Dr. Deen Islam Mithu - Orthopaedic Surgeon

Dr. Deen Islam Mithu - Orthopaedic Surgeon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Deen Islam Mithu - Orthopaedic Surgeon, Medical and health, Kishoreganj.
(1)

অর্থোপেডিক সার্জারী বিশেষজ্ঞ
এমবিবিএস, বিসিএস, এমএস (অর্থোঃ সার্জারী)।


🍎 মিনিমাল ইনভেসিভ সার্জারী। সার্জারীতে যেমন পিত্তথলির পাথর পেট না কেটে ফুটো করে করা সম্ভব তেমনি অর্থোপেডিক সার্জারীতে খ...
29/07/2025

🍎 মিনিমাল ইনভেসিভ সার্জারী।
সার্জারীতে যেমন পিত্তথলির পাথর পেট না কেটে ফুটো করে করা সম্ভব তেমনি অর্থোপেডিক সার্জারীতে খুব বেশি কাটাছেঁড়া না করে ভাঙ্গা জায়গার চামড়া মাংস অক্ষত রেখে অপারেশন করা সম্ভব। এতে বেশ কিছু সুবিধা আছেঃ কম রক্তপাত, হাসপাতালে কম দিন থাকা, ইনফেকশন কম হওয়া,তাড়াতাড়ি পায়ে ভর দিয়ে হাটা, তাড়াতাড়ি হাড় জোড়া লাগা, পায়ের মাংসপেশিসহ অন্যান্য অংশ অক্ষত থাকা, জয়েন্ট মুভমেন্ট ভালো থাকা ইত্যাদি।
🍎ছবিতে যে অপারেশন দেখানো হয়েছে সেখানে ৩ টা স্ক্রুর জন্য ৩ টা ফুটা আর রডের জন্য ১ টা ফুটা মোট ৪ টা ফুটা করে পুরো অপারেশনটা করা হয়েছে।
🍎আশা করি রোগীর হাড় খুব দ্রুত জোড়া লাগবে ইনশাআল্লাহ।

ডা. মোঃ দ্বীন ইসলাম, এমএস(অর্থোঃ),নিটোর।
চেম্বারঃ
মিড টাউন হাসপাতাল কিশোরগঞ্জ।
পদ্মা জেনারেল হাসপাতাল কিশোরগঞ্জ।
প্রতি মঙ্গল ও শুক্রবার।
#হাড়ভাঙা
#হাড়েরডাক্তার
#পদ্মা_জেনারেল_হাসপাতাল_কিশোরগঞ্জে
#মিডটাউন #মেডিল্যাব

ছোট ভাঙ্গা অনেক সময় হাতের ফাংশন নষ্টের কারন হয়।আধুনিক চিকিৎসা সেবার মাধ্যমে কাটাছেঁড়া ছাড়া অপারেশন করে হাতের ফাংশন দ্রুত...
27/07/2025

ছোট ভাঙ্গা অনেক সময় হাতের ফাংশন নষ্টের কারন হয়।
আধুনিক চিকিৎসা সেবার মাধ্যমে কাটাছেঁড়া ছাড়া অপারেশন করে হাতের ফাংশন দ্রুত ফিরিয়ে আনা সম্ভব।

🍎অপারেশনটি কিশোরগঞ্জ মেডিল্যাব-২ হাসপাতালে করা।
রোগী দেখেছিলাম মিড টাউন হাসপাতালে।

বাচ্চাদের খুবই কমন দুইটা হাড় ভাঙ্গার অপারেশনের ছবি। 🍎 প্রথম ছবিটার বাচ্চাটা (Lateral Condyle fracture ) ২মাস কবিরাজী চিক...
26/07/2025

বাচ্চাদের খুবই কমন দুইটা হাড় ভাঙ্গার অপারেশনের ছবি।

🍎 প্রথম ছবিটার বাচ্চাটা (Lateral Condyle fracture ) ২মাস কবিরাজী চিকিৎসা করে হাত বাঁকা করে আসছিলো।
অপারেশন করেছি ডা. ইউসুফের দ্য ল্যাবএইড হাসপাতাল , কিশোরগঞ্জে।

🍎 দ্বিতীয় ছবির (Supracondyler #) বাচ্চার মা অন্য একটা বাচ্চার বাঁকা হওয়া হাত দেখে নিজে থেকেই অপারেশন করাতে এসেছে। পদ্মা জেনারেল হাসপাতালে দেখা রোগী , অপারেশন করেছি মেডিল্যাব-২ হাসপাতালে, কিশোরগঞ্জ।

ডা. মোঃ দ্বীন ইসলাম মিঠু ,
এমএস (অর্থোঃ, নিটোর)
অর্থোপেডিক , ট্রমা ও স্পাইন সার্জন
পঙ্গু হাসপাতাল, ঢাকা।

চেম্বারঃ
মিড টাউন হাসপাতাল, কিশোরগঞ্জ।
পদ্মা জেনারেল হাসপাতাল ,কিশোরগঞ্জ।
🍎 মঙ্গলবার ও শুক্রবার।

মেরুদন্ডের সার্জারী।Fracture Dislocation of D12 Vertebra.অপারেশনের পর সরে  যাওয়া  মেরুদন্ডের হাড় আগের জায়গায় এনে বসানো  ...
20/07/2025

মেরুদন্ডের সার্জারী।
Fracture Dislocation of D12 Vertebra.
অপারেশনের পর সরে যাওয়া মেরুদন্ডের হাড় আগের জায়গায় এনে বসানো হয়েছে।
সার্জারীটি নিটোর/ পঙ্গু হাসপাতালে করেছি।
কৃতজ্ঞতাঃ ডা. আবদুল্লাহ আল মামুন চৌধুরী স্যার, সিনিয়র কনসালটেন্ট, নিটোর।
ডা. নাহিদ (সার্জারী পার্টনার)।

মেরুদন্ডের সার্জারী।Lumbar 2 Burst fracture fixation.অপারেশনের পর রোগীর ভাঙ্গা ভার্টিব্রা প্রায় আগের মত উচ্চতা পেয়েছে।আল...
17/07/2025

মেরুদন্ডের সার্জারী।
Lumbar 2 Burst fracture fixation.
অপারেশনের পর রোগীর ভাঙ্গা ভার্টিব্রা প্রায় আগের মত উচ্চতা পেয়েছে।
আলহামদুলিল্লাহ।
অপারেশনটি নিটোর/পঙ্গু হাসপাতালে করা।

Neck of Femur (NOF)  # Fixation. প্রথম ছবিতেঃ ডান দিকের নেক ফিমার ভাঙ্গা।দ্বিতীয় ছবিতেঃ অপারেশনের পরের দিনের ছবি।তৃতীয় ছ...
12/07/2025

Neck of Femur (NOF) # Fixation.
প্রথম ছবিতেঃ ডান দিকের নেক ফিমার ভাঙ্গা।
দ্বিতীয় ছবিতেঃ অপারেশনের পরের দিনের ছবি।
তৃতীয় ছবিতেঃ দেড় মাস পরের ছবি।
আলহামদুলিল্লাহ , রোগী এখন হাটতে পারতেছে।
অপারেশনটি কিশোরগঞ্জে মেডিল্যাব-২ হাসপাতালে করা।

ছোট একটা অপারেশনের জন্য আগে ঢাকায় আসা লাগতো যা কিশোরগঞ্জেই সম্ভব।রোগী ২ জনকে দেখেছিলাম  #পদ্মা_জেনারেল_হাসপাতাল_কিশোরগঞ্...
09/07/2025

ছোট একটা অপারেশনের জন্য আগে ঢাকায় আসা লাগতো যা কিশোরগঞ্জেই সম্ভব।
রোগী ২ জনকে দেখেছিলাম #পদ্মা_জেনারেল_হাসপাতাল_কিশোরগঞ্জে, সি-আর্ম মেশিনের মাধ্যমে অপারেশন করেছি মেডিল্যাব-২ হাসপাতালে।কাটাকুটির ঝামেলা নাই। শুধুমাত্র চামড়া ফুটা করে অপারেশন যা #মিনিমাল_ইনভেসিভ_সার্জারী নামে পরিচিত। নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা।
মঙ্গল বার ও শুক্রবারে আপনাদের সেবায় আছি কিশোরগঞ্জে।
সময় বিকাল ৪ টা থেকে রাত ১০ টা।
#মিডটাউনহাসপাতাল #পদ্মাজেনারেলহাসপাতাল

26/06/2025

সম্মানীত এলাকাবাসী,
আগামীকাল শুক্রবার (২৭.০৬.২৫) আমার কিশোরগঞ্জের চেম্বার বন্ধ থাকবে।
তার পরিবর্তে আজকে বৃহস্পতিবার দুপুর ২.৩০ থেকে রাত ১০ টা পর্যন্ত আমি পদ্মা জেনারেল হাসপাতাল, পুরানথানা, কিশোরগঞ্জে আছি।
আপনাদের হাড় ও জয়েন্টের যে কোন সমস্যায় আসতে পারেন।
যোগাযোগঃ 01326-252526

06/06/2025
Please confirm your appoinment for "Friday".
29/05/2025

Please confirm your appoinment for "Friday".

Address

Kishoreganj
2326

Telephone

+8801719183524

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Deen Islam Mithu - Orthopaedic Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Deen Islam Mithu - Orthopaedic Surgeon:

Share