Dr. Feroz

Dr. Feroz MBBS, CCD(BIRDEM)
ADMU(DHAKA)
BLS(GMCH),
1 YEAR TRAINING (INDIA)
SONOLOGIST CONSULTANT,
DIABETOLOGIST,
BMDC REG.NO: A-137455

23/07/2025
ডায়াবেটিসের নিয়ন্ত্রণ হতে হবে সচেতন:🔸ডায়াবেটিস টেস্ট এর প্যাকেজ♦ফাস্টিং ব্লাড সুগার (FBS)♦পোস্ট প্রান্ডিয়াল ব্লাড সুগ...
05/07/2025

ডায়াবেটিসের নিয়ন্ত্রণ হতে হবে সচেতন:

🔸ডায়াবেটিস টেস্ট এর প্যাকেজ
♦ফাস্টিং ব্লাড সুগার (FBS)
♦পোস্ট প্রান্ডিয়াল ব্লাড সুগার (PPBS)
♦র‍্যান্ডম ব্লাড সুগার (RBS)
♦গ্লাইকেটেড হিমোগ্লোবিন (HbA1c)

👉 আজই স্বাস্থ্য পরীক্ষা করে জেনে নিন আপনার ওজন নিয়ন্ত্রণে আছে কিনা।

📍 ঠিকানা:
৯০/১, শের-এ-বাংলা রোড,
আমতলা হাজী বাড়ির পাশে,
নিরালা, খুলনা।

💢 আপনি জানেন কি?শরীরের অতিরিক্ত ওজন কোন কোন রোগের ঝুঁকি বাড়ায়!অতিরিক্ত ওজন বা স্থূলতা শুধু শারীরিক সৌন্দর্য হ্রাস করে না...
03/07/2025

💢 আপনি জানেন কি?

শরীরের অতিরিক্ত ওজন কোন কোন রোগের ঝুঁকি বাড়ায়!

অতিরিক্ত ওজন বা স্থূলতা শুধু শারীরিক সৌন্দর্য হ্রাস করে না, বরং এটি বিভিন্ন মারাত্মক রোগের সম্ভাবনাও বাড়িয়ে তোলে।

🔻 জেনে নিন রোগ সমূহ:

✅ উচ্চ রক্তচাপ
✅ হৃদরোগ,
✅ স্ট্রোক
✅ ডায়াবেটিস
✅ লিভারের রোগ
✅ বাতের রোগ
✅ বন্ধ্যাত্ব
✅ ক্যান্সার

📌 সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম করুন, সুষম খাদ্য গ্রহণ করুন এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন।

👉 আজই স্বাস্থ্য পরীক্ষা করে জেনে নিন আপনার ওজন নিয়ন্ত্রণে আছে কিনা।

📍 ঠিকানা:
৯০/১, শের-এ-বাংলা রোড,
আমতলা হাজী বাড়ির পাশে,
নিরালা, খুলনা।

হঠাৎ ক্লান্তি বা দুর্বলতা? জানতে হতে পারে ভিটামিন টেস্ট!শরীরে হঠাৎ করে ক্লান্তি, দুর্বলতা বা মনোযোগের অভাব? এটি হতে পারে...
26/06/2025

হঠাৎ ক্লান্তি বা দুর্বলতা? জানতে হতে পারে ভিটামিন টেস্ট!
শরীরে হঠাৎ করে ক্লান্তি, দুর্বলতা বা মনোযোগের অভাব?
এটি হতে পারে ভিটামিনের ঘাটতির লক্ষণ!
বিশেষ করে ভিটামিন B12, D এবং আয়রনের ঘাটতি
অনেক সময় এমন উপসর্গ তৈরি করে।
✅ সময়মতো ভিটামিন টেস্ট করিয়ে জেনে নিন
শরীরের ভিতরের অবস্থা।
✅ ঘাটতি থাকলে সঠিক চিকিৎসা ও খাবারের মাধ্যমে
ফিরিয়ে আনুন আপনার কর্মক্ষমতা।
📌 তাই উপসর্গগুলো উপেক্ষা না করে আজই আসুন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে।
📍 ঠিকানা:
৯০/১, শের-এ-বাংলা রোড,
আমতলা হাজী বাড়ির পাশে,
নিরালা, খুলনা।.

হৃদস্পন্দন অনিয়ম?কখন চিকিৎসকের কাছে যাবেন?✅ শ্বাসকষ্ট✅ বুকে চাপ বা ব্যথা✅ দুর্বলতা বা অতিরিক্ত ক্লান্তি✅ বুক ধড়ফড় করা বা...
25/06/2025

হৃদস্পন্দন অনিয়ম?
কখন চিকিৎসকের কাছে যাবেন?
✅ শ্বাসকষ্ট
✅ বুকে চাপ বা ব্যথা
✅ দুর্বলতা বা অতিরিক্ত ক্লান্তি
✅ বুক ধড়ফড় করা বা দ্রুত মন্থর হৃদস্পন্দন
✅ মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া
📌 তাই উপসর্গগুলো উপেক্ষা না করে আজই আসুন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে।
📍 ঠিকানা:
৯০/১, শের-এ-বাংলা রোড,
আমতলা হাজী বাড়ির পাশে,
নিরালা, খুলনা।.

ডায়াবেটিস কেন হয়?ডায়াবেটিস তখন হয় যখন শরীর যথেষ্ট ইনসুলিনতৈরি করতে পারে না বা ইনসুলিন কাজ করে নাঠিকভাবে। এতে রক্তে গ...
21/06/2025

ডায়াবেটিস কেন হয়?

ডায়াবেটিস তখন হয় যখন শরীর যথেষ্ট ইনসুলিন
তৈরি করতে পারে না বা ইনসুলিন কাজ করে না
ঠিকভাবে। এতে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়।

✅ অতিরিক্ত ওজন
✅ অনিয়মিত জীবনযাপন
✅ শারীরিক পরিশ্রমের অভাব
✅ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস
✅ পারিবারিক ইতিহাস

🧑‍এই কারণগুলো ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ায় ৷

📌 তাই উপসর্গগুলো উপেক্ষা না করে আজই আসুন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে।

📍 ঠিকানা:
৯০/১, শের-এ-বাংলা রোড,
আমতলা হাজী বাড়ির পাশে,
নিরালা, খুলনা।

শরীরের ব্যথা, দুর্বলতা, ক্লান্তি লুকিয়ে থাকা রোগের ইঙ্গিত হতে পারে!এগুলো কিন্তু সাধারণ ক্লান্তি না-ও হতে পারে! বরং এটি হ...
20/06/2025

শরীরের ব্যথা, দুর্বলতা, ক্লান্তি লুকিয়ে থাকা রোগের ইঙ্গিত হতে পারে!
এগুলো কিন্তু সাধারণ ক্লান্তি না-ও হতে পারে! বরং এটি হতে পারে:

✅ রক্তস্বল্পতা (অ্যানিমিয়া)
✅ থাইরয়েডের সমস্যা
✅ ডায়াবেটিস
✅ লিভার/কিডনির জটিলতা
✅ সংক্রমণ বা দীর্ঘদিনের অজানা ইনফেকশন
✅ ভিটামিন বা মিনারেল ঘাটতি

🧑‍⚕ একজন অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ ঠিকভাবে রোগ নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারেন।

📌 তাই উপসর্গগুলো উপেক্ষা না করে আজই আসুন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে।

✅ স্বাস্থ্য পরীক্ষা করুন
✅ সুস্থ থাকুন, সচেতন থাকুন

📍 ঠিকানা:
৯০/১, শের-এ-বাংলা রোড,
আমতলা হাজী বাড়ির পাশে,
নিরালা, খুলনা।

Address

Sher-E-Bangla Road, Khulna Islami Hospital & Diagnostic, Khulna
Khulna
9100

Telephone

+8801615355566

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Feroz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Feroz:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category