BD Young Fighters

BD Young Fighters Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BD Young Fighters, Blood bank, Ramgonj, Lakshmipur.

আমার একটু শ্রম💪🏻👷🏻আর প্রয়োজনে কয়েকশত গ্রাম রক্ত 🩸🩸দানে
যদি বেঁচে যায় ❤️‍🩹
-অসহায় 🧑🏻‍🦽বিপদগ্রস্ত ব্যক্তি এবং মুমূর্ষ রোগীর প্রাণ,
তাহলে আমি
কেন করবোনা স্বেচ্ছাশ্রম এবং রক্তদান?

সরকারিভাবে ফ্রিতে বিভিন্ন কর্মক্ষেত্রে টেকনিক্যাল প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দয়া করে তথ্যটি আপনার ভাই, বন্ধুর সাথে শেয়ার ...
24/11/2024

সরকারিভাবে ফ্রিতে বিভিন্ন কর্মক্ষেত্রে টেকনিক্যাল প্রশিক্ষণ নেওয়ার সুযোগ
দয়া করে তথ্যটি আপনার ভাই, বন্ধুর সাথে শেয়ার করবেন।

12/09/2024

সিফাতের কাহিনী পড়ে যারা বলতেসেন- জীবনে বন্ধু না থাকাই শ্রেয়! তারা সম্ভবত কয়েকদিন আগের আন্দোলনের কাহিনী ভুলে গেছেন। যে আন্দোলনে এক বন্ধু মা' রা গেছে বলে আর কেউ বোর্ড পরীক্ষায় বসেনি। একজনের জন্য হাজারজন রাস্তায় নেমে গিয়েছিলো৷ এটা জাস্ট কয়েকদিন আগের বলে উদাহরণটা নেয়া৷ এমন আরো কোটি কোটি উদাহরণ আছে বন্ধুত্বের।
এই বন্ধুত্ব মানেই সুন্দর একটা জিনিস। যদি আপনি বুঝতে পারেন কে বন্ধু আর কে বন্ধু নামক শত্রু তাহলে আরো ইজি৷ কোন ফ্রেন্ডের সাথে মিশতে হবে,কার সাথে ঘুরতে যেতে হবে কিংবা কার সাথে জীবনের বড় ঘটনা শেয়ার করতে হবে তা বুঝতে হবে৷ আপনার যার সাথে টার্ম ভালো না,তার সাথে যখন নিজের বন্ধুদের দেখবেন এক টেবিলে বসে আড্ডা দিচ্ছে বা কোথাও যাচ্ছে! যত ভালো ফ্রেন্ডই হোক সেগুলাকে বয় কট করা উচিত৷ নয়তো কখন জীবনে কি হয় আর কার দ্বারা হয় তা বুঝা মুশকিল। যে বন্ধু আপনার শত্রুর সাথে এক টেবিলে বসে কফি খেতে পারে, কিংবা ঘুরতে যেতে পারে সে আর যাউ হোক প্রকৃত বন্ধু না!
তাই জীবনে বন্ধু না থাকাই শ্রেয় এটা না বলে, এমন মুখোশধারী বন্ধুদের থেকে দূরে থাকা উচিত❤️

30/08/2024

ভাই সবাই তার কৃতকর্মের ফল ভোগ করবে এটা সবাই জানে। আপনি যদি ওই দিকে খেয়াল না দিয়ে ছাত্রদের উপর রাজনৈতিক প্রভাব খাটান। তাহলে ছাত্ররা দিন শেষে আপনার উপর ক্ষিপ্ত হবে এটা স্বাভাবিক। এখন কথা হচ্ছে একজন ভালো মানুষকে এখানে ছাত্ররা এরকম হয়রানি করবে। নিশ্চয়ই তিনি তার কৃতকর্মের ফল ভোগ করছেন।
শিক্ষক যদি নিজেকে দলীয় কর্মীর পরিচয় না দিয়ে শিক্ষক হিসেবে নিজেকে পরিচয় দিতেন, তাহলে আজকের এই দুর্দশা হয়ত জাতি দেখত না 😶

24/08/2024

আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালের জনসংখ্যার প্রায় ৮২ শতাংশ হিন্দু। বাংলাদেশ কি নেপালকে ঘৃণা করে?
অর্থাৎ ভারত বিদ্বেষী মানে হিন্দু বিদ্বেষী নয়।

21/08/2024

Friendliest এর অনেকে দেখলাম ডিফেন্ড করছেন ভারতকে,ভারত না খুলে দিলে বাঁধ তারাই ডুবতো।

এ বিষয়ে নিজের একটা মতামত শেয়ার করলাম।

প্রথম কথা,উজানে বাঁধ দেওয়াটাই প্রকৃতির সাথে একধরনের বিরোধিতা।
দ্বিতীয়ত,এই বাঁধ দেওয়ার ফলে আমাদের নদী গুলো মরে গেছে, নাব্যতা নাই, চর পড়ে গেছে। ফলে যখন এসকল বাঁধ হঠাৎ খুলে দেওয়া হয় তখন ভাটির অঞ্চল হিসেবে আমরা ডুবে যাই।

সোজা কথায় এটা একধরনের প্রতারণা।
যখন আমার পানির দরকার তুমি দেওনা, আর পানি বেড়ে গেলে তুমি আমাকে ডুবিয়ে দাও।

বিষয়টা আপনার সরল ধারনার মতো সরল না। আর ভারতের মতো বন্ধু থাকলে শত্রুর দরকার হয় না।

নদী নদীর গতিতে চলবে বাঁধ কেন দিবো??
ধন্যবাদ।

21/08/2024

শেষ! তিস্তা ব্যারেজও খুলে দিছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সবাই একসাথে ডুবো এখন🙃

14/04/2024

ইরানিরা শিয়া ,ওরা খারাপ। খুব খারাপ। সব নরকে যাবে।

তয় বাঙালি খুব ভালো মুসলমান ,একদম পিওর ।শুধু রাস্তায় দশ টাকার নোট পরলেও খুঁজে পাওয়া যায়না। সুদ ঘুষ এগুলারে আসমানি লেভেলে নিয়ে গেছে। হাজার টাকার প্রডাক্ট কিনে লাখ টাকায় বিল বানানো ত ওপেন সিক্রেট। আবার সেজদা দিয়া কপালে দাগ বানায়।

চিংড়ি মাছে জেলি ভইরা রাখে,মাংসে সিরিঞ্জ দিয়া পানি ঢুকায়,ইলিশের পেটে নাট বল্টু ঢুকায় , ওজনে কম দেয়াটা ত নিয়ম ই হয়েগেছে। ওষুধ থেকে শুরু করে সব কিছুতে ভেজাল দেয়াটা ত অভ্যাস।

বিশ্ববাজারে দাম দুই টাকা বাড়লে এই দেশে বাড়ে বিশ টাকা। তয় বিশ্ববাজারে দাম কমলে এই সহিহ দেশে দাম কমেনা। আবার রাশিয়া ইউক্রেন ঝগড়া করলে সেই প্রভাব আইসা পরে বরিশাল-খুলনায় উৎপাদন হওয়া তরমুজের উপরে.!!!

চুরি বাটপারি থেকে শুরু করে হেন কোনো আকাম কুকাম নাই যা এই সহিহ মুসলমানেরা করেনা।

✍🏼Tahir Muhammad Tawkir

09/04/2024

#শারীরিকভাবে সবল ব্যক্তির #রোযা অবস্থায় #রক্তদানের বিধান কী
১: রোযা ভেংগে যাবে
২: রোযা ভাঙবে না
৩: রোযা মাকরুহ হবে
৪: রোযার কাযা করতে হবে

05/03/2024

বাসায় নিষেধ করা সত্বেও পালিয়ে গিয়ে রক্তদান করে মানবতার প্রেমিক গুলার রক্তের গ্রুপ জানতে চাই🥰

Address

Ramgonj
Lakshmipur
3720

Telephone

+8801644234080

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Young Fighters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to BD Young Fighters:

Share

Category