Ajira public

Ajira public মানুষ মাত্রই পরিবর্তন

03/10/2025
19/08/2025

নিজেকে পরিবর্তন করো, কারণ সময় কখনো অপেক্ষা করে না

17/09/2024

#দর্শন
#প্রথম বর্ষ
#মনোবিজ্ঞান

#প্রথম অধ্যায়

#কি বিভাগ

প্রশ্ন: মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি?
উত্তর: psychology.

প্রশ্ন: মনোবিজ্ঞানের একটি সংঙগা দাও।
উত্তর: মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়া সমুহের বিজ্ঞান সম্মত পর্যালোচনা।

প্রশ্ন: Psychology শব্দ টি কোথা থেকে এসেছে?
উত্তর: গ্রিক শব্দ psyche এবং Logos থেকে।

প্রশ্ন: ইংরেজি psychology শব্দের অর্থ কী?
উত্তর: আত্মা বা মন।

প্রশ্ন: শাব্দিক অর্থে মনোবিজ্ঞান কী?
উত্তর: মনোবিজ্ঞান হলো আত্মা বা মন সম্পর্কীয় বিজ্ঞান।

প্রশ্ন: মনের কয়টি স্তর ও কি কি?
উত্তর: মনের তিনটি স্তর 1.চেতনা 2.অবচেতন

প্রশ্ন: মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
উত্তর: মনোবিজ্ঞান প্রানির আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান।

প্রশ্ন:ওয়াটশন কোন ধরনের দার্শনিক?
উত্তর: আচরণবাদী দার্শনিক।

প্রশ্ন: সর্বপ্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার স্থাপন করেন কে এবং কত সালে?
উত্তর: উইলহেলম উন্ড,1879সালে

প্রশ্ন: আধুনিক মনোবিজ্ঞান এর জনক কে?
উত্তর: উইলহেলম উন্ড।

#পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
#লাইক দিয়ে শেয়ার করুন

16/09/2024

#দর্শন
#অনার্স প্রথম বর্ষ
#স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

#কি বিভাগ

#প্রশ্ন: জমিদার সমিতি গঠিত হয় কত সালে?
উত্তর:1837 সালে।

#প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর: মেঘনা।

#প্রশ্ন: ইবনে বতুতা কে ছিলেন?
উত্তর: আফ্রিকার মরক্কোর একজন পর্যটক।

#প্রশ্ন: বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
উত্তর: ইন্দো ইউরোপীয় ভাষা থেকে।

#প্রশ্ন: ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে?
উত্তর:1940সালের 23শে মার্চ।

#প্রশ্ন: লাহোর প্রস্তাব কে উপস্থাপন করেন?
উত্তর:এ.কে.ফজলুল হক।

#প্রশ্ন: ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর কে?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।

#প্রশ্ন: কখন প্রথম অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ গৃহীত হয়?
উত্তর:1947 সালের 27 এপ্রিল।

#প্রশ্ন: অখন্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন?
উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

#প্রশ্ন:ভারত স্বাধীনতা আইন কত সালে প্রণীত হয়?
উত্তর:1947সালের 18 জুলাই।

#ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন।
#ধন্যবাদ সবাইকে ।🥰🥰

16/09/2024

#দর্শন
#অনার্স প্রথম বর্ষ
#স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

#ক বিভাগ।

#প্রশ্ন: ভূপ্রকৃতি কি ?
উত্তর :কোন অঞ্চলের অবস্থান ,আকার, আয়তন, আবহাওয়া ,জলবায়ু ইত্যাদির সমষ্টি হলো ভূপ্রকৃতি।

#প্রশ্ন কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় উত্তর ঐতরেয় আরণ্যক গ্রন্থে।

#প্রশ্ন :গৌড়ের রাজধানীর নাম কি ছিল ?
উত্তর :শশাঙ্কের শাসন আমলে গোড়ের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ।

#প্রশ্ন :হরিকেল জনপদের অবস্থান কোথায় ছিল?
উত্তর: বর্তমান সিলেট ও চট্টগ্রাম বিভাগে।

#প্রশ্ন: মহাস্থানগড়ের পূর্ব নাম কি?
উত্তর: পুন্ড্রনগর।

#প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি?
উত্তর:তাজিংডং।

#প্রশ্ন: পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে?
উত্তর: পদ্মা নদী চাঁদপুরে মেঘনা নদীর সাথে মিশেছে।

#প্রশ্ন: লক্ষ্ণৌ চুক্তি সম্পাদিত হয় কত সালে?
উত্তর:1916 সালে

#প্রশ্ন: জিন্নাহ কখন দ্বিজাতিতত্ত্ব ঘোষনা করেন?
উত্তর:1939সালে।

#প্রশ্ন: ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে?
উত্তর:অ্যালান অকটাভিয়ান হিউম।

#ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন।
#ধন্যবাদ সবাইকে পড়ার জন্য।

15/09/2024

#পড়া মনে রাখার পাঁচটি সহজ কৌশল

এক. পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করা:
অনেকেরই ধারণা সারা দিন সারা রাত পড়লে পড়া বেশি মনে থাকে এটা নিতান্তই ভুল ধারণা ।কারণ সব সময় আমাদের ব্রেইন একইভাবে কাজ করতে পারে না। কিন্তু গবেষণা করে দেখা গেছে বিকালের পর আমাদের ব্রেনের কার্যকারিতা বৃদ্ধি পেতে থাকে। তাই বিকালের পরে সন্ধ্যায় বা রাতে পড়া বেশি কার্যকর হয়।

দুই. নির্দিষ্ট পরিমাণে ঘুমানো:
বেশ কিছু গবেষণায় দেখা গেছে ব্রেইন যখন information বা তথ্যকে মেমরি বা স্মৃতিতে পরিণত করে ঘুমানোর সময় তাই পড়ালেখা মনে রাখার জন্য পড়ালেখার পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ ঘুমানো জরুরী সাধারণত একজন সুস্থ ব্যক্তি ৬ থেকে ৮ ঘন্টার মতো ঘুমানো উচিত এর থেকে কম ঘুমালে পড়া মনে রাখার ক্ষমতা কমে যায়।

তিন. পড়তে বসার পূর্বে ১০ মিনিট হাটা :
পড়ার টেবিলে বসার পূর্বে 10 মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

চার. পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ:
যে বিষয়টি পড়বে তার প্রতি মনোযোগ হওয়াটা অতীব জরুরী এতে পড়া সহজেই মনে থাকবে । পড়ার সময় মোবাইল ফোনটি বন্ধ রেখে অথবা সাইলেন্ট করে পড়তে হবে তা না হলে পড়ার মনোযোগ নষ্ট হতে পারে। পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ অনুভব করলে তা সহজেই মস্তিষ্কে মেমোরিতে রূপান্তরিত হয়ে যায় এবং স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয়।

পাঁচ. বেশি বেশি পড়া ও অনুশীলন করা:
আমাদের ব্রেইন ক্ষণস্থায়ী স্মৃতিগুলোকে তখনই দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করে যখন তা বারবার ইনপুট দেওয়া হয় । বারবার ইনপুট দেওয়ার ফলে ব্রেনের স্মৃতিগঠনের স্থানে গাঠনিক পরিবর্তন হয় যা দীর্ঘ স্থায় ী স্মৃতি তৈরিতে সাহায্য করে। তাই বেশি বেশি পড়া অনুশীলন করা মনে রাখার অন্যতম উপায়।

#ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন।
#ধন্যবাদ সবাইকে

15/09/2024

# #দর্শন
#অনার্স প্রথম বর্ষ
#সমাজবিজ্ঞান পরিচিতি
#প্রথম অধ্যায়
#ক বিভাগ

প্রশ্ন: বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়?
উত্তর: ৫ জুন।

প্রশ্ন: দুর্যোগ ব্যবস্থাপনার ধাপ কয়টি?
উত্তর: তিনটি যথা= 1.দুর্যোগ পূর্ব পর্যায় 2.দুর্যোগকালীন পর্যায়ে 3.দুর্যোগ পরবর্তী পর্যায়।

প্রশ্ন: সামাজিক অসমতার প্রধান কারণ কোনটি?
উত্তর: অর্থনৈতিক বৈষম্য

প্রশ্ন: জেন্ডার বৈষম্য কি?
উত্তর: ক্ষমতা, মর্যাদা ও সম্পদে নারী-পুরুষের অসম অবস্থায় জেন্ডার অসমতা বা লিঙ্গ বৈষম্য।

প্রশ্ন: আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়?
উত্তর: ৮ মার্চ

প্রশ্ন: বাংলাদেশের মুসলিম জাগরণের পথিকৃৎকে?
উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত।
#ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন প্লিজ।
#ধন্যবাদ সবাইকে।

15/09/2024

#অনার্স প্রথম বর্ষ
#সমাজবিজ্ঞান পরিচিতি
#প্রথম অধ্যায়
# ক বিভাগ

প্রশ্ন: সামাজিক বিবর্তনবাদের প্রবক্তা কে ?
উত্তর :সামাজিক বিবর্তনবাদের প্রবক্তা হারবার্ট স্পেন্সার।

প্রশ্ন: হারবার্ট স্পেন্সার সামাজিক বিবর্তনের ধারায় কয় ধরনের সমাজের কথা উল্লেখ করেছেন?
উত্তর :চার ধরনের সমাজের কথা বলেছেন ।-যথা 1.সরলসম সমাজ 2.জটিল সমাজ 3.দ্বৈত জটিল সমাজ 4.ত্রয়ী জটিল সমাজ।

প্রশ্ন আমরা মানুষ হিসেবে কি? সে হলো আমাদের সংস্কৃতি! উক্তি টি কার?
উত্তর: ম্যাকাইভার ও পেজের

প্রশ্ন: একটি অবস্তুগত সংস্কৃতির উদাহরণ দাও
উত্তর: একটি অবস্থাগত সংস্কৃতির উদাহরণ হলো আইন

প্রশ্ন: অন পরিবার কি
উত্তর :একজন স্বামী একজন স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে যে পরিবার গঠিত তাকে অনুপরিবার বলে।

প্রশ্ন: মেগাসিটি কাকে বলে?
উত্তর :সাধারণত কোনো শহরে এক কোটি কিংবা তার বেশি জনসংখ্যা বাস করলে তখন ওই শহরটিকে মেগাসিটি বলে।

#ভালো লাগলে লাইক দিবেন প্লিজ।
#পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

15/09/2024

#অনার্স প্রথম বর্ষ
#সমাজবিজ্ঞান পরিচিতি
#প্রথম অধ্যায়
#ক বিভাগ

# প্রশ্ন: সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও।
উত্তর: সামাজিক বিজ্ঞানের যে শাখাটি সমাজের মানুষের উৎপত্তি, আচার আচরণ, রীতিনীতি এবং ধ্যান ধারণা নিয়ে আলোচনা করে তাকে সমাজ বিজ্ঞান বলে।
#প্রশ্ন : দৃষ্টবাদ প্রত্যয় টি কার?
উত্তর: অগাস্ট কোঁৎ।

#প্রশ্ন: Positive philosophy গ্রন্থটি কার লেখা
উত্তর: অগাস্ট কোঁৎ।

#প্রশ্ন: The Principle's of sociology গ্রন্থটির লেখক কে?
উত্তর: হাবার্ট স্পেন্সার ।

#প্রশ্ন:Das Capital গ্রন্থের রচয়িতা কে
উত্তর: কার্ল মার্কস

#প্রশ্ন: The Su***de গ্রন্থটির রচয়িতা কে
উত্তর: সমাজ বিজ্ঞানী এমিল ডুখরেইম

Address

খুলনা
Khulna
1144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ajira public posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category