Emergency blood manage team Lakshmipur

Emergency blood manage team Lakshmipur Engaged in emergency work

09/07/2022

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

09/07/2022

প্রবাসে অবস্থানরত সকল রেমিট্যান্স যোদ্ধাদের জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা,
"ঈদ মোবারক"

13/06/2022

আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদেরসহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের উদ্দেশ্য। প্রতি ২ সেকেন্ডে বিশ্বে এক ব্যাগ রক্তের প্রয়োজন হয়। রক্তদানে কোনো সমস্যা হয় না। আপনার দেয়া এক ব্যাগ রক্ত হয়তো হতে পারে কারও জীবন রক্ষার কারণ।
“রক্ত দিন, জীবন বাঁচান, এ কথাটি তো আমরা সবাই শুনেছি, কিন্তু রক্ত দিলে কি শুধু যিনি রক্ত নেন, তাই উপকার হয়? আসলে রক্তদাতাও রক্তদানের মাধ্যমে নানাভাবে উপকৃত হন। একজন সুস্থ লোক প্রতি চারমাস পরপর রক্ত দান করতে পারেন। মানুষের শরীররে রক্ত উপাদান গুলি প্রতি চার মাস পর এমনিতেই নষ্ট হয়ে নতুন রক্ত উৎপাদিত হয়।
• রক্তদানের সময় সাধারণত ২৫০ থেকে ৪০০ মিলিলিটার রক্ত দান করা হয়, যা শরীরে থাকা মোট রক্তের মাত্র ১০ ভাগের এক ভাগ। রক্তের মূল উপাদান পানি, যা ২৪ ঘণ্টার মধ্যেই পূরণ হয়।
• নিয়মিত রক্ত দিলে ক্যান্সারের ঝুঁকি কমে। বিশেষ করে ফুসফুস, লিভার, কোলন, পাকস্থলী ও গলার ক্যান্সারের ঝুঁকি কমে।
• বছরে তিনবার রক্তদান শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলে ও নতুন কণিকা তৈরির হার বাড়ায়।
• নিয়মিত রক্তদানকারীর হার্ট ও লিভার ভালো থাকে।
• রক্তের অতিরিক্ত লৌহের পরিমাণ কমিয়ে কোলস্টেরলের উপস্থিতি কমাতে সাহায্য করে।
• ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

শুভেচ্ছান্তেঃ- Emergency blood manage team Lakshmipur

02/05/2022

আসসালামু আলাইকুম!!

ঈদ মুবারাক 🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

দেশে বিদেশে অবস্থানরত, Emergency blood manage team Lakshmipur পরবিবারে পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ঈদ হোক কল্যাণময় বরকতময়।

04/10/2021

ইমারজেন্সী!!! 😥
একজন গর্ভবতী মায়ের জন্য এক ব্যাগ এবি ন্যাগেটিভ (AB-)রক্তের প্রয়োজন!!
পেটে বাচ্ছা মারা গেছে।
নোভা ট্রোমা হসপিটাল লক্ষ্মীপুর ০১৭৭১১১৫৯৩২

আলহামদুলিল্লাহ!! রাত ১২টা ইমারজেন্সী টিম অসহায় মানুষের পাশে।আল্লাহ কবুল করুন আমিন।
03/10/2021

আলহামদুলিল্লাহ!!
রাত ১২টা ইমারজেন্সী টিম অসহায় মানুষের পাশে।
আল্লাহ কবুল করুন আমিন।

একটি  হারানো বিজ্ঞপ্তি 🗣️🗣️প্লিজ আমরা সবাই অন্তত শেয়ার করে সাহায্যের হাত বাড়িয়ে দি🙏🙏🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏আমার দাদা হাজ...
26/09/2021

একটি হারানো বিজ্ঞপ্তি 🗣️🗣️

প্লিজ আমরা সবাই অন্তত শেয়ার করে সাহায্যের হাত বাড়িয়ে দি🙏🙏🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

আমার দাদা হাজী মো.ছানা উল্লাহ বয়স ৭৫
ব্রেইন স্ট্রোক করে মেমোরি লস
চিকিৎসাধীন অবস্থায়, ঢাকা ইবনে সিনা হসপিটাল ঝিগাতলা শাখা থেকে বিকাল ৫ টায় কাউকে কিছু না বলে বের হয়ে যায়।
এখনো কোনো খোঁজ পাওয়া যায় নি 😭😭😭
01718800912। গ্রাম : রাখালিয়া
01835651445। থানা রায়পুর /জেলা : লক্ষীপুর

26/09/2021
Emergency Blood Manage Team Lakshmipur (EBMTL) রাত ২.৩০মিনিট,মুমূর্ষু রুগীর পাশে❤️❤️আল্লাহ কবুল করুন।
06/05/2021

Emergency Blood Manage Team Lakshmipur (EBMTL)
রাত ২.৩০মিনিট,মুমূর্ষু রুগীর পাশে❤️❤️
আল্লাহ কবুল করুন।

ইমারজেন্সি টিম লক্ষ্মীপুর।
17/04/2021

ইমারজেন্সি টিম লক্ষ্মীপুর।

আলহামদুলিল্লাহ, রাত ১০টা ইমারজেন্সী টিম,মুমূর্ষ রুগীর পাশে।
11/04/2021

আলহামদুলিল্লাহ, রাত ১০টা ইমারজেন্সী টিম,মুমূর্ষ রুগীর পাশে।

ভালোবাসার রঙিন টানে বাজবে জিবন রক্ত দানে ❤️রাত ১১টায় অসহায় রুগীর পাশে।Emergency blood manage team Lakshmipur,
27/03/2021

ভালোবাসার রঙিন টানে
বাজবে জিবন রক্ত দানে ❤️
রাত ১১টায় অসহায় রুগীর পাশে।

Emergency blood manage team Lakshmipur,

Address

Laksham

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emergency blood manage team Lakshmipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share