গানের পাখি-Songbird

গানের পাখি-Songbird গান গাই আমার মনরে বোঝাই
মন থাকে পাগল পারা
আর কিছু চায়না মনে গান ছাড়া গান ছাড়া
আর কিছু চায়না মনে গান ছাড়া....🥰💓🥰

Facebook-এ আমার 5ম বার্ষিকী উদযাপন করছি। আপনাদের নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া এটা কখনই সম্ভব হতো না।...
31/03/2025

Facebook-এ আমার 5ম বার্ষিকী উদযাপন করছি। আপনাদের নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া এটা কখনই সম্ভব হতো না। 🙏🤗🎉

একটা জীবন বুঝলেন তো!একটাই জীবন!একদিন সকাল বেলা জানালাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে! ব্যাস! বেলা ফুরালো!দুদিন আগে দেখা মেহগ...
31/03/2025

একটা জীবন বুঝলেন তো!
একটাই জীবন!

একদিন সকাল বেলা জানালাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে! ব্যাস! বেলা ফুরালো!

দুদিন আগে দেখা মেহগনি চারাটা, কবে বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে! তাকে কা ট তে লোক এসেছে বাড়িতে!

পাড়ার বড় আপুদের বান্ধবীদের দল, বিয়ে করে কোথায় কোথায় চলে গেলো সবাই!
সারা বেলা কাশতো যে বৃ দ্ধ লোকটা!
তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে গেলো, গোরস্থান!

সদ্য গোফ ছাটা লাজুক ছেলেটা, ঘর ছাড়লো, পাড়া ছাড়লো, ইউনিভার্সিটিতে গিয়ে আর ফিরলোই না কোনদিন!

বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন!
এত বয়সের ছাপ! এত কুঞ্চিত চামড়ার দল! কবে জমলো এসব!

এই যেন সেদিন, রাগী মানুষটা অফিস থেকে ফিরবে বলে সারা বেলা কিচ কিচ করে শব্দ করে ঘুরে বেড়ানো সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত!

কি জাদুবলে,
কি বাতাসে,
কি অদ্ভুত মায়ায়

এভাবেই নরোম মোমের মতন গলে যায় দিন!

একটাই জীবন বুঝলেন! তার আর ফিরে আসা নেই। নেই দ্বিতীয় যাপন! নেই আর কোন সুযোগ!

দয়া করে বাচুন!
ঘুরুন।

বন্ধু হোক।

দার্জিলিং এর মেঘে বসুন এক সন্ধ্যায়! কাঞ্চন জঙ্ঘায় রাখুন চোখ!
একটা নরোম কাথা গায়ে জড়ান!

সমুদ্রের ঢেউ আর একফোটা আলোর মুখোমুখি হয়ে জানুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি!

হৃদয় প্রসারি, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায়!

— ইমরান কায়েস

08/11/2024

গান: #আমার_মাটির_উপর_এক_বাড়ি....
মূল শিল্পী: Monir Khan singer
অনুলিপি সুরে: গোলাম মোর্শেদ
#খালি_গলায়

#লিরিক্স

Lyrics
Recordings
আমার মাটির উপর এক বাড়ী
শিল্পীঃ মনির খান
Track Arrenge & Upload

By:
প্লিজ কেউ কপি করবেন না
গান শেষে একটা লাইক দিবেন
=======================

আমার মাটির উপর এক বাড়ী.....
মাটির নিচে ও আরেক বাড়ী.....
আমার মাটির উপর এক বাড়ী
মাটির নিচে ও আরেক বাড়ী....

আসতে যেতে ২ বাড়ীতে
চড়তে হয়রে ২ গাড়ীতে ....
আসতে যেতে ২ বাড়ীতে
চড়তে হয়রে ২ গাড়ীতে ....
এক পলকে দিতে হয় পাড়ি....
এক পলকে দিতে হয় পাড়ি...

আমার মাটির উপর এক বাড়ী.....
মাটির নিচে ও আরেক বাড়ী.....

========================

এক বাড়ীতে আসি আমি জীবন গাড়িতে...
সুখেই কাটুক দুখেই কাটুক চাইনা ছাড়িতে...

এক বাড়ীতে আসি আমি জীবন গাড়িতে...
সুখেই কাটুক দুখেই কাটুক চাইনা ছাড়িতে...
তবুও ছাড়তে হয় কে যেনো এসে কয়..
তবুও ছাড়তে হয় কে যেনো এসে কয়
দলিল নাই তারি.......
এক পলকে দিতে হয় পাড়ি...
আমার মাটির উপর এক বাড়ী.....
মাটির নিচে ও আরেক বাড়ী.....

==========================

এক বাড়ীতে যায়রে চলে মরণ গাড়িতে ...
চেনা জানা মানুষ গুলোর আহাজারিতে...

এক বাড়ীতে যায়রে চলে মরণ গাড়িতে ...
চেনা জানা মানুষ গুলোর আহাজারিতে...
দলিলো পাকা তার এ জগতো সংসার...
দলিলো পাকা তার এ জগতো সংসার
মিছে আমারি.....
এক পলকে দিতে হয় পাড়ি...

আমার মাটির উপর এক বাড়ী.....
মাটির নিচে ও আরেক বাড়ী.....
আমার মাটির উপর এক বাড়ী
মাটির নিচে ও আরেক বাড়ী....

আসতে যেতে ২ বাড়ীতে
চড়তে হয়রে ২ গাড়ীতে ....
আসতে যেতে ২ বাড়ীতে
চড়তে হয়রে ২ গাড়ীতে ....
এক পলকে দিতে হয় পাড়ি....
এক পলকে দিতে হয় পাড়ি...

আমার মাটির উপর এক বাড়ী.....
মাটির নিচে ও আরেক বাড়ী.....

Share

23/10/2024

এপারে মুখর হলো কেকা ঐ....🥰
#রবীন্দ্রসঙ্গীত
🎤 গোলাম মোর্শেদ
#খালিগলা
#কেকা

আনাড়ি মানুষের কাজ মানে গলদ থাকবেই, জ্ঞানীজনদের নিকট ক্ষমা প্রার্থনা করছি 🙏
ভুল-ত্রুটি মাফ করবেন 🙏
#লিরিক্স

এ পারে মুখর হল কেকা ওই
কেকা....
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই
এক কহে, আর-একটি একা কই
একা....
শুভযোগে কবে হব দুঁহু হায়
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই
কেকা....
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই

অধীর সমীর পুরবৈয়াঁ
নিবিড় বিরহব্যথা বইয়া
অধীর সমীর পুরবৈয়াঁ
নিবিড় বিরহব্যথা বইয়া
নিশ্বাস ফেলে মুহু মুহু হায়
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই
কেকা....
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই

আষাঢ় সজলঘন আঁধারে
ভাবে বসি দুরাশার ধেয়ানে
আমি কেন তিথিডোরে বাঁধা রে
ফাগুনেরে মোর পাশে কে আনে
আষাঢ় সজলঘন আঁধারে
ভাবে বসি দুরাশার ধেয়ানে
আমি কেন তিথিডোরে বাঁধা রে
ফাগুনেরে মোর পাশে কে আনে
ঋতুর দু ধারে থাকে দুজনে
মেলে না যে কাকলি ও কূজনে
ঋতুর দু ধারে থাকে দুজনে
মেলে না যে কাকলি ও কূজনে
আকাশের প্রাণ করে হূহু হায়
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই
কেকা....
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই
🌿🌹ধন্যবাদ🌹🌿

🎉 ফুল কখনও নিজের জন্য ফুটে না, তাই সে এতো সুন্দর হতে পারে। স্বার্থান্ধতাই অসুন্দরের কারণ!✍️ গোলাম মোর্শেদ
21/10/2024

🎉 ফুল কখনও নিজের জন্য ফুটে না, তাই সে এতো সুন্দর হতে পারে। স্বার্থান্ধতাই অসুন্দরের কারণ!
✍️ গোলাম মোর্শেদ

এর সাথে গোলাম মোর্শেদ – আমি এইমাত্র তার একজন অন্যতম সেরা অংশগ্রহণকারী হয়ে সাপ্তাহিক এনগেজমেন্ট লিস্টে জায়গা পেয়েছি! 🎉
03/10/2024

এর সাথে গোলাম মোর্শেদ – আমি এইমাত্র তার একজন অন্যতম সেরা অংশগ্রহণকারী হয়ে সাপ্তাহিক এনগেজমেন্ট লিস্টে জায়গা পেয়েছি! 🎉

05/06/2024

সরকারকে কখনও আপনার সেবা করার উদ্দেশ্যে তার বাড়ি-ভিটা বেচতে দেখেছেন? সরকার যা করে তা জনগনের ট্যাক্সের টাকায় করে!

04/06/2024

উপাসনালয়,শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল নিয়ে যেদিন ব্যাবসা করা বন্ধ হবে সেদিন ভাববো যে আমরা সভ্য হয়েছি!

04/06/2024

আমরা এমন একটা সমাজ তৈরি করেছি যেখানে উপাসনালয়,শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল হলো ব্যাবসার জন্য সবচেয়ে উপযোগী জায়গা বা পরিবেশ!

Address

Purura School Road, Tarail
Kishoreganj
2316

Telephone

+8801798084038

Website

Alerts

Be the first to know and let us send you an email when গানের পাখি-Songbird posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram