28/08/2024
🩺🩺
চিকিৎসা না করলে, ভেরিকোস ভেইন থেকে ত্বকের আলসার, রক্ত জমাট বেঁধে যাওয়া, ব্যথা ও ফোলাভাব বেড়ে যায়, এমনকি শিরায় গভীর থ্রম্বোসিস (DVT) বা রক্তপিন্ড তৈরি হতে পারে। চিকিৎসা না হওয়া ভেরিকোস ভেইনের কারণে দেখা দেওয়া কিছু সমস্যা আপনার জীবনকে বিপন্ন করে তুলতে পারে।
বিদেশ যাত্রা এবং ডিফেন্স জবের ক্ষেত্রে মেডিকেলে আউট হয়ে যেতে পারেন ১০০%।
💉ফোম স্কেলেরোথেরাপি--
ফোম স্কেলেরোথেরাপি একটি এমন চিকিৎসা যাতে ন্যূনতম কাটাছেঁড়া করার প্রয়োজন হয়না। এই ফোম ইঞ্জেকশনের মাধ্যমে সফলভাবে ভেরিকোস ভেইনের চিকিৎসা করা সম্ভব।
এই পদ্ধতিতে শরীরের রক্ত নালিকায় ইনজেকশনের মাধ্যমে ফোম স্কেলেরোস্যান্ট নামে এক ধরণের রাসায়নিক দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। এর ফলে রক্ত প্রবাহিত হবার জন্য নিজে থেকেই সুস্থ শিরা খুঁজে নেয়। এভাবে দেহে রক্ত চলাচল স্বাভাবিক হয়ে আসে এবং কিছু সময়ের মধ্যেই ভেরিকোস ভেইনের সমস্যা দুরীভূত হয়। এই চিকিৎসা প্রণালীর জন্য রোগীকে অচেতন করার প্রয়োজন পড়েনা। চিকিৎসকের অফিস বা ক্লিনিকের এই প্রক্রিয়া সম্পাদন করা সম্ভব। রোগী তখন থেকেই স্বাভাবিক চলা ফেরা করতে পারেন।
বিঃদ্রঃ- সেনাবাহিনীর সৈনিকের মাঠ শুরু হওয়াকে কেন্দ্র করে অনেক ডাক্তার ২৪ ঘন্টার জন্য অনটাইম ভেরিকোস ভেইনের ইঞ্জেকশন দিয়ে থাকে যেটি একটি বিপদজনক রাসায়নিক এবং শরীরের জন্য ভিষ্ণ ক্ষতিকর।