
29/07/2025
🍎 মিনিমাল ইনভেসিভ সার্জারী।
সার্জারীতে যেমন পিত্তথলির পাথর পেট না কেটে ফুটো করে করা সম্ভব তেমনি অর্থোপেডিক সার্জারীতে খুব বেশি কাটাছেঁড়া না করে ভাঙ্গা জায়গার চামড়া মাংস অক্ষত রেখে অপারেশন করা সম্ভব। এতে বেশ কিছু সুবিধা আছেঃ কম রক্তপাত, হাসপাতালে কম দিন থাকা, ইনফেকশন কম হওয়া,তাড়াতাড়ি পায়ে ভর দিয়ে হাটা, তাড়াতাড়ি হাড় জোড়া লাগা, পায়ের মাংসপেশিসহ অন্যান্য অংশ অক্ষত থাকা, জয়েন্ট মুভমেন্ট ভালো থাকা ইত্যাদি।
🍎ছবিতে যে অপারেশন দেখানো হয়েছে সেখানে ৩ টা স্ক্রুর জন্য ৩ টা ফুটা আর রডের জন্য ১ টা ফুটা মোট ৪ টা ফুটা করে পুরো অপারেশনটা করা হয়েছে।
🍎আশা করি রোগীর হাড় খুব দ্রুত জোড়া লাগবে ইনশাআল্লাহ।
ডা. মোঃ দ্বীন ইসলাম, এমএস(অর্থোঃ),নিটোর।
চেম্বারঃ
মিড টাউন হাসপাতাল কিশোরগঞ্জ।
পদ্মা জেনারেল হাসপাতাল কিশোরগঞ্জ।
প্রতি মঙ্গল ও শুক্রবার।
#হাড়ভাঙা
#হাড়েরডাক্তার
#পদ্মা_জেনারেল_হাসপাতাল_কিশোরগঞ্জে
#মিডটাউন #মেডিল্যাব