ভালো থাকুক আমার জীবনের সাথে জড়িয়ে থাকা সকল ভালোবাসার মানুষ গুলো সারা জীবন

  • Home
  • Bangladesh
  • Kushtia
  • ভালো থাকুক আমার জীবনের সাথে জড়িয়ে থাকা সকল ভালোবাসার মানুষ গুলো সারা জীবন

ভালো থাকুক আমার জীবনের সাথে জড়িয়ে থাকা সকল ভালোবাসার মানুষ গুলো সারা জীবন কিসের অহংকার কিসের গর্ব দুই দিনের এই দুনিয়াতে একদিন শুন্য হাতে খালি পায়ে পৌছে যাবো

সাপোর্ট
26/08/2022

সাপোর্ট

17/03/2022

"ভালোবাসলে মানুষ অভিযোগ করবেই... এটাই স্বাভাবিক... যেখানে অভিযোগ থাকে, সেখানে ভালোবাসা থাকে... যেখানে অভিযোগ থাকেনা, সেখানে ভালোবাসাও থাকেনা !!
তুমি খোঁজ না নিলে, ফোন না ধরলে কিংবা মেসেজ না দেখলে যে মানুষটা রাগ কিংবা অভিযোগ করে, সেই মানুষটা এমনিতেই এমনটা করে না... বরং মানুষটা তোমাকে ভালোবাসে বিধায় এমনটা করে... মানুষটা তোমার গুরুত্ব পেতে চায় !!
অভিযোগ বিহীন সম্পর্ক অনেকটা লবণ ছাড়া তরকারীর মতো... যেটাতে কোনো স্বাদ থাকেনা... যদি দুটো মানুষই একে অপরের খোঁজ না নিয়ে দিন কাটিয়ে দেয়, এবং সেটা নিয়ে যদি একে অপরের মাঝে কোনো অভিযোগ না থাকে, তাহলে সেটা কোনো সম্পর্কের মধ্যেই পড়েনা !!
যে ভালোবাসে সে কারণে অকারণে অভিযোগ করবেই... খোঁজ নিলেও করবে, না নিলেও করবে... খোঁজ না নিলে অভিযোগ করবে কেনো খোঁজ নেওনি... আর খোঁজ নিলে অভিযোগ করবে কেনো আরো বেশি খোঁজ নিতে পারলে না... হ্যা এটাই ভালোবাসার ধর্ম !!
যে মানুষটার ছোটখাটো অভিযোগ তোমার কাছে বিরক্তিকর মনে হয়, তাহলে সেই মানুষটা অন্তত তোমার জন্য না... কারণ যে ভালোবাসতে জানে সে কখনো অভিযোগে বিরক্তবোধ করবেনা... বরং মানুষটা তার অভিযোগও ভালোবেসে শুধরে নিবে !!
অভিযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না... মনের চাওয়া পাওয়া থেকেই মানুষের অভিযোগ সৃষ্টি হয়... যেখানে অভিযোগের দাম পাওয়া যায় না, সেখানে মানুষ থাকতে পারেনা... একটা পর্যায় এসে অভিযোগ করতে করতে একটা সময় মানুষ অভিযোগ করতেই ভুলে যায়... তখনই দূরত্ব সৃষ্টি হয় !!
আজ যে মানুষটার অভিযোগ তোমার কাছে বিরক্তিকর মনে হয়, কাল সেই মানুষটা যখন অভিযোগ করা বন্ধ করে দিবে তখনই তুমি তার মূল্যটা বুঝতে পারবে... দেখবে সবকিছুই ঠিক আছে, শুধু মানুষটা আর আগেরমতো নেই... বদলে যাওয়া মানুষ নতুন মানুষের চেয়েও ভয়ংকর, একদমই চেনা যায় না !!" :),

16/03/2022

"আপনি যতবারই হারতে থাকুন না কেনো একটা সময় আপনি ঠিকই জিতে যাবেন... কিন্তু যদি একবার হেরেই থেমে যান, তাহলে কখনই জিততে পারবেন না !!
জীবনে শতবার প্রতারিত হওয়া মানুষটাও একটা সময় জিতে গিয়েছে... হাজারবার ঠকে যাওয়ার পরেও কেউ না কেউ জয়ের দেখা পেয়েছে... সবার চোখে ঘৃণিত মানুষটাও এখন কারো না কারো চোখে সবথেকে প্রিয় মানুষ !!
যে মানুষটাকে দেখে মনে হয় কিছুই করতে পারবে না, সেই মানুষটাই একদিন এমন কিছু করে ফেলবে যা আপনার কল্পনায়ও ছিলো না... জীবনে কেউই থেমে থাকে না, আজ না হয় কাল সবাই নিজ জায়গা থেকে প্রতিষ্ঠিত হয়... শুধুমাত্র সময়ের ব্যাপার !!
প্রথমবার হেরে যাওয়া, ঠকে যাওয়া, কিংবা প্রতারিত হওয়া মানে এমনটা না যে প্রতিবারই এমন হবে... বরং আপনি সঠিক পথে চলার জন্য যদি বাধা না আসে কিংবা একবারও ব্যর্থতা না আসে, তাহলে বুঝে নিতে হবে আপনি সঠিক পথে নেই... ব্যর্থতাই সফলতার প্রথম ধাপ !!
জীবনে আপনি বহু মানুষ খুঁজে পাবেন যারা অনেক মেধাবী হয়েও হেরে গিয়েছে, কিন্তু একজনও খুঁজে পাবেন না যে পরিশ্রমী কিংবা আত্মবিশ্বাসী থেকেও জিততে পারেনি... আজ হোক বা কাল সফলতা তার কাছে আসবেই যদি মানুষটা পরিশ্রমী ও আত্মবিশ্বাসী হয় !!
কখনো হেরে যাবার আগেই হেরে যেতে নেই... যেখানে হার নেই সেখানে জয়ের স্বাদ পাওয়া যায় না... পরিশ্রমী মানুষেরা কখনো হেরে যায় না... তারা জিতে না হয় শিখে... হেরে যায় শুধু থেমে যাওয়া মানুষ, ভেঙে পড়া মানুষ... যার ভেতর জয়ের তৃষ্ণা থাকে, সে কখনো হার মেনে নিতে পারে না !!
তাই কখনো থেমে যেতে নেই... ছোটবেলায় বারবার পড়ে গিয়েও যেমন উঠে দাঁড়িয়েছি, তেমনিভাবে যত ব্যর্থতাই আসুক না কেনো উঠে দাঁড়াতে হয়... যে মাথা উঁচু করে বাঁচতে শিখে যায়, তার জীবনে কখনো মাথা নিচু করে থাকতে হয় না !!" :)

15/03/2022

"যে মানুষটাকে ছেড়ে দিতে চাচ্ছেন, শেষবারের মতো তাকে ধরে রেখে দেখুন হয়তো কিছুদিন পর আপনি নিজেই বলবেন তখন ছেড়ে দিলে বড্ড ভুল হয়ে যেতো !!
ছেড়ে দিলে তো দিয়েই দিলেন, তাহলে আর কিছুই করার থাকে না... কিন্তু যদি একটু ধরে রাখতে পারেন তাহলে অনেক কিছুই করা যায় মানুষটাকে মনের মতো বানিয়ে নেয়ার জন্য... মনে রাখবেন এখনকার দিনে সবাই থেকে যেতে চায় না !!
যে থেকে যেতে চায় তাকে একটু কষ্ট হলেও মানিয়ে নিন... অন্তত তার কাছ থেকে আপনি কখনো ঠকবেন না সে যেমনই হোক... বরং মানুষটাকে রেখে দিলে আপনি বলতে পারবেন দিনশেষে পাশে থাকার মতো আপনার কেউ আছে... এটুকুই বা কয়জন গর্ব করে বলতে পারে !!
ছেড়ে চলে যেতে তো সবাই পারে, কিন্তু সবাই তো আর ধরে রাখতে পারে না... আপনি একটু ধরে রেখে দেখিয়ে দিন সবাই ছেড়ে চলে যায় না... কেউ কেউ মানিয়ে নিয়েও থেকে যেতে পারে... যদি ছেড়ে চলে যান তাহলে সবার সাথে আপনার কোনো তফাৎ রইলো না !!
একটু এদিকওদিক হলেই যদি কাউকে ছেড়ে দিতে চান, তাহলে আপনার জীবনে শুধু একের পর এক মানুষ আসতেই থাকবে, কিন্তু কাউকে ধরে রাখতে পারবেন না... কাউকে ধরে রাখতে হলে মানিয়ে নেয়া জানতে হয়... ধৈর্য ধরতে হয় !!
ছোট্ট জীবনে একাধিক মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকা গেলেও ভালো থাকা যায় না... ভালো থাকতে হলে আপনার নির্দিষ্ট একজনকে বেছে নিয়ে তার মনের মতো করে মানিয়ে চলতে হবে... শতজনকে ভালো না বেসে একজনকে শত উপায়ে ভালোবেসে দেখুন, জীবন সুন্দর হবে !!
এ জীবনে আপনি কাউকেই পারফেক্ট করে পাবেন না... আর পেলেও তাকে ভালোবাসার মতো কিছুই থাকবে না আপনার, কারণ সে আগে থেকেই পারফেক্ট... ভালোবাসতে হয় একটু কমতি দেখে... ভালোবাসতে হয় একটু খুঁত দেখে... পরিপূর্ণ মানুষ হলো অনেকটা রোবটের মতো !!" :)

Address

My Page Street
Kushtia
7031

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালো থাকুক আমার জীবনের সাথে জড়িয়ে থাকা সকল ভালোবাসার মানুষ গুলো সারা জীবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram