
19/10/2023
#পাইলস্_সহ_মলদ্বারের_বিভিন্ন_রোগে_ভুগছেন?
"পাইলস্ ক্যাম্প" এবার আপনার শহর কুষ্টিয়ায়
#স্থানঃ দার-উস শেফা প্রাইভেট হাসপাতাল,
সার্কিট হাউজের বিপরীতে, পূর্ব-মজমপুর, সাদ্দাম বাজার মোড়, কুষ্টিয়া।
#তারিখঃ ২৪ অক্টোবর ২০২৩, রোজ মঙ্গলবার।
আর দেরি নয়, আজই রেজিষ্ট্রেশন করুন
রেজিষ্ট্রেশন ফিঃ ১০০/-
#পাইলস্ সহ
যারা দীর্ঘদিন মলদ্বারের বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের জন্য এই আয়োজন।
★ পাইলস/হেমোরয়েডঃ
(মলদ্বার দিয়ে রক্ত পড়ে)
★ এনাল ফিসারঃ
(মলদ্বার চিরে গিয়ে তীব্র ব্যথা হয়, রক্ত পড়ে)
★ ফিস্টুলাঃ
(মলদ্বারের পাশে নালী সৃষ্টি হয়, পূঁজরক্ত বের হয়)
★ মলদ্বারে ফোঁড়া, ব্যথা, রক্ত পড়া, পূঁজ পড়া।
★ এনাল স্টেনোসিসঃ (মলদ্বারের ছিদ্র বন্ধ/সরু হয়ে যায়)
★ রেক্টাল প্রলাপসঃ
(মলদ্বার বাইরে বের হয়ে যায়)
★ তীব্র কোষ্ঠকাঠিন্য/ ODS:
(মলদ্বার ভিতরের দিকে আটকে যায়, শত চেষ্টাতেও মল বের হয়না)
★ ইউটেরাইন প্রলাপসঃ
(জরায়ুর মুখ বেরিয়ে আসে)
★ রেকটোসিলঃ
(মলদ্বার জরায়ুর পথে বেরিয়ে আসে)
★ সিস্টৌসিলঃ
(মুত্রথলি জরায়ুর পথে বেরিয়ে আসে)
★ রেক্টাল ক্যান্সার।
★ রেক্টাল পলিপ।
★ কোলন ক্যান্সার।
★ কোলনের পলিপ।
#ক্যাম্পের_বৈশিষ্ট্য
★ ধর্য্য সহকারে যথেষ্ট সময় নিয়ে রোগি দেখা হয়।
★প্রত্যেক রোগির সম্মান ও গোপনীয়তা বজায় রাখা হয়। এবং রোগ সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
★রোগ নির্ণয় শতভাগ নিশ্চিত করা হয়।
এবং নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো চিকিৎসা দেয়া হয় না।
#ক্যাম্পে_রোগী_দেখবেন
কলোরেক্টাল, লেজার ও ল্যাপারোস্কপিক সার্জন
ডাঃ মোঃ আরিফুল ইসলাম।
এন্ডো-ল্যাপারোস্কপিক সার্জন
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুষ্টিয়া।
MBBS, BCS (স্বাস্থ্য), FCPS (সার্জারী)
FMAS (ফেলো, ল্যাপারোস্কপিক সার্জারী, ইন্ডিয়া)
ফেলো- এন্ডোস্কপিক এন্ড সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি (ইন্ডিয়া )
#মলদ্বারের_জটিল_রোগের_সহজ সমাধান পেতে আজই রেজিষ্ট্রেশন করুন-
#রেজিষ্ট্রেশন ফিঃ ১০০/-
#রেজিষ্ট্রেশনের জন্য যোগাযোগঃ
01758600333
01319990999
01300660666
সুযোগ সীমিত।