Tafheem Medical Service

Tafheem Medical Service I want to do something for myself and be good to everyone.I want to build a poverty free world with

বি'চা'রক হয়েও কাঠ গড়ায় দাঁড়াতে হয় ..!!  আর সেই দিন তো আল্লাহর আদালতে বিচারের কা'ঠগ'ড়ায় আমাদের সকলকে দাঁড়াতে হবে..!! কী প...
24/08/2024

বি'চা'রক হয়েও কাঠ গড়ায় দাঁড়াতে হয় ..!!
আর সেই দিন তো আল্লাহর আদালতে বিচারের কা'ঠগ'ড়ায় আমাদের সকলকে দাঁড়াতে হবে..!! কী পুঁজি আছে আমাদের...?

"আল্লাহ কি বি'চা'রকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন".?

24/08/2024

❝আপনারা হয়তো শুনে থাকবেন আমরা রিলিফ দিতে এসেছি, না আমরা রিলিফ দিতে আসেনি। আপনারা যদি আমাদের ভাই ও বোন হন, তাহলে আপনাদের বাড়িতে বেড়াতে এসেছি, আসার সময় হাতে করে কিছু হাদিয়া নিয়ে এসেছি❞....!!💗🌸
------আমীরে জামায়াত।

18/07/2024

যাদের ওয়াই-ফাই কানেকশন নেই তারা পুরো অন্ধকারে আছে। এজন্য এই জাতীয় দূর্যোগের সময় আমরা অন্তত ওয়াইফাই কানেকশন ওপেন করে দিয়ে গণমানুষের কাছে নিউজ পৌঁছাতে সহযোগিতা করি,
আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুন,আন্দোলন সফল করুন আর যারা শহিদ হয়েছে তাদের কে কবুল করুন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কুমিল্লার বুড়িচং- বি,পাড়ার ...
18/07/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কুমিল্লার বুড়িচং- বি,পাড়ার কৃতি সন্তান প্রিয় ভাই Dr. Mobarak Hossain এর সম্মানিত বাবা কিছুক্ষন আগে ইন্তেকাল করেছেন।

আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে ক্ষমা করে দিন।জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন।শোকাহত পরিবারকে সবরে জামিল করার তাওফিক দিন।

10/06/2024
29/05/2024

হে আল্লাহ! আমি তোমার প্রিয়তমের মতো নামাজ পড়তে পারি না, তা নিজেও জানি। আরও জানি, তোমার প্রিয়তম বান্দা দাউদের মতো আমি রোজা রাখতে পারি না।

হে আল্লাহ, আমি তো আইয়ুবের মতো সবর করতে পারি না। তাসবিহ পড়তে পারি না ইউনুসের মতো। ইয়াহইয়ার মতো কিতাব আঁকড়ে ধরতে পারি না। ইউসুফের মতো পারি না দৃষ্টি অবনত রাখতে; আমি তাঁর মতো শত্রুদের বলতেও পারি না-যাও, তোমরা স্বাধীন; আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

তবে হে প্রভু! শুধু একটা কথা সত্য। তাঁদের মতো আমিও কিন্তু তোমাকে ভালোবাসি। তোমাকে পেতে চাই। অতএব, তুমি আমাকে তোমার করে নাও। আর তুমি হয়ে যাও আমার।

কুরআনের চিঠি বই থেকে...
Copied

মসজিদের জায়গায় মন্দির বানানোর সাক্ষী হলাম। ৩০ বছরের ব্যবধানে ওরা স্বপ্ন পূরন করলো আর আমরা স্বপ্ন আর ইতিহাস দুটোই ভুলে গে...
22/01/2024

মসজিদের জায়গায় মন্দির বানানোর সাক্ষী হলাম। ৩০ বছরের ব্যবধানে ওরা স্বপ্ন পূরন করলো আর আমরা স্বপ্ন আর ইতিহাস দুটোই ভুলে গেলাম!!!

ইব্রাহিম কিসকো,ফি*লি**স্তি*নের গা-যার বাসিন্দা।ঢাকা মেডিকেলের ৭৮ ব্যাচের স্টুডেন্ট।প্রায় দুই বছর আগে যখন ও ডিএমসিতে এসেছ...
25/11/2023

ইব্রাহিম কিসকো,ফি*লি**স্তি*নের গা-যার বাসিন্দা।ঢাকা মেডিকেলের ৭৮ ব্যাচের স্টুডেন্ট।প্রায় দুই বছর আগে যখন ও ডিএমসিতে এসেছিল তখন আমার পাকিস্তানি ব্যাচমেট মোহাম্মদ আমির আমাকে নক দিয়েছিল ওর ব্যাপারে।কারন ইব্রাহিম ইংরেজি পারতো না তখন,শুধু আরবিতে কথা বলতো।আমির শুনেছে আমি আরবি শিখছি তো আমি কমিউনিকেশনে হেল্প করতে পারবো কি না!

যাই হোক তখন ব্যস্ততার কারনে আর ইব্রাহিমের সাথে যোগাযোগ করা হয়ে ওঠে নি।

রিসেন্টলি ওর একটা ভিডিও মে বি অনেকেই দেখেছেন যে এইবারে বোম্বিং শুরুর পর ওর ফেমিলির সাথে প্রায় ৭ দিনের মতো যোগাযোগ করতে পারে নাই।বেচে আছেন কি শাহাদাহ বরন করেছেন ততটুকু আপডেটও তার কাছে ছিলো না!

নির্ঘুম,দুশ্চিন্তার কয়েক শত ঘন্টা পরে ইব্রাহিম জানতে পেরেছে তার পরিবার বেচে আছে তবে তাদের বাড়ি বোমা মেরে গুড়িয়ে দেয়া হয়েছে।

ইব্রাহিমের বংশের নাম কিসকো।এই পর্যন্ত ইব্রাহিমের বংশের প্রায় ৭৬ জন সদস্য শাহাদাত বরন করেছেন।ইব্রাহিমের বয়স মাত্র ২১/২২ এর মত অথচ যে অলরেডি ৪ টা যুদ্ধে এটেন্ড করেছে।ও গল্পে গল্পে বলতেছিলো

"আমরা যুদ্ধের দিনগুলোতে রাতে এই প্রিপায়েরেশন নিয়েই থাকতাম যে পরবর্তী ভোর আমার অন্য জগতে হতে পারে"।

ও যখন শুরুতে এখানে এসেছিল ও আমাদের খাদ্যাভ্যাস জেনে অবাক হয়েছিল যে আমরা তিনবেলা পেটপুরে খাই।অথচ ও গা-জ্জায় একবেলা/দুই বেলা খেয়েই সবাইকে খুশি থাকতে দেখেছে।

আমাদের আড্ডায় পাকিস্তানি হাম্মাদও উপস্থিত ছিলো।হাম্মাদ ওর গল্প শুনতেছিলো আর মাঝে মাঝেই বলে উঠতেছিলো

" তাদের(ইব্রাহিমদের) যে দিকটা আমাকে অবাক করে তা হলো তাদের ধৈর্য্য।এটা তারা কিভাবে অর্জন করেছে আর কিভাবে ধরে রাখতেছে তা বিস্ময় লাগে।"

এটা আমারও বিস্ময় লাগে।ফি*লিস্তিন,সিরিয়া,ইয়েমেনে.....যারা বেচে আছেন এটাকে কি আদোও জীবন বলে??বোমার শব্দে ঘুম ভেঙে পরিবারে কাউকে মৃত দেখা,একবেলা খাবার পানির জন্য আকাশের পানে তাকিয়ে থাকা,শীত কিংবা গরম তাবুই শেষ ভরসা....দূর্দশার গল্পের শেষ নেই।

ইব্রাহিম হাসি মুখেই বললো,

"আল্লাহ শামের জন্য সেরকম মানুষই হয়তো পাঠিয়েছেন যাদের বিশ্বাস এত স্ট্রং থাকবে যে পৃথিবীর সবচেয়ে কষ্ট ও কাঠিন্যের জীবন পেয়েও তারা আল্লাহর কাছে সবচেয়ে শোকরকারী মানুষ হবেন"।

আমি টপিক চেঞ্জ করে ইব্রাহিমকে ক্যারিয়ার নিয়ে কিছু প্রশ্ন শুরু করলাম।ইব্রাহিম বললো,,

"ব্রাদার,আমরা আগে(যুদ্ধের দিনে) এটা জানতাম না আগামীকাল পৃথিবীতে থাকবো কি না।আর এখন এটা কিভাবে ভাবি আগামী ৩/৪ বছর পরে আমি কোথায় কি করবো!হ্যা,কিছু পরিকল্পনা তো আছে।কিন্তু আমাদের জীবন তো অনেক বেশী আন-প্রেডিক্টেবল।আল্লাহ আমাদের জন্য যেভাবে যেখানে যা রাখছেন তাতেই সন্তুষ্ট'।

ওর কথায় আমি বুঝলাম ওরা এমন এক জাতি যাদেরকে আল্লাহ জীবনের স্বাদ দিয়েছেন সবচেয়ে কষ্টের মধ্যেও।

ইব্রাহিম উঠতে উঠতে বললো,

"I firmly believe that one day we will live one of the most peaceful,satisfying,heavenly life on earth"

"When i see their videos how they become grateful to Allah it seems like they are already living the heavenly life",I added.

From Sabbir Hossain Sagor

17/10/2023

সমগ্র উম্মতকে নিচের দোয়াটি পড়ার জন্য অনুরোধ করা হলো। আমরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি দুআ 10 মিলিয়ন বার সম্মিলিতভাবে পড়ার লক্ষ্য রাখছি।
حَسْبُنَا اللَّهُ وَ نِعْمَ الْوَ كِيلُ
اَللّٰهُمَّ إنَّا نَجْعَلُكَ فِيْ نُحُوْرِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
শত্রুর পরিকল্পনা আছে এবং আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।
জাযাকাল্লাহ!

18/09/2023

Dr. Md. Sofiqur Rahman Sir (Assistant Professor, Urology)
is admitted to United Hospital due to heart attack. I pray to Almighty Allah to cure him. Prayers to all, may Allah grant him a good life with Sound health.
Amin.

22/08/2023

أَذْهِبِ الْبَأْسَ، رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا.

আযহিবিল বা'স, রাব্বা ন্নাস, ওয়াশফি আন্তাশ-শাফি, লা-শিফা-আ ইল্লা- শিফা-উকা। শিফা-আন লা-ইউগা-দিরু সাক্বামা

হে মানুষের প্রতিপালক! তুমি রোগ দূর করে দাও এবং আরোগ্য দান কর। তুমিই তো আরোগ্যদানকারী, তোমার আরোগ্য ভিন্ন আর কোন আরোগ্য নেই, এমন আরোগ্য দাও, যারপর কোন রোগ থাকে না।

বুখারী : ৫৬৭৫

14/08/2023

***********বাস্তবতা বুঝতে হবে***********
আল্লামা সাঈদী (রাহ) এর জানাযা পড়ার জন্যই সবাই গিয়েছিলাম। রাত তিনটা পর্যন্ত থেকে অবস্থা যা অনুভব করলাম , কোনভাবেই তারা ঢাকায় জানাযা করতে দেবেনা। যদি তাদের সিদ্ধান্ত না মানেন ,তাহলে তারা লাশ নিজেরাই নিয়ে যাবে। পরিবার কেও দেবেনা। সকাল পর্যন্ত অপেক্ষা ও করবে না। আগামীকাল যেহেতু জাতীয় শোকদিবস। সেটা ও মাথায় রাখার বিষয়।
আপনাদের নেতারা ঢাকায় জানার সিদ্ধান্তে অটল থাকলে অস্রধারীদের সাথে নিরস্ত্র জনতার লড়াই হতো। ফলাফল কি হতো বলে মনে হয় ? সাঈদী তো আর ফিরে আসবে না।ভাইয়েরা রক্তাক্ত হবে লাশ পড়বে। সেই সিদ্ধান্ত নিলে কি ঠিক হতো? বুঝতে পারছি না।
ঢাকায় জানাযার জন্য আপনাদের সবার আবেগের সাথে একমত কিন্তু দায়িত্বশীলের জাগায় আপনি থাকলে কি করতেন জানিনা।জালেমের জুলুম কতভয়ানক তা জাতি আরেকবার দেখলো। শেষ বিদায়ের আগে এখন যেন হুজুরের স্ত্রী সন্তান আপনজনেরা ভালোভাবে তাঁকে দেখার সুযোগ পায় আর পিরোজপুরে একটা বিশাল জানাযা হয় মানতে কষ্ট হলে ও এটার উপর সন্তুষ্ট থাকা ছাড়া কোন উপায় নেই। ভিতরের অবস্থা যারা জানে বুঝে উপলব্ধি করে , তারা বিবেক বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়ে থাকেন। সবর করুন দোয়া করুন ,অপেক্ষা করুন।
Copy

Address

Lakshmipur

Telephone

+8801728735845

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tafheem Medical Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tafheem Medical Service:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram