ভেষজ জীবন-Veshaj Jibon

ভেষজ জীবন-Veshaj Jibon প্রকৃতিতে আল্লাহ তাআলার অসীম কুদরত বিদ্যমান, যা আমাদের জন্য এক মহান দান।
তাই প্রাকৃতিক চিকিৎসাই সবচেয়ে নিরাপদ ও শ্রেষ্ঠ পদ্ধতি।

🌿 ডায়াবেটিসের প্রাকৃতিক সমাধান – এখন হাতের নাগালে! 🌿আপনার সুগার কি নিয়ন্ত্রণে আসছে না? ইনসুলিন বা কেমিকেল ওষুধে ক্লান্ত?...
12/07/2025

🌿 ডায়াবেটিসের প্রাকৃতিক সমাধান – এখন হাতের নাগালে! 🌿
আপনার সুগার কি নিয়ন্ত্রণে আসছে না? ইনসুলিন বা কেমিকেল ওষুধে ক্লান্ত?
চিন্তা নেই – প্রকৃতি এনে দিয়েছে এক আশ্চর্য উপহার:
🥬 ইনসুলিন প্লান্টের পাতা (Costus igneus)

✅ প্রতিদিন মাত্র ১-২টি পাতা খাওয়ার উপকারিতা:
✔ রক্তে শর্করার মাত্রা প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণে রাখে
✔ শরীরের ইনসুলিন নিঃসরণ স্বাভাবিক করে
✔ হজমশক্তি বাড়ায় ও গ্যাস্ট্রিক কমায়
✔ ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে

💚 কেন ইনসুলিন প্লান্ট বেছে নেবেন?
🟢 ১০০% প্রাকৃতিক ও কেমিকেল-মুক্ত
🟢 ঘরে বসেই সহজ ব্যবহারযোগ্য
🟢 সরাসরি বাগান থেকে টাটকা গাছ/পাতা সরবরাহ
🟢 সারা দেশে হোম ডেলিভারি

📦 এখনই অর্ডার করুন এবং সুস্থ জীবনযাত্রা শুরু করুন!
📞 ইনবক্স করুন বা ফোন করুন 01780-695354 বিস্তারিত জানতে।

✨ সুস্থ থাকুন, সুগার নিয়ন্ত্রণে রাখুন – ইনসুলিন প্লান্টের সঙ্গে!

09/06/2025
“স্ক্যাবিস (চুলকানির জীবাণু) – শরীরে নয়, ছড়ায় কাপড়, বিছানা, এবং অবহেলায়!”Scabies দূর করার ২০টি সঠিক টিপস⸻১. পুরো শরীরে S...
31/05/2025

“স্ক্যাবিস (চুলকানির জীবাণু) –
শরীরে নয়, ছড়ায় কাপড়, বিছানা, এবং অবহেলায়!”

Scabies দূর করার ২০টি সঠিক টিপস



১. পুরো শরীরে Scabicidal Cream লাগান – শুধু চুলকানির জায়গায় নয়

যেমন: Permethrin 5% বা Benzyl Benzoate – গলা থেকে পা পর্যন্ত রাতে ঘুমানোর আগে।



২. ৮–১২ ঘণ্টা পরে ক্রীম ধুয়ে ফেলুন

সকালবেলা গরম পানি দিয়ে সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।



৩. শুধু রোগী নয় – একই ঘরের সবাইকে চিকিৎসা দিন

না হলে বারবার ইনফেকশন ফিরে আসবে।



**৪. ব্যবহৃত জামা-কাপড়, চাদর, তোয়ালে ৬০°C গরম পানিতে ধুয়ে ফেলুন
কাপড় কাচার সোডা বেস্ট

জীবাণু কাপড়ে ৩–৪ দিন বেঁচে থাকে।



৫. ধোয়া না গেলে ৪–৫ দিন আলাদা ব্যাগে বন্দি করে রাখুন (Scabies mites মারা যাবে)
১০০% কাজে দিবে


৬. পোকা মরে গেলেও চুলকানি ২–৪ সপ্তাহ থাকতে পারে – ভয় পাবেন না
হতাশ হবেন না।


৭. চুলকানির জন্য Oral Antihistamine খেতে পারেন (যেমন Cetirizine, Loratadine)

ঘুমানোর আগে দিলে আরাম পাওয়া যায়।
এটা সাময়িক ভাবে ভালো কাজ দেয় ।

৮. বারবার ক্রীম লাগাবেন না – ৭ দিনের ব্যবধানে দ্বিতীয়বার লাগানো যেতে পারে



৯. নখ কেটে পরিষ্কার রাখুন – স্ক্যাবিসের ডিম সবচেয়ে বেশি থাকে নখের নিচে



১০. চোখ, মুখ, যৌনাঙ্গ – বিশেষ এলাকায় ক্রীম ব্যবহারে সতর্ক হোন বা ডাক্তারের পরামর্শ নিন



১১. গর্ভবতী ও শিশুর জন্য ভিন্ন ওষুধ ব্যবহার হয় – ডাক্তার দেখিয়েই শুরু করুন
শুধু লোশন , সাবান ই ভালো ।


১২. শরীরের Fold অংশে বেশি লাগান (আঙুলের ফাঁক, বগল, কোমর, যৌনাঙ্গ, পায়ের আঙুল)

কারণ এসব জায়গায় বেশি বাসা বাঁধে।



১৩. ভুলেও হোমিওপ্যাথি দিয়ে সময় নষ্ট করবেন না – এতে ছড়িয়ে যাবে শরীর জুড়ে
কিছুটা উপকার পেলেও ১০০% কাজ হবেনা।


১৪. ঘরের বিছানা, বালিশ, সোফা ৩ দিন রোদে দিন বা কভার পাল্টান
বারবার করুন।


১৫. পোষা প্রাণী (cat/dog) থেকে Scabies হয় না – কিন্তু কাপড়-তোয়ালেতে ছড়ায়



১৬. নিজে যাদের সাথে ঘনিষ্ঠ ছিলেন (শোয়ার সাথী), তাদের ও চিকিৎসা দিন

⸻এটা অনেকেই অবহেলা করে।

১৭. সাবান দিয়ে বারবার ধুয়ে চামড়া শুকিয়ে ফেলবেন না – এতে চুলকানি আরও বাড়ে



১৮. রোগ না কমলে বা ইনফেকশন হলে Antibiotic Cream বা Tablet লাগতে পারে
সাথে দাউদ ও থাকতে পারে ।


১৯. আগেই শুরু করলে সহজে ভালো হয় – দেরিতে চিকিৎসা মানেই পরিবারে ছড়ানো



২০. একবার চিকিৎসা শেষ হলেও ২ সপ্তাহ পরে Follow-up করা ভালো – বিশেষ করে বাচ্চা ও গর্ভবতীদের ক্ষেত্রে
অনেকেই ফলোআপ করে না ,সুস্থ ও হয়না।


Golden Line:

“Scabies মানেই গরিবি বা ঘৃণার রোগ নয় – এটা শুধু সচেতনতার অভাব।
ঠিক চিকিৎসা নিলে ৭ দিনে সারবে, অবহেলা করলে ৭ জনকে ধরিয়ে দেবে!”
বছর পার হলেও ভালো হবেনা।


“আপনি কি কখনো Scabies-এ ভুগেছেন বা পরিবারের কেউ আক্রান্ত হয়েছেন?
আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন নিচে লিখুন – এবং পোস্টটি শেয়ার করুন যেন সবাই সতর্ক হয়।”

তিন দিনের অফারআর থাকবে না এলার্জি ইনশাআল্লাহ।চোখে এলার্জি, রক্তে এলার্জি, স্ক্রিন এলার্জি চুলকানি থেকে মুক্তি পেতে আজই অ...
22/05/2025

তিন দিনের অফার

আর থাকবে না এলার্জি ইনশাআল্লাহ।
চোখে এলার্জি, রক্তে এলার্জি, স্ক্রিন এলার্জি চুলকানি থেকে মুক্তি পেতে আজই অর্ডার করুন আমাদের এই স্পেশাল এলার্জি বিনাশ সাথে 100 মিলি নিম তেল ফ্রি । অফার শেষ হয়ে গেল কিন্তু এই রেটে আর পাবেন না তাই এখনই অর্ডার করুন
অর্ডার করতে যোগাযোগ করুন
👉WhatsApp: 01780-695354
📌 #এলার্জি_প্রতিরোধ
📌 #ভেষজ_চিকিৎসা
📌
📌 #প্রাকৃতিক_সমাধান
#নিম_তেল #কাস্টমাররিভিউ #ভেষজজীবনVeshajJibon #ভেষজজীবন

19/05/2025

প্রয়োজনে whatsapp মেসেজ করুন অথবা সরাসরি কল করুন ০১৭৮০-৬৯৫৩৫৪
বিভিন্ন প্রকার তামাক দ্রব্য থেকে বিরত থাকতে হবে
এলার্জি জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে
এলার্জি যুক্ত খাবারের তালিকা হলো
হাঁসের মাংস, গরুর মাংস, কোয়েল পাখি, কাঁকড়া, চিংড়ি, লবস্টার, পারমিজান, ব্লু চিজ, ভুট্টা, তিলের তেল, পোস্তদানা, সূর্যমুখীর বীজ, কুমড়া বীজ, আইসক্রিম, জলপাই, মুলা, কলা, পেয়ারা, নারিকেল, কমলা, ডালিম, নারিকেল, কামরাঙ্গা ইত্যাদি।

অনেকের কোনও এক বিশেষ প্রকার মাছে অ্যালার্জি থাকে, আবার অনেকের স্যালমন, টুনা, ম্যাকরলে জাতীয় সামুদ্রিক মাছ খেলে অ্যালার্জি হয়।এই অ্যালার্জি খুবই কমন।

চিংড়ি, কাঁকড়া, ওয়েস্টার, শামুক জাতীয় খাবার যার শক্ত খোল রয়েছে তার থেকেই অ্যালার্জি হয় বিশ্বের প্রায় ৬০% মানুষের।অ্যালার্জি দূর করতে সাহায্য করে এমন অনেক খাবারও আছে। সেসব হলো ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবার। যেমন—কমলা, পেয়ারা, আমলকী, কুল, মাল্টা ইত্যাদি। এগুলো অ্যালার্জি নিয়ন্ত্রণ ও ক্ষত নিরাময়ে বিশেষ ভূমিকা রাখে। ,,
✅️
অবশ্যই বটিকা গুলো সঠিক নিয়ম মেনে প্রতিদিন সেবন করবেন🔚
আল্লাহ আপনাদের সবাইকে ভাল রাখুক সুস্থ রাখুক
প্রয়োজনে whatsapp এ যোগাযোগ করুন ০১৭৮০-৬৯৫৩৫৪
ভেষজ জীবন-Veshaj Jibon পেজের সাথেই থাকুন

শরীরের যেকোন চর্মরোগ এলার্জি চুলকানি ভালো করতে হাতিশুড় গাছের পাতার সাথে একটা কাঁচা হলুদ দিয়ে ভেটে রস করে সেই রস চুলকান...
15/05/2025

শরীরের যেকোন চর্মরোগ এলার্জি চুলকানি ভালো করতে হাতিশুড় গাছের পাতার সাথে একটা কাঁচা হলুদ দিয়ে ভেটে রস করে সেই রস চুলকানি জায়গার লাগালে নিয়ম করে ৭ দিন তাহলে সকল প্রকার এলার্জি চুলকানি চর্ম রোগ ভালো হয়।
#ভেষজজীবনveshajjibon #হাতিশুড়

✅অ্যালার্জি সমস্যার প্রাকৃতিক সমাধান হল নিম পাতা। প্রতিদিন কয়েকটি নিম পাতা পানিতে ফুটিয়ে নিন ঠান্ডা হলে সেই পানিতে গোসল ...
15/05/2025

✅অ্যালার্জি সমস্যার প্রাকৃতিক সমাধান হল নিম পাতা। প্রতিদিন কয়েকটি নিম পাতা পানিতে ফুটিয়ে নিন ঠান্ডা হলে সেই পানিতে গোসল করলে দ্রুত সমাধান পাবেন। এছাড়া কাঁচা হলুদের সাথে নিম পাতা বেটে আক্রান্ত স্থানে লাগালে দ্রুত উপশম হয়।
✅ নিম পাতায় মুখের জীবাণু ধ্বংস হয়। সেই সাথে মাড়ির ব্যথা কমে যায়। এর কান্ড দিয়ে বানানো মেসওয়াক দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁতের ক্ষয়রোধ হয়।
✅ জ্বর, সর্দিকাশি হলে এই নিম পাতা ব্যবহারে সহজে এ সকল সংক্রমণ থেকে সুস্থ থাকবেন।
✅ নিম পাতায় চোখের চুলকানি ও অস্বস্তি দূর হয়।
✅ মাথার চুলে উকুন দূর করতে নিম পাতা খুবই কার্যকরী। এছাড়া চুলের গোড়া মজবুত হয় ও চুল পড়া বন্ধ হয় সেই সাথে চুলের উজ্জ্বলতা বাড়ে।
সতর্কতাঃ
নিম পাতা অতিরিক্ত ব্যবহার করা উচিত না। শিশুদের জন্য ও গর্ভবতী মহিলারা নিম পাতা ব্যবহার হতে বিরত থাকবেন। #ভেষজজীবনVeshajJibon

এলার্জি থেকে চির মুক্তির জন্য স্পেশাল এলার্জি বিনাশ সেবন করুন।
15/05/2025

এলার্জি থেকে চির মুক্তির জন্য
স্পেশাল এলার্জি বিনাশ সেবন করুন।

14/05/2025

প্রতিদিনের এলার্জির যন্ত্রণা থেকে মুক্তি চান? আজই সেবন করুন আমাদের এই স্পেশাল এলার্জি বিনাশ বটিকা

“আপনার এলার্জির সমস্যা শুধুমাত্র আপনাকেই নয়,
আপনার পরিবারকেও প্রভাবিত করছে।

আমাদের ‘স্পেশাল এলার্জি বিনাশ ’সম্পূর্ণ প্রাকৃতিক ১৭-২০ প্রকার ভেষজ উপাদান দ্বারা, যা আপনার রক্তে মিশে থাকা দাউদ চর্মরোগ সহ যাবতীয় চুলকানি এলার্জি দূর করবে ইনশাআল্লাহ ।

তাই নতুন পুরাতন সকল ধরনের এলার্জি থেকে বাঁচতে এখনই অডার করুন অথবা বিস্তারিত জানতে কল করুন

হোয়াটস্যাপ নাম্বার : 01780-695354

05/05/2025

✅ রায়ডাঙ্গা কয়া , কুমারখালী, কুষ্টিয়া
রায়ডাঙ্গা পশ্চিমপাড়া ওয়াক্ত মসজিদ সংলগ্ন আমাদের আয়ুর্বেদিক দোকান
🌿 এখানে মোটামুটি সব ধরনের আয়ুর্বেদিক ও ভেষজ পণ্য পাওয়া যায়
💊 এলার্জি, বাতব্যথা, পেটের গ্যাস, চুল পড়া, যৌন দুর্বলতা – সব সমস্যার সমাধান
🍯 প্রতিটি পণ্য বিশুদ্ধ ও পরীক্ষিত, সাশ্রয়ী দামে পাওয়া যায়
📦 অর্ডার করলে আমরা সুন্দর প্যাকেজিং করে আপনার ঠিকানায় পাঠাই
📲 অর্ডার করতে এখনই ফোন দিন: 01780695354
💬 অথবা WhatsApp বাটনে ক্লিক করে সহজেই অর্ডার কনফার্ম করুন
🍀 প্রাকৃতিক (ন্যাচারাল) পণ্য সেবন করুন, সুস্থ থাকুন, আল্লাহ সুস্থ রাখবে আপনার পরিবার কে
🌟 আপনার আস্থার ঠিকানা, বিশ্বাসের সাথে সেবা – ভেষজ জীবন
🙏 আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছি – ধন্যবাদ সবাইকে! #ভেষজজীবন
#আয়ুর্বেদিক
#ভেষজপণ্য
#প্রাকৃতিকচিকিৎসা
#সুস্থজীবন
#এলার্জিবিনাশ
#বাতব্যথারসমাধান
#ভেষজওষুধ
#ন্যাচারালপণ্য

02/05/2025

এলার্জি নিরাময় প্রাকৃতিক সমাধান যাদের লাগবে হোয়াটসঅ্যাপে নক দেন অথবা কল করে অর্ডার কনফার্ম করতে পারেন whatsapp 01780-695354

👉আমাদের সম্মানিত কাস্টমার রিভিউ ❤️
01/05/2025

👉আমাদের সম্মানিত কাস্টমার রিভিউ ❤️

Address

Kushtia, Dhaka
Kushtia
7010

Alerts

Be the first to know and let us send you an email when ভেষজ জীবন-Veshaj Jibon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram