01/04/2025
দুঃখ সহিবার শক্তি দাও, মাবুদ…
জীবন কখনো সহজ ছিল না, কখনো সহজ হবে না। সুখ আসে ক্ষণিকের জন্য, আর দুঃখ? সেটাই যেন জীবনের নিত্যসঙ্গী। কত স্বপ্ন ভেঙেছে, কত আশা মাটির সাথে মিশে গেছে, কত মানুষ পথের ধুলোয় রয়ে গেছে—কিন্তু জীবন থেমে থাকে না।
বেদনার গভীরতা মাপার কোনো মানদণ্ড নেই, নেই কোনো নির্ধারিত সীমারেখা। কিছু কষ্ট থাকে যা শব্দে প্রকাশ করা যায় না, কিছু দুঃখ থাকে যা বুকের ভেতর দাবানলের মতো জ্বলে, কিন্তু কেউ তা দেখে না। মানুষ ভাবে, আমরা ভালো আছি, স্বাভাবিক আছি—কিন্তু সত্যটা জানে কেবল নিজ হৃদয়।
কখনো কখনো মনে হয়, জীবন কি শুধুই পরীক্ষা? একের পর এক বিপর্যয়, একের পর এক হারিয়ে ফেলা প্রিয় মুখ, ভালোবাসার মানুষদের দূরত্ব… এই বেঁচে থাকাটাই কি এক দীর্ঘ শাস্তি?
আমরা চাইলেও তো কিছু বদলাতে পারি না। যাকে হারানোর কথা ছিল না, তাকেই হারিয়ে ফেলি। যাকে আঁকড়ে ধরার কথা, সে-ই আমাদের হাত ছেড়ে দেয়। সময়ের নিষ্ঠুরতা আমাদের কেবল শক্ত হতে শেখায়, কিন্তু কিছু ক্ষত সারানোর ক্ষমতা সময়েরও নেই।
তবুও জীবন আমাদের সামনে দাঁড়িয়ে কঠোর ভাষায় বলে—"তুমি থামতে পারবে না। তুমি ভেঙে পড়তে পারবে না। তোমাকে হেঁটে যেতেই হবে, যত কষ্টই হোক না কেন!"
মাবুদ, যদি দুঃখ দিয়েই পরীক্ষা নিতে চাও, তবে দুঃখ সহিবার শক্তিও দাও… হৃদয় ভেঙে গেলে, তা জোড়া লাগানোর শক্তি দাও… যারা দূরে চলে গেছে, তাদের স্মৃতি সহ্য করার ক্ষমতা দাও… যারা আঘাত দিয়েছে, তাদের ক্ষমা করার মন দাও…
তুমি ছাড়া তো আর কেউ নেই। এই পৃথিবীর কোনো মানুষই আর বুঝতে পারে না, হৃদয়ের গোপন ক্ষতগুলোর রক্তক্ষরণ…
দুঃখ দিয়েছো, তাই সহিবার শক্তিও তুমি-ই দিও, মাবুদ…
Mohammad Shahin