
01/06/2025
দীর্ঘ ৪ বছর ধরে বৃদ্ধা মাকে বাড়ির মুরগীর খোপে থাকতে দেন সন্তানেরা, এখনকার বন্যার পানিতেও থাকছেন ছোট্ট এই খোপে! সকালে এই অবস্থায় রেখে সন্তান ও পুত্রবধূরা যে যার যার মতো কাজে চলে যান আর অনাহারে মানুষের ধারে ধারে ঘুরে খেয়ে না খেয়ে দিন পার হয় এই মায়ের 😭😭😭😭
অথচ একটু চিন্তা করে দেখেন এই সন্তানদের ছোটবেলায় তিনি কত কষ্ট করে মানুষ করেছে। তাদের এই বৃদ্ধ মা কত কষ্ট কত রাত ঘুমাইনি কত রাত বসে জেগে কাটিয়ে দিয়েছে। অথচ এই সন্তানদের একটুও অনুশোচনা নেই। তারা তাদের মাকে কত না কষ্ট যন্ত্রণা দিচ্ছে । আল্লাহ তুমি এই সন্তানদের হেদায়েত দান কর। তাদের বিকৃত মনুষত্ব সঠিক বুঝ দান করুন। আমিন