Dr.Mushfiqur Rahman

Dr.Mushfiqur Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Mushfiqur Rahman, Medical and health, Kushtia.
(7)

মানুষকে সাহায্য করার চেষ্টা করি।

ডা. মোঃ মুশফিকুর রহমান
এম.বি.বি.এস, সি.সি.জি.পি
জেনারেল ফিজিশিয়ান
বিএমডিসি রেজি নং:১০১৫৯৩
চেম্বারঃ ফ্যামিলি কেয়ার হাসপাতাল,কুষ্টিয়া,কুমারখালী(সকাল ১০টা-দুপুর ২ টা) এবং(বিকাল ৫ টা- রাত ৮টা)

13/09/2025

গর্ভাবস্থায় বিশেষ পরিস্থিতিতে যে ঔষধ প্রয়োজন হতে পারে

প্রোজেস্টেরন (Progesterone support) → ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি বা হরমোনের ঘাটতি থাকলে।

লো-ডোজ অ্যাসপিরিন (75–150mg) → প্রি-এক্লাম্পসিয়া রিস্ক থাকলে ডাক্তার দিয়ে থাকেন।

ইনসুলিন → যদি গেস্টেশনাল ডায়াবেটিস থাকে।

অ্যান্টিবায়োটিক (নিরাপদ যেমন Amoxicillin, Azithromycin) → ইনফেকশনের প্রয়োজনে।

12/09/2025

❌ প্রেগনেন্সিতে যেসব ঔষধ এড়ানো উচিত:

কিছু অ্যান্টিবায়োটিক (টেট্রাসাইক্লিন, কুইনোলোন ইত্যাদি)

পেইন কিলার (বিশেষ করে NSAID যেমন Diclofenac, Ibuprofen – ২য়/৩য় ট্রাইমেস্টারে ঝুঁকিপূর্ণ)

হরমোনাল ওষুধ (ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া)

স্লিপিং পিল, কিছু মানসিক রোগের ওষুধ

11/09/2025

✅ গর্ভাবস্থায় সাধারণত প্রয়োজনীয় ঔষধ

১.ফলিক অ্যাসিড (Folic acid)

শুরুতেই (প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার পর থেকে) ১২ সপ্তাহ পর্যন্ত।

বাচ্চার ব্রেইন ও স্পাইনাল ডেভেলপমেন্টে অপরিহার্য।

২.আয়রন + ফলিক অ্যাসিড (Iron + Folic acid tablet)

২য় ও ৩য় ট্রাইমেস্টার থেকে শুরু হয়।

রক্তশূন্যতা প্রতিরোধ করে, মায়ের ও বাচ্চার জন্য জরুরি।

৩.ক্যালসিয়াম + ভিটামিন D

হাড় ও দাঁতের গঠন, মায়ের হাড়কে সুস্থ রাখতে দরকার।

সাধারণত ২য় ট্রাইমেস্টার থেকে শুরু হয়।

৪.মাল্টিভিটামিন (Prenatal vitamin / Multivitamin with minerals)

প্রত্যেকটি মাসই মায়েদের জন্য নতুন অভিজ্ঞতা ও যত্নের সময়।
06/09/2025

প্রত্যেকটি মাসই মায়েদের জন্য নতুন অভিজ্ঞতা ও যত্নের সময়।

05/09/2025

✨গর্ভাবস্থায় নরমাল ডেলিভারির জন্য মায়ের করণীয়✨

নরমাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে মা’কে কিছু স্বাস্থ্যকর অভ্যাস মানা খুব জরুরি—

✅ সুষম খাবার খাওয়া (শাকসবজি, ফল, প্রোটিন ও পর্যাপ্ত পানি)।
✅ হালকা ব্যায়াম ও হাঁটা নিয়মিত করা, তবে ডাক্তারের পরামর্শে।
✅ ওজন নিয়ন্ত্রণে রাখা এবং অযথা অতিরিক্ত খাবার না খাওয়া।
✅ মানসিক চাপ কমানো ও ইতিবাচক চিন্তা করা।
✅ প্রসব প্রস্তুতি ক্লাস বা শ্বাস-প্রশ্বাস ব্যায়াম শেখা।
✅ নিয়মিত চেকআপ ও ডাক্তারের নির্দেশনা মেনে চলা।

আশা করি বিষয়গুলো মেনে চললে অনেক উপকার পাবেন

31/08/2025

গর্ভাবস্থায় টিটেনাস (TT) টিকা নেওয়ার নিয়ম:

ডোজের নিয়ম (বাংলাদেশসহ WHO গাইডলাইন অনুযায়ী)

1️⃣ TT1 (প্রথম ডোজ) →

গর্ভাবস্থার প্রথম ভিজিটে (যখনই মা আসেন, যত তাড়াতাড়ি সম্ভব)।

2️⃣ TT2 (দ্বিতীয় ডোজ) →

TT1-এর কমপক্ষে ৪ সপ্তাহ পর।

👉 এই ২ ডোজ দিলে ওই গর্ভাবস্থার জন্য সুরক্ষা তৈরি হয়।

বিশেষ বিষয় (যদি আগে টিকা নিয়ে থাকেন):

যদি গত ৩ বছরে ২ ডোজ TT নিয়ে থাকেন → আবার পুরো ২ ডোজ নিতে হয় না, শুধু বুস্টার (১ ডোজ) যথেষ্ট।

যদি আগের গর্ভে ৫ ডোজ সম্পূর্ণ নিয়ে থাকেন → সাধারণত পুনরায় দেওয়ার দরকার হয় না, ১০ বছর পর্যন্ত সুরক্ষা থাকে।

29/08/2025

VIA টেস্ট হলো জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ের একটি সহজ, সাশ্রয়ী ও কার্যকরী পদ্ধতি।

⚠️ কারা করবেন?
২১–৬৫ বছর বয়সী সব বিবাহিত বা যৌনসক্রিয় মহিলার প্রতি ৩–৫ বছর পর পর এই টেস্ট করা উচিত।

আপনার কি বাবু হতে যাচ্ছে? 🍼মায়ের শরীরে ছোট্ট প্রাণের উপস্থিতি বদলে দেয় সবকিছু। এ সময় দরকার বাড়তি যত্ন, সঠিক খাবার আর নিয়...
29/08/2025

আপনার কি বাবু হতে যাচ্ছে? 🍼
মায়ের শরীরে ছোট্ট প্রাণের উপস্থিতি বদলে দেয় সবকিছু। এ সময় দরকার বাড়তি যত্ন, সঠিক খাবার আর নিয়মিত চেকআপ। নিজের ও সন্তানের সুস্থতার জন্য আজ থেকেই যত্ন নিন।

"আব্বু, তোমাকে দেখার জন্য আমি দিন গুনছি।" ❤️👶
23/08/2025

"আব্বু, তোমাকে দেখার জন্য আমি দিন গুনছি।" ❤️👶

একটা ছোট প্রাণ ভালবাসার সবচেয়ে বড় প্রমাণ ❤️
22/08/2025

একটা ছোট প্রাণ ভালবাসার সবচেয়ে বড় প্রমাণ ❤️

21/08/2025

গর্ভাবস্থায় কোন বিষয় খারাপ লাগে আর কোন বিষয় ভালো লাগে?

এখানে কয়টি বাচ্চার থলে দেখা যাচ্ছে ?
19/08/2025

এখানে কয়টি বাচ্চার থলে দেখা যাচ্ছে ?

Address

Kushtia
7000

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Mushfiqur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram