জ্বীন- যাদুর কোরআনী চিকিৎসা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জ্বীন- যাদুর কোরআনী চিকিৎসা

জ্বীন- যাদুর কোরআনী চিকিৎসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জ্বীন- যাদুর কোরআনী চিকিৎসা, Medical and health, Dhaka.

জ্বীন- যাদুর কোরআনী চিকিৎসা এখানে জ্বীন-যাদু বদ নজর বান কুফুরি জ্বীনের ক্ষতি মানুষের ক্ষতি সালান জ্বীন আশিক জ্বীন স্বামী-স্ত্রীর মধ্যে অমিল বিবাহ বন্ধ,বাচ্চাদের কান্না ,পরকীয়া অবৈধ সম্পর্ক সহ সমস্ত জ্বীন যাদুর সমস্যা কোরআন ও হাদিসের আলোকে সমাধান করা হয়।

27/11/2025

ছোট বাচ্চারা রাতে হঠাৎ ভীষণ কান্না করে কেন?

অনেক মা–বাবা অভিযোগ করেন, তাদের ছোট শিশু গভীর রাতে হঠাৎ চিৎকার করে কান্না শুরু করে, শান্ত হয় না, কোলে নিলেও শান্ত হয় না

⚠️ সম্ভাব্য রুকইয়াহ কারণ

✅ দুষ্ট জ্বিন বা শয়তানের ভয় দেখানো
✅ বদনজর লাগা
✅ রাতে নিদ্রায় শয়তানের কুপ্রভাব
✅ ঘরে রুকইয়াহ পরিবেশ না থাকা
✅ ঘরে নিয়মিত কুরআনের তেলাওয়াত না হওয়া
✅ নেগেটিভ শক্তির উপস্থিতি
✅ রুকইয়াহ চিকিৎসা ও আমল

🔹 শিশুকে ঘুম পাড়ানোর আগে এগুলো অবশ্যই পড়বেন:

১️⃣ আয়াতুল কুরসি
২️⃣ সূরা ইখলাস
৩️⃣ সূরা ফালাক
৪️⃣ সূরা নাস

👉 প্রতিটি সুরা ৩ বার করে পড়ে শিশুর শরীরে ফুঁ দিন।

24/11/2025

আমাদের সকল কাজে বারাকাহ দান করো ইয়া রাব্বাল আলামীন

24/11/2025
23/11/2025

আলহামদুলিল্লাহ

বরই পাতার উপকারিতা।মানুষ যদি জানত এই পাতার আসল উপকারিতা, তাহলে কখনোই একে অবহেলা করত না। কেউ এর পানি পান করুক, গোসল করুক,...
23/11/2025

বরই পাতার উপকারিতা।

মানুষ যদি জানত এই পাতার আসল উপকারিতা, তাহলে কখনোই একে অবহেলা করত না। কেউ এর পানি পান করুক, গোসল করুক, কিংবা সরাসরি খাক প্রতিটি ক্ষেত্রেই এর মধ্যে রয়েছে আল্লাহর দেয়া শিফা (সুস্থতা)

কুরআনে বরই গাছের মর্যাদা সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন।
عِندَ سِدْرَةِ الْمُنتَهَى* عِندَهَا جَنَّةُ الْمَأْوَى* إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَى
(সূরা النجم, আয়াত 14-16)

ওটা হচ্ছে সিদরাতুল মুনতাহা যেখানে গিয়ে সবকিছুর শেষ সীমা ছুঁয়ে যায়। তার কাছেই রয়েছে জান্নাতুল মাওয়া, যেখানে থাকবে মুমিনদের চিরনিবাস। আর সেই সিদর গাছকে এমন এক অদ্ভুত রহস্যময় জ্যোতিতে ঢেকে ফেলা হলো, যা মানুষের বোধগম্য নয়।

আরেক জায়গায় আল্লাহ تعالى বলেছেনঃ
فِي سِدْرٍ مَّخْضُودٍ
(সূরা الواقعة, আয়াত 28)

সেখানে থাকবে ছাঁটা, কাঁটাহীন সিদর গাছ যার ডালপালা থাকবে ঝরে পড়া ফলের ভারে নুয়ে।

বরই পাতা দিয়ে চিকিৎসার উপায়......
ইবনু হজর আসকালানি তাঁর ফাতহুল বারী গ্রন্থে وهب بن منبه رحمه الله থেকে বর্ণনা করেছেন।
সবুজ(কাঁচা)বরই পাতা সাতটি দুটি পাথর দিয়ে ভালোভাবে পিষতে হবে। অতঃপর সেই পাতার সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে তাতে নিচের সূরা এবং আয়াতগুলো সাতবার করে তিলাওয়াত করে ফুঁ দিতে হবে।

•দুরুদ শরীফ।
•সূরা ফাতিহা।
•আয়াতুল কুরসী।
•সূরা ইখলাস।
•সূরা ফালাক।
•সূরা নাস।
•সূরা কাফিরুন।
•দুরুদ শরীফ।

এরপর সেই পানি থেকে তিনবার চুমুক দিয়ে খেতে হবে এবং অবশিষ্ট পানি দিয়ে গোসল করতে হবে। এতে ইনশাআল্লাহ জাদু, খারাপ প্রভাব, রোগব্যাধি এমনকি দাম্পত্য জীবনের বাঁধা দূর হয়ে যাবে।

চিকিৎসাগত উপকারিতা।
বরই পাতার আরও অনেক উপকারীতা রয়েছে।

°ক্ষুধামন্দা কমাতে সাহায্য করে।
°ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে সহায়ক।
°পেটের ব্যথা ও অস্বস্তি কমাতে কার্যকরী ভূমিকা রাখে আলহামদুলিল্লাহ।
والله أعلم
আল্লাহ তায়ালাই সর্বাধিক জানেন।
#কালেক্টেড

22/11/2025

গোনাহমুক্ত জীবন চাই। তাওফিক দাও ইয়া রাব্বাল আলামীন।

21/11/2025

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

হে আমাদের পালনকর্তা! সরল পথ দেখানোর পর তুমি আমাদের অন্তরকে বাঁকা করে দিও না। এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো। নিশ্চয়ই তুমি সব কিছুর দাতা। - সুরা আলে ঈমৱান

21/11/2025

বরকতময় ফজর আলহামদুলিল্লাহ

21/11/2025

আপনার শারীরিক মানসিক ও পারিবারিক যেসব সমস্যা চলছে, তাঁর মূল কারণ যদি "জ্বীন"জাদু ও বদনজর হয়ে থাকে, তাহলে শুধু শুধু ডাক্তারের পেছনে লাখ লাখ টাকা খরচ করে কোন লাভ হবে। ঝগড়াঝাটি করে পরিবারে অশান্তি সৃষ্টি করেও কোন লাভ নাই।

সমস্ত পাপ থেকে দূরে থাকুন সমস্ত ফরজ ওয়াজিব সুন্নত আমল গুলো ঠিকমত আদায় করুন এবং সকাল সন্ধার মাসনূন আমুল মজবুত করে আঁকড়ে ধরুন।

তারপরও যদি ঠিক না হয় তাহলে রুকিয়াহ চিকিৎসা গ্রহণ করুন।

আল্লাহর মেহেরবানীতে শান্তির জীবন ফিরে পাবেন ইনশাআল্লাহ

01711257402

কিছু জাদু এত ভয়ংকর হয় যে মানুষ বোঝার আগেই গভীর যন্ত্রণা শুরু হয়ে যায়।এই ধরনের এক খারাপ জাদুতে আক্রান্ত নারী মলত্যাগ করতে...
21/11/2025

কিছু জাদু এত ভয়ংকর হয় যে মানুষ বোঝার আগেই গভীর যন্ত্রণা শুরু হয়ে যায়।
এই ধরনের এক খারাপ জাদুতে আক্রান্ত নারী মলত্যাগ করতে পারতেন না, শরীরে বর্জ্য জমতে জমতে ফোলা শুরু হয়-অবশেষে মৃত্যুর দিকে ধাবিত হন।

জাদুকর জিনের পূজা দিয়ে জিনকে দায়িত্ব দেয় যেন সে কখনোই স্বাভাবিকভাবে প্রাকৃতিক প্রয়োজন সারতে না পারে।
দীর্ঘ কষ্টের পর তিনি মারা যান-এবং তাঁর এই অন্যায়ের বিচার তিনি তাঁর রবের কাছে তুলে দিলেন।

আল্লাহ যালেম ও জাদুকরদের জন্য কঠোর শাস্তির অঙ্গীকার করেছেন।

কুরআনের প্রমাণসমূহ

১ وَقَدْ خَابَ مَنِ افْتَرَى

“যে মিথ্যা সৃষ্টি করে (জাদু-টোনার মতো), সে নিঃসন্দেহে ধ্বংস হবে।”
-সূরা ত্বা-হা, 20:61

২ وَلا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى

“যেখানেই সে যাক, জাদুকর কখনো সফল হয় না।”
-সূরা ত্বা-হা, 20:69

৩ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ

“নিশ্চয়ই ظালিমরা কখনো সফল হয় না।”
-সূরা আল-আন‘আম, 6:21

দুয়া-
اللهم اشفِ مرضى المسلمين
اللهم اكفِنا شر السحرة والحاسدين
يا رب العالمين

সংগৃহীত, ঈষৎ সংযোজিত ও পরিমার্জিত।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when জ্বীন- যাদুর কোরআনী চিকিৎসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram