প্রকার কেমিকেল, প্রিজারভেটিভ বা ক্ষতিকর উপাদান নেই। আমরা সরাসরি স্থানীয় কৃষক ও প্রাকৃতিক উৎস থেকে পণ্য সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছে দিই।

আমাদের লক্ষ্য শুধুমাত্র পণ্য বিক্রি নয়, বরং আপনাকে একটি স্বাস্থ্যকর, সচেতন ও পরিবেশবান্ধব জীবনধারার দিকে এগিয়ে নিতে সহায়তা করা।

🚚 সারা দেশে হোম ডেলিভারি সুবিধা
💬 পণ্য সম্পর্কে জানতে বা অর্ডার করতে ইনবক্স করুন
✅ গুণগত মান ও ক্রেতাসেবায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ

Natural Living – যেখানে স্বাস্থ্য, বিশ্বাস আর প্রকৃতি একসাথে পথ চলে।
আপনার অর্গানিক লাইফস্টাইল শুরু হোক এখান থেকেই!

সেই প্রাচীনকাল থেকে আমরা জেনে এসেছি চুলের যত্নে নারকেল তেলের কোনো বিকল্প নেই। নারকেল দিয়ে অনেক পদের খাবারও খেয়ে থাকি। কি...
21/08/2024

সেই প্রাচীনকাল থেকে আমরা জেনে এসেছি চুলের যত্নে নারকেল তেলের কোনো বিকল্প নেই। নারকেল দিয়ে অনেক পদের খাবারও খেয়ে থাকি। কিন্তু নারকেল তেলেরও যে নানা উপকারী দিক রয়েছে তা হয়ত অনেকেরই অজানা। এতে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। চলুন জেনে নিই নারকেল তেলের নানান রকম ব্যবহার।

১.নারকেল তেলে এমসিটি নামক একধরনের ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা সহজেই শোষিত হয়ে দেহ, মস্তিষ্ক ও কোষের শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে।

২.হঠাৎ করেই হাত পুড়ে বা কেটে গেলে সেখানে নারকেল তেল ব্যবহার করুন। জ্বালাপোড়া অনেকাংশেই কমবে।

৩.রান্নার কাজেও নারকেল তেল বেশ উপকারী। অন্যান্য তেলের তুলনায় নারকেল তেলে অক্সিডেশনের পরিমাণ অনেক কম থাকে। যে কারণে রান্নার অন্যান্য তেলের তুলনায় নারকেল তেল বেশি স্বাস্থ্যকর।

৪.নারকেল তেলে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য থাকার কারণে একে ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করা যায়। বিভিন্ন ব্র্যান্ডের লোশনের বিকল্প হতে পারে নারকেল তেল। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করা নারকেল রিংকেল দূর করতেও সহায়তা করে।

৫.নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড ও ক্যাপ্রিক অ্যাসিডের মতো অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা স্ট্রেপ্টোকোকাস নামক মুখের ব্যাকটেরিয়া মেরে ফেলে দাঁত ও মাড়ির রোগের ঝুঁকি কমায়।

৬.নারকেল তেল অনন্য সব খনিজ উপাদান ও প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর। চুল ও ত্বকের যত্নের পাশাপাশি পরিমিত পরিমাণে নারকেল তেল খাওয়া স্বাস্থ্যের জন্যও ভালো।

৭.দীর্ঘক্ষণ মেকআপ থাকার পর তা শক্ত হয়ে মুখের সঙ্গে লেগে যায়। সে মেকআপ তুলতে রিমুভারের বিকল্প হতে পারে নারকেল তেল। নারকেল তেলের ব্যবহারে সহজেই মেকআপ তুলে ফেলা সম্ভব।

৮.নারকেল তেল হাড়ের ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম শোষণ করার ক্ষমতা বাড়ায়। আয়ুর্বেদশাস্ত্রমতে নারকেল তেল হাড় ও বাতের ব্যথা কমাতে সাহায্য করে।

৯.শীতকালে ঠোঁট ফাটা রোধ করতে নারকেল তেল বেশ উপকারী। নারকেল তেলে প্রাকৃতিকভাবে এসপিএফ-৭ থাকায় সূর্যের আলো থেকেও ত্বককে কিছুটা সুরক্ষা প্রদান করে।

১০.কাঠের আসবাবপত্র চকচকে করতে রায়াসনিক বিভিন্ন পদার্থ ব্যবহার করতে দেখা যায়। সেখানে থাকা বিষাক্ত উপাদান ও গন্ধ ঘরের বাতাসকে দূষিত করে। যার প্রাকৃতিক বিকল্প হতে পারে নারকেল তেল। কাঠের পুরোনো আসবাব চকচকে করতে ব্যবহার করতে পারেন নারকেল তেল।

১১.অনেকের শরীরেই ঘামের দুর্গন্ধ হয়। সেই গন্ধ দূর করতে নারকেল তেল বেশ উপকারী। নারকেল তেলে থাকা উপাদান ঘাম শুষে নেয়। ফলে দুর্গন্ধ তৈরি হতে পারে না।

১২.নারকেল তেলে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান পাকস্থলীর সংক্রমণ দূর করে।

১৩.বুকে জমে যাওয়া কফ দূর করতে ঘরে বানিয়ে নিতে পারেন কনজেশন রিলিফ ক্রিম। আধা কাপ নারিকেল তেল, রোজমেরি, দারুচিনি এবং ইউক্যালিপটাস এসেনশিয়াল তেল একসাথে মিশিয়ে নিন এবং বুকে মালিশ করুন।

১৪.রাতজাগা বা দুশ্চিন্তার ফলে চোখেমুখে পড়া কালি দূর করে নারকেল তেল। নারকেল তেলে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট ত্বকে বলিরেখা পড়তে দেয় না। বাধাদান করে। পুরোনো বলিরেখাও দূর করতে সহায়তা করে।

১৫.কার্পেট বা ফার্নিচারে পুরোনো কোনো দাগ দূর করতে নারকেল তেল বেশ উপকারী। বেকিং সোডার সঙ্গে নারকেল তেল মিশিয়ে সামান্য ঘষলেই দূর হয়ে যাবে সব দাগ।

বিশুদ্ধ খাঁটি নারিকেল তেল ব্যবহার করুন এবং আপনার চুলকে গোড়া থেকে শক্ত ও মজবুত করুন।।
17/08/2024

বিশুদ্ধ খাঁটি নারিকেল তেল ব্যবহার করুন এবং আপনার চুলকে গোড়া থেকে শক্ত ও মজবুত করুন।।

16/08/2024

নারকেল তেল কি ও নারকেল তেলের পরিচিতি।।

Address

Daulatpur
Khulna
9202

Telephone

+8801879440141

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natural Living posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram