17/03/2022
"ভালোবাসলে মানুষ অভিযোগ করবেই... এটাই স্বাভাবিক... যেখানে অভিযোগ থাকে, সেখানে ভালোবাসা থাকে... যেখানে অভিযোগ থাকেনা, সেখানে ভালোবাসাও থাকেনা !!
তুমি খোঁজ না নিলে, ফোন না ধরলে কিংবা মেসেজ না দেখলে যে মানুষটা রাগ কিংবা অভিযোগ করে, সেই মানুষটা এমনিতেই এমনটা করে না... বরং মানুষটা তোমাকে ভালোবাসে বিধায় এমনটা করে... মানুষটা তোমার গুরুত্ব পেতে চায় !!
অভিযোগ বিহীন সম্পর্ক অনেকটা লবণ ছাড়া তরকারীর মতো... যেটাতে কোনো স্বাদ থাকেনা... যদি দুটো মানুষই একে অপরের খোঁজ না নিয়ে দিন কাটিয়ে দেয়, এবং সেটা নিয়ে যদি একে অপরের মাঝে কোনো অভিযোগ না থাকে, তাহলে সেটা কোনো সম্পর্কের মধ্যেই পড়েনা !!
যে ভালোবাসে সে কারণে অকারণে অভিযোগ করবেই... খোঁজ নিলেও করবে, না নিলেও করবে... খোঁজ না নিলে অভিযোগ করবে কেনো খোঁজ নেওনি... আর খোঁজ নিলে অভিযোগ করবে কেনো আরো বেশি খোঁজ নিতে পারলে না... হ্যা এটাই ভালোবাসার ধর্ম !!
যে মানুষটার ছোটখাটো অভিযোগ তোমার কাছে বিরক্তিকর মনে হয়, তাহলে সেই মানুষটা অন্তত তোমার জন্য না... কারণ যে ভালোবাসতে জানে সে কখনো অভিযোগে বিরক্তবোধ করবেনা... বরং মানুষটা তার অভিযোগও ভালোবেসে শুধরে নিবে !!
অভিযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না... মনের চাওয়া পাওয়া থেকেই মানুষের অভিযোগ সৃষ্টি হয়... যেখানে অভিযোগের দাম পাওয়া যায় না, সেখানে মানুষ থাকতে পারেনা... একটা পর্যায় এসে অভিযোগ করতে করতে একটা সময় মানুষ অভিযোগ করতেই ভুলে যায়... তখনই দূরত্ব সৃষ্টি হয় !!
আজ যে মানুষটার অভিযোগ তোমার কাছে বিরক্তিকর মনে হয়, কাল সেই মানুষটা যখন অভিযোগ করা বন্ধ করে দিবে তখনই তুমি তার মূল্যটা বুঝতে পারবে... দেখবে সবকিছুই ঠিক আছে, শুধু মানুষটা আর আগেরমতো নেই... বদলে যাওয়া মানুষ নতুন মানুষের চেয়েও ভয়ংকর, একদমই চেনা যায় না !!" :),