Baitus Shefa Doctors Point

Baitus Shefa Doctors Point Our team of experienced doctors, and support staff work tirelessly to ensure every

Welcome to Baitus Shefa Doctors Point
At Baitus Shefa Doctors Point, we are committed to providing comprehensive and compassionate healthcare services to our community.

কতটুকু ওজন কমলে দুশ্চিন্তা করা দরকার? ৩৫ বছর বয়স্ক ,পেশায় একজন গাড়িচালক আমাদের কাছে এসেছিলেন ৩ মাস ধরে মৃদু জ্বর ও আশ...
07/03/2025

কতটুকু ওজন কমলে দুশ্চিন্তা করা দরকার?

৩৫ বছর বয়স্ক ,পেশায় একজন গাড়িচালক আমাদের কাছে এসেছিলেন ৩ মাস ধরে মৃদু জ্বর ও আশঙ্কাজনক ভাবে ওজন কমে যাওয়ার ইতিহাস নিয়ে। তিনি ভেবেছিলেন তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও প্রসাবে সংক্রমনের জন্য এমনটি হচ্ছে । যেগুলোর চিকিৎসাও গ্রহণ করার পরও কোন শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না।
পরবর্তীতে আমরা আরও কারন অনুসন্ধান করতে যেয়ে দেখি তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছেন।অতিরিক্ত ওজন কমে যাওয়া কে অবহেলার চোখে দেখার সুযোগ নেই।

# কতটুকু ওজন কমলে দুশ্চিন্তা করা দরকার?
ছয় মাস থেকে এক বছরের মধ্যে কারও ওজন যদি পাঁচ কেজি কমে যায়, তবে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সেটাকে বলে ‘সিগনিফিকেন্ট ওয়েট লস’ (উল্লেখযোগ্য ওজন হ্রাস)।

# যেসব কারণে হঠাৎ ওজন কমে??

বিভিন্ন রোগের কারণে হঠাৎ ওজন হ্রাস পেতে পারে। কেবল শারীরিক রোগে নয়, মানসিক রোগের কারণেও কিন্তু ওজন কমতে পারে।
হরমোন ও বিপাকজনিত সমস্যা যেমন ডায়াবেটিস, হাইপারথাইরয়েডিজম, অ্যাডিসনস ডিজিজ ও প্যান হাইপো পিটুইটারিজম ইত্যাদি রোগে ওজন কমে যায়।
দীর্ঘমেয়াদি কিছু সংক্রমণ যেমন যক্ষ্মা, কালাজ্বর, লিভার অ্যাবসেস এবং এইডস–জাতীয় রোগ হলে অল্প সময়ে ওজন কমে যাবে।
ওজন কমে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ক্যানসার। শরীরের নানা জায়গায় ক্যানসার হতে পারে, যেমন খাদ্যনালি, পাকস্থলী, কোলন, প্যানক্রিয়াস, লিভার, পিত্তথলি, পিত্তনালি, মস্তিষ্ক, নাক, কান, গলা, থাইরয়েড, ফুসফুস, কিডনি, মূত্রথলি, হাড়, রক্ত, জরায়ু, ওভারি, সারভিক্স ইত্যাদির ক্যানসার। বেশির ভাগ ক্যানসারের একটি গুরুত্বপূর্ণ উপসর্গ হচ্ছে ওজন হ্রাস বা স্বাস্থ্যহানি।

# ওজন হ্রাসের সঙ্গে অন্য লক্ষণ

ডায়াবেটিসে আক্রান্ত হলে বারবার পানির পিপাসা পায়, ঘন ঘন প্রস্রাব হয়, বেশি ক্ষুধা লাগে, খিদে সহ্য হয় না এবং তারপর ধীরে ধীরে ওজন কমে যেতে থাকে। পরিবারে ডায়াবেটিস রোগী থাকলে ঝুঁকি বেশি।

হাইপারথাইরয়েডিজম হলে ওজন হ্রাসের পাশাপাশি গরম অসহ্য লাগে, ভীষণ ঘাম হয়, ডায়রিয়া হতে পারে, অস্থিরতা ও বুক ধড়ফড় করবে।

অ্যাডিসনস ডিজিজে স্বাস্থ্যহানির পাশাপাশি দুর্বলতা, পাতলা পায়খানা ও বমি, পেটব্যথা, রক্তচাপ নেমে যাওয়া, রক্তে সোডিয়াম কমে যাওয়া, শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ, মাথা ঘোরা ইত্যাদি উপসর্গ থাকে। প্যান হাইপোপিটুইটারিজমেও এ ধরনের সমস্যার সঙ্গে ফ্যাকাশে ভাব, মাসিকের সমস্যা থাকে।

যক্ষ্মা বা টিবি আমাদের দেশে বেশ পরিচিত একটা সমস্যা। এ রোগ ফুসফুসসহ শরীরের যেকোনো অঙ্গে হতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে রোগীর হালকা ঘুষঘুষে জ্বর হয়ে থাকে, ওজন কমে যায় এবং খাবারে অরুচি দেখা দেয়। কোথায় যক্ষ্মা হয়েছে, সে অনুযায়ী কাশি, কাশির সঙ্গে রক্ত, বুকব্যথা, পেটে ব্যথা, পেটে পানি আসা, মাথাব্যথা, অজ্ঞান হয়ে যাওয়া, লসিকাগ্রন্থি ফুলে যাওয়া ইত্যাদি হতে পারে।

কালাজ্বর আমাদের দেশের নির্দিষ্ট কিছু এলাকায়, বিশেষ করে ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে বেশি দেখা যায়। এ রোগে দীর্ঘমেয়াদি জ্বর হয়, সঙ্গে খাওয়ার অরুচি, শরীর কালো হয়ে যাওয়া, পেট ফুলে যাওয়া, ওজন হ্রাস ইত্যাদি উপসর্গ থাকে।

লিভার অ্যাবসেস হলে প্রচণ্ড জ্বর, পেটের ডান দিকে ওপরের দিকে ব্যথা, ওজন হ্রাস দেখা দেয়, কখনো জন্ডিসও দেখা দিতে পারে।

কোথায় হয়েছে, তার ওপর নির্ভর করে ক্যানসারের উপসর্গ। তবে সবচেয়ে দ্রুত ওজন কমে পরিপাকতন্ত্রের ক্যানসারে। খাদ্যনালির ক্যানসারে গলায় খাবার আটকাতে পারে, রক্তবমি হতে পারে। পাকস্থলীর ক্যানসারে ওপরের পেটে ব্যথা, বমি, রক্তবমি। কোলন ক্যানসারে পায়খানার সঙ্গে রক্তপাত, কালো পায়খানা, রক্তশূন্যতা, নিচের পেটে ব্যথা হতে পারে, ফুলে যেতে পারে পেট। প্যানক্রিয়াসের ক্যানসার হলে ওপরে ও মাঝ পেটে ব্যথা হয়, জন্ডিস ও অরুচি হয়, বমিও হয়। লিভার ক্যানসারে পেটের ডান দিকে ওপরের দিকে ব্যথা হতে পারে, শক্ত চাকা আর জন্ডিস হতে পারে।

ফুসফুসের ক্যানসারে দীর্ঘমেয়াদি কাশি হয়ে থাকে, সঙ্গে বুকব্যথা, কাশির সঙ্গে রক্ত ও শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। কিডনি ও মূত্রথলির ক্যানসারে প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে পারে। জরায়ুর ক্যানসারে মাসিকের রাস্তায় বেশি রক্ত যেতে পারে, তলপেটে ব্যথা হতে পারে। ওভারির ক্যানসারে তলপেটে ব্যথা, পেটে পানি আসা, মাসিকের সমস্যা ইত্যাদি হয়ে থাকে। হাড়ে ক্যানসার হলে হাড়ে ব্যথা হয়। রক্তের ক্যানসারে ঘন ঘন জ্বর হয়, নাক বা ত্বকের নিচে রক্তপাত, বুকের হাড়ে ব্যথা হয়।

মানসিক কিছু রোগেও সিগনিফিকেন্ট ওয়েট লস (উল্লেখযোগ্য ওজন হ্রাস) হয়, যেমন অ্যানোরেকসিয়া নারভোসা। তা ছাড়া অতিরিক্ত দুশ্চিন্তার কারণেও কখনো কখনো ওজন কমে যেতে পারে।

# কী করবেন ?

ওজন কমে যেতে থাকলে তাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মনে রাখবেন, যেকোনো রোগই প্রাথমিক অবস্থায় ধরা পড়লে চিকিৎসায় নিরাময়ের সম্ভাবনা অনেক বেশি থাকে, এমনকি সেটা যদি ক্যানসারও হয়।

যাঁরা ওজন কমাতে চেষ্টা করছেন, ডায়েট বা শরীরচর্চা করছেন, তাঁরাও স্বাস্থ্যকর সঠিক পদ্ধতি অবলম্বন করবেন যেন স্বাস্থ্য ভেঙে না যায়, অপুষ্টি দেখা না দেয়। পুষ্টিবিদ ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাবেন।

ফুরফুরা শরীফের খলিফা মরহুম মাওলানা বেলায়েত হোসেন (রহঃ)-এর স্মরণে বিশেষ মাহফিল 🕌 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,  আপনাদ...
21/02/2025

ফুরফুরা শরীফের খলিফা মরহুম মাওলানা বেলায়েত হোসেন (রহঃ)-এর স্মরণে বিশেষ মাহফিল 🕌
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
আপনাদের সকলকে সিদ্দিকীয়া বেলায়েতীয়া খানকা শরীফ -এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসালে সওয়াব ও দোয়া মাহফিলে আমন্ত্রণ জানানো হচ্ছে।
📅 তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
🕓 সময়: বাদ আসর
📍 স্থান: খোকসা মাঠপাড়া, জেলখানা ময়দান
🔹 প্রধান অতিথি:
🔸 শায়খুল হাদীস আল্লামা শায়খ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশী (গদিনশীন পীর, ফুরফুরা দরবার শরীফ)
🔹 বিশেষ অতিথি ও আলোচকবৃন্দ:
✅ আলহাজ্ব মাওলানা নেছার আহমেদ (পীর সাহেব, কাগদী দরবার শরীফ, শরীয়তপুর)
✅ আলহাজ্ব মাওলানা নাজমুল হুদা (সাগর) (পীর সাহেব, শমসপুর দরবার শরীফ, খোকসা, কুষ্টিয়া)
✅আলহাজ্ব হযরত মাওলানা হাবিবুর রহমান (হাবিব) (সহকারী মাওলানা, সেনগ্রাম ফাযিল মাদ্রাসা, পাংশা, রাজবাড়ী)
📢 সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদের প্রতি দ্বীনি দাওয়াত রইল। আসুন, দলে দলে যোগদান করি এবং দো-জাহানের অশেষ নেকী হাসিল করি।
📞যোগাযোগ:০১৭১১-২৭১৯৭০
📌 সার্বিক পরিচালনায়: মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম
💠 **শেয়ার করে অন্যদেরও আমন্ত্রণ জানান।**

"দীর্ঘদিনের ঠান্ডা কাশিকে অবহেলা করবেন না''বয়স্ক ভদ্রলোক আমাদের কাছে এসেছিলেন দীর্ঘ দিনের ঠাণ্ডা কাশির ইতিহাস নিয়ে।  উ...
03/11/2024

"দীর্ঘদিনের ঠান্ডা কাশিকে অবহেলা করবেন না''

বয়স্ক ভদ্রলোক আমাদের কাছে এসেছিলেন দীর্ঘ দিনের ঠাণ্ডা কাশির ইতিহাস নিয়ে। উচ্চ রক্তচাপ ও মাঝে মাঝে নাক দিয়ে রক্ত পড়া ইতিহাস ছিল। চিকিৎসার অংশ হিসেবে আমরা তাকে বুকের xray করতে দেই, এবং সেখানে ডান ফুসফুসে সন্দেহজনক কিছু দেখতে পাই। এরপর তাকে কাউন্সিলিং করে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে রেফার করি এবং অবহিত করি। পরবর্তীতে তিনি রোগীকে দেখে বিশেষ কিছু পরীক্ষা-নিরীক্ষা নির্দেশনা প্রদান করেন। এতে এক ধরনের ফুসফুসে ক্যান্সার শনাক্ত হয়েছে (Small cell carcinoma)
সঠিক রোগ নির্ণয়ের ফলে আশাকরি তার দ্রুত চিকিৎসা শুরু হবে এবং তিনি রোগমুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ।

রোগের নাম: Impetigo ইমপেটিগো বাচ্চাদের একটি সাধারণ রোগ। এটি এক ধরনের ব্যাকটেরিয়াজনিত চর্মরোগ, যা staphylococcus aureus জ...
31/10/2024

রোগের নাম: Impetigo
ইমপেটিগো বাচ্চাদের একটি সাধারণ রোগ। এটি এক ধরনের ব্যাকটেরিয়াজনিত চর্মরোগ, যা staphylococcus aureus জাতীয় ব্যাকটেরিয়া আক্রমণে হয়ে থাকে।

সাধারণত এটি নাকের নিচে ও মুখমন্ডলে হয়ে থাকে। এছাড়া নিতম্ব, বাহু ও পায়েও হতে পারে। অনেক সময় এটি ত্বকের কোনো কাটাছেঁড়া থেকে বা চিকিৎসা না হওয়া দেহের কোনো ইনফেকশন অথবা খোস-পাঁচড়া, পোকামাকড়ের কামড় বা ত্বকের কোনো ফাঙ্গাল ইনফেকশনের কারণে Impetigo হতে পারে।

লক্ষণ

১. আক্রান্ত স্থানে রসপূর্ণ ফোস্কা হয়, পরে পুঁজ জমে বেশ ঘোলাটে দেখায়।

২. পরে এগুলো ফেটে হলদে বর্ণের মামড়ি পড়ে এবং চক্রাকারে অনেকটা দাদের মতো হয়।

৩. ক্ষতগুলোতে প্রায়ই চুলকানি ও জ্বালা করে এবং অনবরত চুলকানির ফলে ইনফেকশন চারদিকে ছড়িয়ে পড়ে।

চিকিৎসা

সাধারণত অ্যান্টিবায়োটিক মলম এবং মুখে খাওয়ার ওষুধ দিয়ে এ রোগের চিকিৎসা করা হয়।

20/09/2024
আলহামদুলিল্লাহ , খোকসাবাসীর জন্য সুসংবাদ । এখন থেকে প্রতি সোমবার (বিকাল ২.৩০ থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত)-"গাইনি ,প্রসূতি ও ব...
20/08/2024

আলহামদুলিল্লাহ , খোকসাবাসীর জন্য সুসংবাদ । এখন থেকে প্রতি সোমবার (বিকাল ২.৩০ থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত)-"গাইনি ,প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ" #ডা: শামীমা আক্তার # রোগী দেখবেন -বাইতুশ শেফা ডক্টরস পয়েন্ট এ। এখানে মহিলা ডাক্তার দ্বারা আল্ট্রাসনোগ্রাম ও অন্যান্য পরীক্ষা - নিরীক্ষার সু-ব্যবস্থা আছে। আন্তরিক ও মানসম্মত সেবায় আপনাদের পাশে ।"বায়তুশ শেফা ডক্টরস পয়েন্ট"

May the blessings of Eid ul-Adha and the spirit of sacrifice bring you joy, peace, and prosperity. Enjoy this special da...
17/06/2024

May the blessings of Eid ul-Adha and the spirit of sacrifice bring you joy, peace, and prosperity. Enjoy this special day with love and happiness. 🕌🐐✨

Welcome to Baitus Shefa Doctors Point At Baitus Shefa Doctors Point, we are committed to providing comprehensive and com...
26/05/2024

Welcome to Baitus Shefa Doctors Point

At Baitus Shefa Doctors Point, we are committed to providing comprehensive and compassionate healthcare services to our community. Our team of experienced doctors, and support staff work tirelessly to ensure every patient receives personalized care in a comfortable and friendly environment.

Our Services:
Doctor Chember
Pharmecy
ECG
Ultrasonography
Dermatology
Pathology

Located within our clinic,Welcome to Baitus Shefa Pathology Center offers state-of-the-art diagnostic services to support your healthcare journey. Our pathology center is equipped with the latest technology and staffed by skilled technicians who provide accurate and timely results.

Pathology Services:
Blood Tests
Urine Analysis
Biopsy and Histopathology
Microbiology
Radiology
Advanced Imaging

Why Choose Us?

Experienced and Caring Medical Professionals
Comprehensive Range of Services Under One Roof
Advanced Diagnostic Equipment
Timely and Accurate Results
Convenient Location and Hours
Patient-Centered Approach
Visit Us Today:
📍 Address: Baitus Shefa Doctors Point,Khoksa Mathpara
📞 Phone: 01316918292, 01308563117
📧 Email: baitusshifa2024@gmail.com

Stay connected with us for health tips, updates, and more!

Follow Us:
👍 Like our page for the latest news and health tips.
📅 Book your appointment online or by phone.

Your health is our priority.Welcome to Baitus Shefa Doctors Point for all your healthcare needs.

Address

Baitus Shefa Doctors Point, Khoksa Mathpara (In Front Of The Old Jailkhana)
Kushtia
7020

Alerts

Be the first to know and let us send you an email when Baitus Shefa Doctors Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Baitus Shefa Doctors Point:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram