Medilife Diagnostic Center

Medilife Diagnostic Center We provide quality and affordable diagnostic services

25/07/2025

বর্তমানে জ্বরের সিজন চলছে। হঠাৎ বাচ্চাদের জ্বরজনিত খিচুনি (Febrile Seizure) হলে বাসায় করণীয় বিষয়গুলো নিচে দেওয়া হলো —

✅ খিচুনি শুরু হলে প্রথম করণীয়:

🍀 ঘাবড়াবেন না — বেশিরভাগ জ্বরজনিত খিচুনি নিজে থেকেই ২–৫ মিনিটের মধ্যে থেমে যায়।

🍀 বাচ্চাকে পাশে কাত করে শুইয়ে দিন — যেন মুখে লালা বা বমি গেলে শ্বাসনালীতে না আটকে যায়।

🍀 মেঝেতে বা বিছানায় রাখুন — নিরাপদ জায়গায় রাখুন, যেন পড়ে গিয়ে আঘাত না পায়।

🍀 কিছু মুখে দেবেন না — পানি, খাবার, বা ওষুধ খিচুনি চলাকালে মুখে কিছু দেওয়া বিপজ্জনক, শ্বাস আটকে যেতে পারে।

🍀 শীতলতা দিন — শরীরের কাপড় হালকা করে দিন, গরম জ্বর কমাতে কুসুম গরম পানি দিয়ে মুছে দিন।

🍀 Easium 10mg সাপোজিটরি পায়ুপথে দিয়ে দিবেন (ডোজ কমেন্টে) এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন। সবাই 1 টা Easium সাপোজিটরি বাসায় ফ্রিজে রেখে দিবেন। কার কখন বিপদ আসবে বলা যায় না। মির্জাপুরে মসজিদ মার্কেটে এটা পাওয়া যায়।

⛔খারাপ লক্ষণ :

🍀 খিচুনি ৫ মিনিটের বেশি সময় ধরে চললে

🍀 ২৪ ঘন্টায় ২ বার খিচুনি হলে

🍀 বাচ্চা খিচুনির পরও ৩০ মিনিটের বেশি সময় অজ্ঞান থাকলে

🍀 প্রথমবার খিচুনি হলে

🍀 বাচ্চার মাথায় আঘাত, ঘাড় শক্ত হয়ে যাওয়া, বা শরীরের এক পাশে দুর্বলতা দেখা দিলে

🍀 সেবা নিন সুস্থ থাকুন। পেজে ফলো দিয়ে সাথে থাকুন এবং পোস্ট শেয়ার করে দিন।

© ডাঃ মেহেদী হাসান

22/07/2025
ডাঃ রফিকুল আলম মেহেদি স্যারের বাবা আজ রাত ১০টায় (১১.০৪.২৫) ঢাকা হার্ট ফাউন্ডেশনে মৃত্যু বরণ করেন।ইন্না-লিল্লাহি ওয়াইন্না...
11/04/2025

ডাঃ রফিকুল আলম মেহেদি স্যারের বাবা আজ রাত ১০টায় (১১.০৪.২৫) ঢাকা হার্ট ফাউন্ডেশনে মৃত্যু বরণ করেন।
ইন্না-লিল্লাহি ওয়াইন্না-ইলাহি রজিউন।

আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

Alhamdulillah ❤️Many many congratulations Dr. Shabmahar Amy for passing FCPS part-1 in Gynae & Obs.
06/01/2025

Alhamdulillah ❤️
Many many congratulations Dr. Shabmahar Amy for passing FCPS part-1 in Gynae & Obs.

স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন  এবং অবশ্যই ঔষধ মনে করুন।  আজকে সোনাগাজীতে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম ল...
28/04/2024

স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন।
আজকে সোনাগাজীতে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম লবণ পেয়েছি ১৬০ (স্বাভাবিক হল ১৩৫ -১৪৫ )। তার ইতিহাস থেকে জানলাম পড়শু দিন গরম বেশি লাগায় সে ৩ টি স্যালাইন একসাথে মিশিয়ে এক গ্লাসে খেয়েছে। এরপর থেকে তার অস্থিরতা , মাংস ব্যথা ,মাথা ঘুরানো এবং তীব্র বমি ভাব হচ্ছে।
জটিলতায় চরম পর্যায়ে ব্রেইন কোমায় যেতে পারে , অতঃপর মৃত্যু । মৃত্যুর কারণ কেউ জানবেনা , বলবে কিভাবে কিভাবে যেন মরে গেল!!!!

কি করতে হবে ?
স্যালাইন খেতে হলে অবশ্যই ৫০০ মিলি পানিতে একটি স্যালাইন মিশিয়ে খেতে হবে।
© -ডাঃ তানভীর মাহমুদ তৌহিদ

Address

Lakshmipur
3700

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when Medilife Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram