Dr Ahammad Rubaiyat

Dr Ahammad Rubaiyat FCPS PART-II TRAINEE
Dhaka Medical College Hospital. MediCal Officer,Paediatrics Department,
Bashundhara Ad-Din Medical College Hospital.

08/08/2025
এটা বরিশাল মেডিকেল এর একটি ওয়ার্ডের একরাতের দৃশ্য। বিছানা নাই, রোগী মাটিতে।আসন সংখ্যার তিনগুন রোগী , ডাক্তার নার্স তো তি...
06/08/2025

এটা বরিশাল মেডিকেল এর একটি ওয়ার্ডের একরাতের দৃশ্য। বিছানা নাই, রোগী মাটিতে।

আসন সংখ্যার তিনগুন রোগী , ডাক্তার নার্স তো তিনগুন হ্য় না।

তাই রোগী যা পাবার কথা তার ৩ ভাগের ১ ভাগ পায়।

মেঝেতে রোগী, মেঝে পরিস্কার কিভাবে হবে?

সুইপারের কাজও হয় না।

৩ গুন সিরিঞ্জ , স্যালাইন সেট, ঔষধ লাগে।

তার মানে তিনদিনের সাপ্লাই একদিনে শেষ।

নার্সদের সংকট আরো বেশী। যা দরকার আছে তার ৩ ভাগের একভাগ । ৩ গুন রোগী এলে সেটা হয়ে যায় ৯ ভাগের ১ ভাগ।

মজার বিষয় হলো হাসপাতালের অধিকাংশ বিষয়ে ডাক্তারের কোন কর্তৃত্ব নাই।

তাই চিকিৎসা পরামর্শ দেয়া ছাড়া তার কিছু করার নাই।

হাসপাতালের প্রশাসনে তার ভূমিকা সীমিত।

এর জন্য ডাক্তার দায়ী না।

স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার গলদের দায় তার না।

এখানে রোগী ও চিকিৎসক দুজনেই ভিক্টিম।

একা ডাক্তার বসে থাকলে স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে না।

প্রত্যেক রোগীর বিছানা পাওয়ার অধিকার আছে। তেমনি বেড যা আছে তার চেয়ে বেশী রোগী ভর্তি করা রোগীর প্রতি অবিচার। তাকে অপ্রতুল চিকিৎসা না দিয়ে হাসপাতালের বেড বাড়াতে হবে। হাসপাতাল বাড়াতে হবে। এটা কার কাজ?

বিছানা ছাড়া চিকিৎসা দেয়া, মেঝেতে রাখা আর রাস্তায় রাখা একই কথা।

রোগীর প্রতি এই অবহেলা ও অবিচারের দায় কার? ১৬ কোটি মানুষের জন্য প্রতি ১০০০০ এ ০.৬ টি বেড বরাদ্দ আছে। তাদের মধ্যে ১% অসুস্থ হলে , রোগীর সংখ্যা ১০০. তার মানে প্রতি বেডে ৩ থেকে ৪ জন রোগী থাকবেই।বাকি রোগীরা হাসপাতালে এসে মেঝেতেও জায়গা পাবে না।

কার দোষ?

ডাক্তার থাকে না, ডাক্তারকে সাজা দিন।

বেড থাকে না, ওষুধ থাকে না। এটার শাস্তি কাকে দেবেন?

স্বাস্থ্য সেবা মানবাধিকার । এটা কোন রাজনৈতিক বিষয় না। এটা মানুষের প্রাপ্য।

তিনগুন রোগী দেখার ফলে ক্লান্ত চিকিৎসকের ভুল হলে তার দায় কার?

রোগী আর চিকিৎসক দুজনই মানুষ।

তারা দুপক্ষই অবিচারের শিকার।

ডাক্তারের ঘাড়ে দোষ দিয়ে , অদক্ষ স্বাস্থ্যব্যবস্থাপনাকে ঢেকে রাখার চেষ্টা একধরণের প্রতারনা।

পোস্টটি সকলের শেয়ার করে দিন এবং স্বাস্থ্য খাতের আমল পরিবর্তনের জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করুন।

Collected post

ওমান প্রবাসী  বাহার উদ্দিনের চাহনি দেখার পর দমটা যেন  আটকে এলো! কি করবেন যেন বুঝে উঠতে পারছেন না তিনি!‌হায়রে জীবন! হতবি...
06/08/2025

ওমান প্রবাসী বাহার উদ্দিনের চাহনি দেখার পর দমটা যেন আটকে এলো! কি করবেন যেন বুঝে উঠতে পারছেন না তিনি!‌

হায়রে জীবন! হতবিহ্বল দৃষ্টিতে হয়তো ভাবছেন এতো লাশের ভার, কি করে সইবেন!
আজ ভোরে নোয়াখালীতে খালে মাইক্রোবাস ডুবে এক ঘন্টার ব্যবধানেই ওমান প্রবাসী বাহার উদ্দিন হারিয়ে ফেললেন প্রিয় স্ত্রী, তিন মেয়ের সবগুলোকে, মা , বৃদ্ধা নানী সহ পরিবারের ৭‌ সদস্যকে! ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন তিনি!
কয়েক বছর পর রাতে বিদেশ থেকে এসেছেন দেশে। এয়ারপোর্টে তাঁকে এগিয়ে নিতে বাড়ি থেকে গিয়েছিলো পরিবারের সদস্যরা‌। সবার মনে কতো উৎসব, কতো আয়োজন‌। কতো আনন্দের প্রতীক্ষা সবার।
কতো কি আশা! সবকিছুরই অন্ত ঘটলো। মাইক্রোবাস চালকের ঘুমে এক মূহুর্তেই সব শেষ । এক মূহুর্ত আগেও কি তাঁরা ভাবতে পেরেছিলেন জীবন এমন নিঃস্ব করে দিবে তাদের! পরনের প্যান্ট, শার্ট, মোজা সব যেন সাক্ষ্য দিচ্ছে তা।
কখনো কখনো জীবন কি ভয়ংকর নিষ্ঠুর!

©আহমেদ ইশতিয়াক

05/08/2025

বাংলাদেশে জনসংখ্যার ৬-১২% (প্রায় ১০-১৯ মিলিয়ন মানুষ) থ্যালাসেমিয়া সৃষ্টিকারী একটি জিনের বাহক এবং প্রতি বছর বাংলাদেশে ৭০০০ নতুন শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে।
(বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন)

আকিঁবুকিঁ খুব একটা পারিনা।ক্যান্সার আক্রান্ত বাচ্চাদের রিকোয়েস্ট তাদের জন্য আকাঁ।স্যার আমাকে একটু ড্র‍য়িং করে দেন।কেমো ভ...
04/08/2025

আকিঁবুকিঁ খুব একটা পারিনা।ক্যান্সার আক্রান্ত বাচ্চাদের রিকোয়েস্ট তাদের জন্য আকাঁ।স্যার আমাকে একটু ড্র‍য়িং করে দেন।কেমো ভালো কাজ করার জন্য মেন্টাল হেলথ অনেক গুরুত্বপূর্ণ। তাদের হাসিখুশি মনোভাব দ্রুত সুস্থ হতে সাহায্য করে।

31/07/2025
26/07/2025

রুসাফীর মাছ দেখার নেশা থেকে নেওয়া।

Address

Jessore
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Ahammad Rubaiyat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Ahammad Rubaiyat:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category