05/09/2025
সমুদ্রের প্রেমে হারিয়ে যাও – ৪ দিনের নিঃশব্দ রোমাঞ্চ, যেখানে তুমি আর প্রকৃতি একসাথে নিশ্বাস নাও...
25-28 সেপ্টেমবর খরচ সহ সমস্ত তথ্য নিচে দেয়া আছে
কোলাপাড়া → সোনার চর → চর কুকরি-মুকরি → চর হেয়ার → চর কলাগাছিয়া → মনপুরা
কল্পনা করো...
রাতের গভীরে সমুদ্রের গর্জন আর মাথার উপর অগণিত তারা।
চারপাশে কেবল বালির স্পর্শ আর প্রিয়জনের হাসি।
তোমাদের ক্যাম্প টেন্টের পাশেই নরম বাতাসে দুলছে কেয়া গাছ, দূরে মাছধরার নৌকায় জ্বলছে আলো...
বারবিকিউয়ের ধোঁয়া আর আগুনে রোমান্স,
আর মুখে গরম গরম সাগরের মাছ – ঠিক সমুদ্রের কোলে।
সকালের সূর্য উঠবে তোমার চোখের সামনে,
আর ভোরের কুয়াশায় তুমি হাঁটবে নির্জন বীচ ধরে...
এখানে সময় থেমে যায়, শুধু ভালোবাসা এগিয়ে চলে...
এই ট্যুরটা একটা ট্রিট নয়, একটা থেরাপি।
একটা জায়গা, যেখানে তুমি নিজের নিঃশ্বাস শুনতে পারো।
একটা সময়, যেখানে ভালোবাসা ফিরে আসে প্রকৃতির রূপে।
একটা সুযোগ, যেখানে “ব্যস্ততা” বলে কিছু থাকে না।
চলুন দ্রুত ব্যাগ গুছিয়ে নিন আজ আমরা সব ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ি কলাপাড়া থেকে ১ ট্রলার খাবার , ফুয়েল ,ক্যাম্পিং গেয়ার ,মাছ ধরার সরাঞ্জাম নিয়ে সোজা চলে যাব সুন্দরবন এর খাল গুলার মদ্ধে দিয়ে মেঘনা নদি সাগরের সঙ্গম স্থল দিয়ে সাগর কিনারা দিয়ে সোনার চর, চর কুকড়ী মুকড়ী , চর হেয়ার হয়ে মনপুরা দ্বিপ পর্যন্ত যে দ্বিপ এ ক্যাম্পিং এর সুযোগ পাব সেখানে ক্যাম্পিং করবো সুযোগ পেলে হোটেল এ থাকব সারাদিন মাছ ধরে বোটের ভেতর রান্না করে সামনে যে দ্বিপ পাবো সেই দ্বিপ এ নেমে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ব বোটে বসে গরম গরম কফি খাব ও খালের ভেতর বন্য প্রানি ও সুন্দরবনের বন্য সুন্দর্য উপভোগ করতে করতে নতুন নতুন গজিয়ে উঠা দ্বীপ গুলিতে নেমে দ্বীপ গুলির সুন্দর্য উপভোগ করব মাছ ধরে জ্যান্ত মাছ ফ্রাই করে ,ভুনা করে খাব , ও >> ট্রলার এ উঠার সময় মনে করে দিয়েন ২ জন বাবুর্চি ও ১ জন জেলে নিয়ে যাবো যাতে মাছ ধরতে ও ২ ৩ ঘণ্টা পর পর আমাদের উদর পূর্তি করতে কোন ঝামেলা না হয় । সন্ধার দিকে কাংখিত দ্বীপ এ পৌঁছে ক্যাম্প ফায়ার এর সামনে বসে টাটকা মাছের বার বি কিউ সাথে ঘি দিয়ে পোড়া বন রুটি ........................... রাতে গ্রাম থেকে কেনা হাঁস ভুনা দিয়ে উদর পূর্তি শেষ পাতে মহিষের দুধের দই ... মানে ......... পুরা জমে খির ......
গুল্লি মারেন কমার্শিয়াল হিশাব করা প্যাকেজ এর...... আমরা ৩ ঘণ্টা অন্তর তৃপ্তি দায়ক খাবার তো বটেই ট্রলার আলাদা ভাড়া নিব দিন হিসাবে ফুয়েল আলাদা নিব যাতে যেখানে খুশি যতক্ষণ খুশি ঘুরতে পারি ট্রলার ওয়ালা যাতে বলতে না পারে এর বেশি যাওয়া যাবে না । ও ভাল কথা... মনে করে দিয়েন ১ জন ক্যামেরা ম্যান ও ১ জন গায়ক ও সাথে নিয়ে নিব যাতে বিনোদন এ কোন ঘাটতি না হয় রাতে ক্যাম্প ফায়ার এ বসে বার বি কিউ এর সাথে গান না হলে চলবে কেন ? জিবনের শ্রেষ্ঠ ভ্রমন দিব যাতে ভ্রমন শেষে নতুন শক্তি নিয়ে আত্মবিশ্বাস নিয়ে জীবন যুদ্ধে আবার ঝাপিয়ে পরতে পারি । সব মিলে ১০ জন যাবো যাতে খরচ টা গায়ে না বাদে । ক্রু থাকবে ৮ জন । আনুমানিক ভ্রমন করব ৪ দিন ৩ রাত । আনুমানিক খাবারের পরিকল্পনা:
প্রথম দিন .....................
ওয়েলকাম ড্রিঙ্ক লাবান ২৫০ মিলি. ১ বোতল ।
ব্রেকফাস্ট ... ঘিয়ে ভাজা পাউরুটি ,২ টা ডিম মামলেট, কলা , কফি (বোটের ভেতর )
দুপুর ১২ টা নাস্তা মিক্স ফ্রুট ব্লাক কফি ।(বোটের ভেতর )
দুপুর ২ টা লাঞ্চ ... প্লেন রাইস ,বিফ কষা ,সালাদ,ডাল ,সফট ড্রিংক। (কোন দ্বীপ এ )
সন্ধ্যা ৬ টা ক্যাম্প ফায়ার ফিস ফ্রাই ব্ল্যাক কফি।
রাত ১০ ডিনার প্লেন রাইস ,বিফ ভুনা ,সি ফিশ ফ্রাই ,সালাদ, সফট ড্রিংক।
দ্বিতীয় দিন ...............
সকাল ৬ টা বেড টী ১ প্যাকেট বিস্কুট ।
সকাল ৯ টা ব্রেকফাস্ট ঘি দেয়া গরম চিকেন ভুনা খিচুরি ,ডিম পোঁচ ,সালাদ,চা (বোটের ভেতর )
দুপুর ১২ টা নাস্তা সাগর থেকে ধরা টাটকা ফিস ফ্রাই,ব্ল্যাক কফি ।(বোটের ভেতর )
দুপুর ২ টা লাঞ্চ প্লেন রাইস, নদির টাটকা ইলিশ ফ্রাই, নদির টাটকা মাছ ভুনা, সালাদ, সফট ড্রিংক। (কোন দ্বীপ এ )
সন্ধ্যা ৬ টা নাস্তা ১ প্যাকেট বিস্কুট, ১ প্যাকেট চিপস, ১ প্যাকেট মটর ভাজা , ব্ল্যাক কফি
রাত ৮ টা ডিনার উইথ ক্যাম্প ফায়ার ,ফিস বার বি কিউ , ঘিয়ে ভাজা বন রুটি ,সালাদ, সফট ড্রিংক।
তৃতীয় দিন
সকাল ৬ টা বেড টী ১ প্যাকেট বিস্কুট ।
সকাল ৯ টা ব্রেকফাস্ট প্লেন রাইস, ফিস ফ্রাই, ঘি দেয়া আলু ভর্তা ,ডিম ভাজি , ১ কাপ চা (বোটের ভেতর )
দুপুর ১২ টা নাস্তা ১ প্যাকেট বিস্কুট, ১ প্যাকেট চিপস ,ব্ল্যাক কফি (বোটের ভেতর )
দুপুর ২ টা লাঞ্চ প্লেন রাইস, নদির টাটকা আস্ত ইলিশ ফ্রাই ,নদির টাটকা মাছ ভুনা,ডাল, সালাদ, সফট ড্রিংক। (কোন দ্বীপ এ )
সন্ধ্যা ৬ টা নাস্তা উইথ ক্যাম্প ফায়ার ফিস বার বি কিউ , ঘিয়ে ভাজা বন রুটি সফট ড্রিংক।
রাত ১০ ডিনার প্লেন রাইস ,গ্রাম থেকে কেনা হাঁস ভুনা, ডাল ভর্তা ,সালাদ,
মহিষের দুধের দই ।
চতুর্থ দিন
সকাল ৬ টা বেড টী ১ প্যাকেট বিস্কুট ।
সকাল ৯ টা ব্রেকফাস্ট ঘি দেয়া গরম খিচুরি ,ডিম পোঁচ ,সালাদ,চা (বোটের ভেতর )
দুপুর ১২ টা নাস্তা
১ প্যাকেট বিস্কুট, ১ প্যাকেট চিপস, ১ প্যাকেট মটর ভাজা ,সফট ড্রিংক উইথ থ্যাংকস ।
আমরা চেষ্টা করব যাতায়াত পথে মাছ ধরা বোট গুলার সাথে জ্যান্ত ইলিশ ধরে ফ্রাই করে খাওয়ার জন্য ।
আসন সংখ্যা: সীমিত (শুধু প্রকৃতিপ্রেমীদের জন্য!)
জীবন কেটে যায় শহরের কংক্রিটে, কিন্তু প্রকৃতিকে ছুঁয়ে দেখা যায় কেবল এমন কিছু মুহূর্তে... যেখানে প্রেম, প্রকৃতি আর নির্জনতা একসাথে হাত ধরে হাঁটে।
যোগাযোগ:
বুকিং ও বিস্তারিত জানতে ফোন করুন:
০১৭৫২১৩০১২৬
কত গুলা ইম্পরট্যান্ট প্রশ্ন এর উত্তর
প্রশ্ন ... ডেট দেয়া আছে তার বাইরে কি যাওয়া যাবে।
উত্তর ... মাসে ৬ টা ট্যুর হচ্ছে এই মুহূর্তে আপনি যদি নিজে ১১ জন ১ সাথে রেডি করতে পারেন তো ৫ দিন হাতে রেখে আমাদের কনফার্ম করলে আপনার ফিক্সড করা সময়ে আমরা আপনাদের ট্যুর এরেঞ্জ করব সাথে ১১ জন এ ১ জন ফ্রি করে দিব ।আর সিঙ্গেল ভ্রমন করতে চাইলে কোঠা পুরলে আপনাকে ইনফরম করা হবে ।
প্রশ্ন... ভ্রমন শুরু ও শেষ হবে কোথা থেকে ?
উত্তর ....... পটুয়াখালী কলাপারা থেকে । ......... বাংলাদেশের যেখান থেকে আসতে চাইবেন কুয়াকাটা এর গাড়ীতে কলাপারা এর টিকেট কাটবেন ।
প্রশ্ন ...... কাপল ,সিঙ্গেল ছেলে, মেয়ে , স্টুডেন্ট এটা সবার জন্য ?
উত্তর...... জি এটা সবার জন্য ।তবে অবশ্যই এটা এডভেঞ্চারাস ভ্রমন যারা কষ্ট করতে পারেন ও এডভেঞ্চার প্রিয় এটা তাদের জন্য ।
প্রশ্ন...... খরচ কত ও কোন হিডেন চার্জ আছে ?
উত্তর...... খরচ জন প্রতি ১৫০০০ টাকা । কোন হিডেন চার্জ নাই আপনি কনফার্ম করার সময় ৫০০০ টাকা দিবেন কলাপারা নেমে ভ্রমন এর শুরুতে বাকি ১০০০০ পরিশোধ করবেন ।এর পর আর কোন টাকা আপনাকে দেয়া লাগবে না ।
প্রশ্ন...খরচ আরও কম এ ট্যুর করা যাবে ?
উত্তর ...... জি যাবে সেক্ষেত্রে ট্যুর টাইম কমে যাবে ফ্যাসিলিটি কমে যাবে আপনি কেমন ফ্যাসিলিটি চাচ্ছেন আপনার বাজেট কত এটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা যাবে ।
কাপলদের জন্য আলাদা রুম ও আলাদা টেণ্ট থাকবে । সিঙ্গেলদের অন্যদের সাথে রুম বা টেণ্ট শেয়ার করতে হবে ।
এটা আসলে ২০০০০ টাকা এর প্যাকেজ আমরা আপাতত নন কমার্শিয়াল হিসাবে ১৫০০০ টাকা নিচ্ছি ১৫০০০ টাকা এই জন্য যে এর মধ্যে বোট এর ভাড়া, বোট ক্র এর বেতন, বোটের তেল খরচ ,বাবুর্চিদের বেতন, ফটোগ্রাফার , গায়ক এর বেতন , মাছ ধরার জিনিস পত্র ও জেলে দের খরচ ,দিনে ৩ বেলা খাবার ও ৪ বার নাস্তার খরচ ,১ ট্যুর এ ৩ টা বার বি কিউ এর খরচ, ডেকরেটর খরচ ,জেনারেটর খরচ, হোটেল ভাড়া ,আভ্যন্তরীণ রুট এর খরচ ,এছাড়াও অনেক হিডেন খরচ আছে ।১০ জনের এই মাত্রার ১ টা ট্যুর এ ১৪৮০০০ টাকা এমনিতেই খরচ হয়।কখনো এমন হইছে পুরা জার্নি উজান ঠেলে বোট চালানর কারনে ৩৩৭০ টাকার তেল খরচ বেশি পড়ছে ওটা আমরা দিয়ে দিছি ।আবার এমন ও হইছে ভাটিতে কিছু তেল কম পুড়ছে ৮৮০ টাকা বেচে গেছে কলাপারা নামার পর ৮৮০ এর সাথে আর কিছু যোগ করে সবাইকে ১ টা করে বিরানির প্যাকেট দিয়ে দিছি ।এটাকে আমি এখনো কমার্শিয়াল ভাবে নি নাই ১ টা গ্রুপ এর সাথে ১ টা পারফেক্ট এডভেঞ্চার করা টাই আমার জন্য অনেক আনন্দের । ( কিছুদিন আগে কোন ১ দুর্ঘটনার কবলে পড়ে আমার মন ভেঙে গেছিলো ,যেহেতু ২০১২ তে আমার ট্যুরিজম কোম্পানি ছিল তো এই লাইন এর বহু জানাশুনা লোক ছিল তো ৮ দিনের জন্য এই রুট এ ট্যুর করেছিলাম সেই সময় ওই জার্নি তে এই রুটের প্রেম এ পড়ে গেছিলাম এই জন্য এই এড পোস্টের ডায়লগ গুলা আমার উপলব্ধি থেকে বেছে নেয়া এবং এই পর্যন্ত যত মানুষ এই ট্যুর এ জয়েন করছে আলহামদুলিল্লাহ সবাই ট্যুর শেষে বলছে জিবনের শ্রেষ্ঠ ভ্রমন করছে তারা ।