25/07/2025
বর্তমানে জ্বরের সিজন চলছে। হঠাৎ বাচ্চাদের জ্বরজনিত খিচুনি (Febrile Seizure) হলে বাসায় করণীয় বিষয়গুলো নিচে দেওয়া হলো —
✅ খিচুনি শুরু হলে প্রথম করণীয়:
🍀 ঘাবড়াবেন না — বেশিরভাগ জ্বরজনিত খিচুনি নিজে থেকেই ২–৫ মিনিটের মধ্যে থেমে যায়।
🍀 বাচ্চাকে পাশে কাত করে শুইয়ে দিন — যেন মুখে লালা বা বমি গেলে শ্বাসনালীতে না আটকে যায়।
🍀 মেঝেতে বা বিছানায় রাখুন — নিরাপদ জায়গায় রাখুন, যেন পড়ে গিয়ে আঘাত না পায়।
🍀 কিছু মুখে দেবেন না — পানি, খাবার, বা ওষুধ খিচুনি চলাকালে মুখে কিছু দেওয়া বিপজ্জনক, শ্বাস আটকে যেতে পারে।
🍀 শীতলতা দিন — শরীরের কাপড় হালকা করে দিন, গরম জ্বর কমাতে কুসুম গরম পানি দিয়ে মুছে দিন।
🍀 Easium 10mg সাপোজিটরি পায়ুপথে দিয়ে দিবেন (ডোজ কমেন্টে) এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন। সবাই 1 টা Easium সাপোজিটরি বাসায় ফ্রিজে রেখে দিবেন। কার কখন বিপদ আসবে বলা যায় না। মির্জাপুরে মসজিদ মার্কেটে এটা পাওয়া যায়।
⛔খারাপ লক্ষণ :
🍀 খিচুনি ৫ মিনিটের বেশি সময় ধরে চললে
🍀 ২৪ ঘন্টায় ২ বার খিচুনি হলে
🍀 বাচ্চা খিচুনির পরও ৩০ মিনিটের বেশি সময় অজ্ঞান থাকলে
🍀 প্রথমবার খিচুনি হলে
🍀 বাচ্চার মাথায় আঘাত, ঘাড় শক্ত হয়ে যাওয়া, বা শরীরের এক পাশে দুর্বলতা দেখা দিলে
🍀 সেবা নিন সুস্থ থাকুন। পেজে ফলো দিয়ে সাথে থাকুন এবং পোস্ট শেয়ার করে দিন।
© ডাঃ মেহেদী হাসান