আদাবাড়ীয়া ইউনিয়ণ ব্লাড ডোনেট ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Kushtia
  • আদাবাড়ীয়া ইউনিয়ণ ব্লাড ডোনেট ফাউন্ডেশন

আদাবাড়ীয়া ইউনিয়ণ ব্লাড ডোনেট ফাউন্ডেশন Your love and cooperation in all our social and service programs can take us a long way. A beautiful life can get back to your cooperation

02/08/2025

"বিয়ের কার্ডে আমার নাম থাকে না,
কিন্তু সিজারের আগে ফোনটা ঠিকই আসে – ভাই, ৫ মিনিটের মধ্যে ব্লাড লাগবে।"/কিংবা আগামীকাল বা ওমুক দিন লাগবে
আমি হয়তো কারও বর না, কারও পাত্রী না।
আমি শুধু সেই মানুষটা, যে অন্যের জীবন বাঁচাতে দৌড়ে যায়।
রক্ত দেই, স্বেচ্ছাসেবী হই, রক্ত ম্যানেজ করে দেই

কিন্তু বিয়ে, জন্মদিন, বাসা-ভর্তি খাওয়ানোর সময় আমার কথা মনে থাকে না।

হাজার লোক খাওয়ানো হয়, পাঁচশো ফটো তোলা হয়, স্ট্যাটাসে "Special Thanks to Everyone" লেখা হয়,
কিন্তু সে “Everyone”-এর মধ্যে আমি থাকি না।

হয়তো থাকবোও না।

তবুও পরের বার ফোন এলে আমি যাবো –
কারণ আমি গিফটের জন্য, কিংবা দাওয়াতের জন্য না —
তবুও হয়ত মানুষের পাশে থাকার জন্য আছি।

25/07/2025

আসছালামু আলাইকুম ওয়া র

11/07/2025

ঢাকায় জরুরি এক ব্যাগ ও পজেটিভ ব্লাড লাগবে। রুগির দুইটা কিডনি সমস্যা।
Raju sir:01710031833

01/07/2025

শুভকামনা
শুভ সকাল

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।১- ডোনারের যাতায়াত খরচ২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খ...
19/06/2025

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।

১- ডোনারের যাতায়াত খরচ
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ
৩- ডাব, স্যালাইন পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕
ব্লাড দেয়ার আগে অনেকে ডোনার কে বলে ব্লাড দেয়া একটা কমন বেপার এগুলো না বলা। 🥺
অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু এগুলা শুনে মন খারাপ করে ফেলে। যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম, তবুও ব্লাড দেয়।

আবার, যারা ব্লাড খুঁজে দেয় তারাই জানে ১ ব্যাগ ব্লাড খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেনই না। এগুলা হাইড স্টোরি থাকে।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।

16/06/2025

আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন।
আমিন

12/06/2025

এক জনের রক্ত অন্য জনের প্রান,রক্ত দিয়ে গড়ি রক্তের বন্ধন

12/06/2025

আজ বৃহস্পতিবার জরুরি এ পজেটিভ এবং ও পজেটিভ দুইব্যাগ ব্লাড লাগবে। যদি কেউ থাকেন দয়া করে নক দিবেন।

সবাই সচেতন হয়।
31/05/2025

সবাই সচেতন হয়।

মনে রাখবেন।
31/05/2025

মনে রাখবেন।

29/05/2025

ভালবাসা অবিরাম

Address

গরুড়া কলেজ বাজার, দৌলতপুর, কুষ্টিয়া
Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when আদাবাড়ীয়া ইউনিয়ণ ব্লাড ডোনেট ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আদাবাড়ীয়া ইউনিয়ণ ব্লাড ডোনেট ফাউন্ডেশন:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category