ForHad

ForHad Welcome to my Page
please follow The Page ,like , comment &share

24/05/2023

#ফ্রি_ক্যাম্পেইন

Forhad Ahamed Prince
Pharmacist. RMP(Dhaka)

গরমে বাচ্চাদের যত্নে কিছু টিপস্Forhad Ahamed Prince
13/04/2023

গরমে বাচ্চাদের যত্নে কিছু টিপস্
Forhad Ahamed Prince

ডা: কুতু কুতু রোগীর মাথায় নাকি টার্মের  প্রচুর প্রেশার যাচ্ছে, তাই একটু চেক করতেছিলাম -কিন্ত আফসোস কিছুই পেলাম না। আরে গ...
12/04/2023

ডা: কুতু কুতু

রোগীর মাথায় নাকি টার্মের প্রচুর প্রেশার যাচ্ছে, তাই একটু চেক করতেছিলাম

-কিন্ত আফসোস কিছুই পেলাম না।

আরে গাধা পাবি ক্যামনে, প্রেশার দেখতে হয় হাতে?

-আশ্চর্য, হাতে কেন দেখবো? মাথায় দেখলে কি সমস্যা,

কারণ হাতে আছে ব্রাকিয়াল আর্টারি ( Brachial Artery)

-ব্রাকিয়াল আর্টারি ( ধমনি) হাতেই কেন থাকবে? মাথায় থাকলে কি সমস্যা,

আরে দুর, মাথায় ও আর্টারি আছে সেটার অন্য নাম। ল্যাটিন ভাষায় Brachium মানে হলো বাহু (Arm)।তাই আর্মের আর্টারিকে বলে ব্রাকিয়াল আর্টারি।
দেখোস না আর্মের মাসলগুলোর নাম,

Brachialis,
Brachioradialis
Coracobrachialis
Triceps brachii
Biceps brachii

ব্রাকিয়াল কথাটা আছেই,

-ভাই প্লিজ এনাটমির দিকে যাইয়েন না,মাথা ঘোরাচ্ছে।
তার আগে বলেন ব্রাকিয়াল আর্টারিতে কেন দেখতে হবে,মাথার আর্টারিতে দেখলে কি সমস্যা।

তার আগে তোকে জানতে হবে ব্লাড প্রেশার কিভাবে মাপে, তার মেকানিজম।

-ভাই চিপায় যখন পাইছেন,তখন বলেন।তবে একটা অনুরোধ আলোচনা বেশি দীর্ঘায়িত করবেন না।দীর্ঘ আলোচনা একদম ভালো লাগে না।

আচ্ছা ঠিকাছে,মাথা গরম করিস না,করবো না।
ফা*রাক্কা বাঁধ তো চিনোস। গ্রীষ্মকালে যেটা বন্ধ করে দেওয়া হয়,বর্ষার মৌসুমে খুলে দেওয়া হয়।

-হুম তাতে কি হয়েছে,

এই যে বর্ষার মৌসুমে খুলে দেয়, তখন বাঁধের ওপাশ থেকে পানি খুব জোরে প্রবাহিত হয়, অনেকটা জলপ্রপাতের মতো,এবং সেই সাথে শোঁ শোঁ একটা শব্দ করে।এবং দু'য়েক সপ্তাহ যাওয়া পর যখন বাঁধের দুপাশে পানি সমান হয়ে যায়,তখন দেখবি শব্দ করাও বন্ধ হয়ে যায়।

-তো এটার সাথে ব্লাড প্রেশারের কি সম্পর্ক

সম্পর্ক আছেরে পাগলা, ব্লাড প্রেশার মাপার সময় আমরা হাতের উপর একটা কাপড় প্যাচাই,যাকে বলে কাফ(Cuff)। তারপর আমরা কাফের উপর চাপ দিতে থাকি। চাপ দিতে দিতে একটা সময় হাতের আর্টারির উপর একটা বাঁধের সৃষ্টি হয়, যার ফলে দুপাশে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়।

- তারপর?

এরপর আমরা চাপটা আস্তে আস্তে কমাতে থাকি। এবং শব্দ শোনার জন্য স্টেথোস্কোপ ব্যাবহার করি। চাপ কমালে যখন রক্ত চলাচল আবার শুরু হয় তখন আমরা "টুক টুক" শব্দ শুনতে পাই। এবং দুপাশে যখন রক্ত চলাচল সমান হয়ে যায় তখন "টুক টুক " শব্দ আর শুনতে পাই না।

-তাই নাকি, ব্যাপারটা অনেক জোশ তো।

হুম, এবং "টুক টুক" শব্দ যখন শুনা শুরু হয়, তখন তাকে বলে সিস্টোলিক প্রেশার/ সর্বোচ্চ প্রেশার
আর "টুক টুক " শব্দ যখন থেকে আমরা আর শুনতে পাই না তাকে বলে ডায়াস্টোলিক প্রেশার/ সর্বনিম্ন প্রেশার।

- আচ্ছা, আমার সাদা মনে একটা কালো প্রশ্ন আছে, নদীর বাঁধের ক্ষেত্রে তো শব্দটা শোঁ শোঁ, একটা কন্টিনিউয়াস শব্দ শুনা যায়।কিন্ত এখানে কেন একবার বেশি একবার কম ( টুক টুক) এমন শব্দ শুনা যায়।

কারণ আমাদের শরীরে রক্ত প্রবাহ হয় হার্টের মাধ্যমে, হার্ট একবার সংকোচন করে এবং একবার প্রসারণ করে।হার্টের এই সংকোচন-প্রসারণের কারণে রক্ত প্রবাহ একবার বেশি হয়, একবার কমে হয়। তাই দুরকম শব্দ পাওয়া যায়।

- এবার বলেন মাথায় দেখলে কি সমস্যা

আসলে মাথার বোনস এর উপর এমন কোন বড় আর্টারি নেই যার মধ্য , রক্ত চলাচল বন্ধ করে ব্লাড প্রেশার মাপা যাবে। সবই মাইক্রো লেভেলের।

- ওহ,এতো কঠিন করে বোঝানোর জন্য ধন্যবাদ।

Ref : Guyton (13th) , Chapter 15, page 182-183





Session 2022-23
Diploma Pharmacist

12/04/2023

Free Advice For Health 🥰😍
Checkup This Times



Forhad Ahamed Prince

ডায়ালাইসিসের সময় শরীর থেকে রক্ত ​​বের হয়ে লাল টিউব দিয়ে ডায়ালাইসিস মেশিনে যায় এবং নীল টিউবের মাধ্যমে পরিষ্কার হয়ে ...
05/03/2023

ডায়ালাইসিসের সময় শরীর থেকে রক্ত ​​বের হয়ে লাল টিউব দিয়ে ডায়ালাইসিস মেশিনে যায় এবং নীল টিউবের মাধ্যমে পরিষ্কার হয়ে ফিরে আসে আর এভাবে ৪ ঘণ্টা নড়াচড়া ছাড়া কস্ট সহ্য করে বিছানায় থাকতে হয় ।

কিডনী বিকল রোগীদের প্রতি সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হয় যার অর্থ মাসে ১২ বার এবং প্রতিবার ৪ ঘন্টা করে মোট ৪৮ ঘন্টা ।

আমরা যারা সুস্থ আছি, আমাদের কিডনি দিনে ৩৬ বার স্বয়ংক্রিয়ভাবে কোন প্রকার ব্যথা ছাড়াই আমাদের রক্ত পরিষ্কার করে যাচ্ছে ।

আল্লাহ তায়ালার কি পরিমান দয়ায় আমরা বেচে আছি একবারও কি উপলব্ধি করেছেন?

তাই সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করুন ।

আলহামদুলিল্লাহ.. আলহামদুলিল্লাহ

19/01/2023

আসুন জানি .........
Acne বা ব্রণ কেন হয় ?

#ব্রণ

Free camping 🤟🥰Forhad Ahamed Pharmacist
14/01/2023

Free camping 🤟🥰
Forhad Ahamed Pharmacist

25/12/2022

অপারেশন করে প্লাস্টিক বল বের করলাম ।।।
দেখুন কিভাবে অপারেশন করতে হয় ।।।

The Happynes Time in the mother 🥰
19/12/2022

The Happynes Time in the mother
🥰

20/09/2022

ডায়াবেটিস কি ? কাদের হয় ডায়াবেটিস ? ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপায়!


Forhad Ahamed Prince

18/09/2022

এন্টিবায়োটিক কখন খাবো ? কিভাবে খাবো ? কেনো খাবো ?
ওষুধ নিয়ম মত খেলে সেটা ওষুধ ....আর নিয়মের বাইরে খেলে বিষ 🙂
Pharmacist
Forhad Ahamed Prince

07/09/2022

কিভাবে ফর্সা হবেন ও চুল পড়া বন্ধ করবেন
কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া

Forhad Ahamed Prince

Address

Kushtia

Telephone

+8801753730366

Website

Alerts

Be the first to know and let us send you an email when ForHad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ForHad:

Share