Kazi Muhammad Yusuf -Kazi Office

Kazi Muhammad Yusuf -Kazi Office বাল্য বিবাহকে না বলি, উপযুক্ত সমাজ গড়ে তুলি

31/07/2024

যাদের বিয়ের বয়স পার হচ্ছে, কিন্তু স্বার্থের কারণে অভিভাবকরা ছেলের বিয়ের কোনো চিন্তাই করছে না৷ বারবার বলার পরও কোনো ভাবান্তর নেই৷ তাদের সবসময় একটা পরামর্শ দিয়ে থাকি—

• কোনো আলেম থেকে কনে দেখার গাইডলাইন নিয়ে বিচক্ষণতার সাথে কনে দেখে ঠিকঠাক করে ফ্যামিলিকে আপনার পছন্দ ও সিদ্ধান্তের কথা জানিয়ে দিন৷ বলে দিন তারা এবার আয়োজনটা করে নিতে৷

• মনে রাখবেন, প্রয়োজনটা আপনার৷ প্রতিনিয়ত আপনার আমলনামায় গোনাহ যোগ হচ্ছে৷ তারা তো আপনার ইনকাম কত যোগ হচ্ছে, সে হিসাব নিয়ে ব্যস্ত৷ গোনাহের হিসাব করার সময় কই? অবশ্য এই আশ্বাস দিয়েন যে, বিয়ের পর আপনি তাদের 'পর' হচ্ছেন না৷

—মুফতী জিয়াউর রহমান (দা.বা.)
Cp
#কাজিঅফিস

আলহামদুলিল্লাহ
31/07/2024

আলহামদুলিল্লাহ

বিবাহের আরবি শব্দ হলো নিকাহ। নিকাহ এর শাব্দিক অর্থ হলো, একত্রিত হওয়া, নারী পুরুষ মিলিত হওয়া। পারিভাষিক অর্থে নিকাহ বা ...
13/07/2024

বিবাহের আরবি শব্দ হলো নিকাহ। নিকাহ এর শাব্দিক অর্থ হলো, একত্রিত হওয়া, নারী পুরুষ মিলিত হওয়া। পারিভাষিক অর্থে নিকাহ বা বিবাহ বলা হয়। ইসলামী শরীয়াহ আইন অনুযায়ী, বিবাহ হল একজন নারী ও একজন পুরুষের মধ্যে নিষ্পন্ন বৈধ বন্ধন ও সামাজিক চুক্তি । ইসলামে বিবাহ হল একটি সুন্নাহ বা মুহাম্মাদ এর আদর্শ এবং ইসলামে বিবাহ করার জন্য অত্যন্ত জোরালোভাবে পরামর্শ দেয়া হয়েছে।[১][২] পাশাপাশি, ইসলামে সন্ন্যাসজীবন এবং কৌমার্যেরও কঠোর বিরোধিতা করা হয়েছে।[২] একজন ব্যক্তি তখনই বিবাহের বয়সী হবে, যখন সে মানসিক, দৈহিক ও আর্থিকভাবে বৈবাহিক জীবন নির্বাহ করতে সমর্থ হবে । বিশেষ শর্তসাপেক্ষে পুরুষের বহুবিবাহের জন্য ইসলামে অনুমতি দেওয়া হয়েছে, তবে নারীর বহুবিবাহের ক্ষেত্রে ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে ।

মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন,

يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

অর্থ: “হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় কর, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক উৎস থেকে। আর তা থেকে তোমাদের স্ত্রীদেরকেও সৃষ্টি করেছেন। এরপর তা থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। আর তোমরা আল্লাহকে ভয় কর, যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চাও। আর ভয় কর রক্ত-সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারে। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক।” (সূরা নিসা, আয়াত ০১)

“পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক, এ কারণে যে, আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা নিজদের সম্পদ থেকে ব্যয় করে।” (সুরা নিসা: ৩৪)

ইসলামী শরীয়ত অনুসারে বিবাহের রুকন বা মূল স্তম্ভ হচ্ছে দু’টি। ১.ইজাব তথা প্রস্তাব, ২.কবুল, বা গ্রহণ। এর জন্য আবশ্যকীয় শর্ত হচ্ছে সাক্ষী থাকা।

13/07/2024

Alhamdulliah

Address

Sontospur Union Porishod, Nageswari
Kurigram
5660

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Muhammad Yusuf -Kazi Office posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kazi Muhammad Yusuf -Kazi Office:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram