ডক্টর আবদুস সোবহান গোলাপ পলিটেকনিক ইন্সটিটিউট মাঠ, কালকিনি, মাদারীপুর।

  • Home
  • Bangladesh
  • Madaripur
  • ডক্টর আবদুস সোবহান গোলাপ পলিটেকনিক ইন্সটিটিউট মাঠ, কালকিনি, মাদারীপুর।

ডক্টর আবদুস সোবহান গোলাপ পলিটেকনিক ইন্সটিটিউট মাঠ, কালকিনি, মাদারীপুর। Polytechnic Institute playground

এস.এস.সি/সমমান পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এ নিম্নলিখিত টেকনোলজি সমূহে ২০২৩-২৪...
30/07/2023

এস.এস.সি/সমমান পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এ নিম্নলিখিত টেকনোলজি সমূহে ২০২৩-২৪ সেশনে ভর্তি চলছে।
বিস্তারিত তথ্যের জন্য কল করুনঃ

ডক্টর আবদুস সোবহান গোলাপ পলিটেকনিক ইনস্টিটিউট (DASGPI)
প্রতিষ্ঠান কোডঃ (44040)
✒️আমাদের টেকনোলজি সমূহঃ
✅ সিভিল টেকনোলজি
✅ কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি
✅ ইলেকট্রিক্যাল টেকনোলজি
✅ ইলেকট্রনিক টেকনোলজি
✅ মেকানিক্যাল টেকনোলজি

🔴ভর্তি যোগ্যতা:
এস.এস.সি/এচ.এস.সি সমমান পরীক্ষায় যে কোন গ্রুপ সকোল ছাত্র ছাত্রী , যে কোনো সালের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

🎓ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কেন পড়বেন❓
✅ স্বল্প সময়ে উপ সহকারী প্রকৌশলী হওয়ার সুযোগ।
✅ স্বল্প সময়ে চাকরির সুযোগ।
✅ দক্ষতা অর্জন ও অর্থনৈতিক উন্নয়ন।
✅ এবং উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার তৈরি।

✒️ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্রসমূহঃ
১। উপ-সহকারি প্রকৌশলী পদে সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে।
২। মিল কারখানাসহ দেশে বিদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাকরির সুযোগ রয়েছে।
৩। সরকারি চাকরির পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে।

🎓ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য কেনো ডক্টর আবদুস সোবহান গোলাপ পলিটেকনিক ইনস্টিটিউট কে প্রাধান্য দিবেন❓
🔷আমাদের রয়েছে সরকারি ভাবে ৪০০০/- করে প্রতি সেমিস্টারে টাকা প্রাপ্তির 100% নিশ্চয়তা।
🔷 ছাত্র/ছাত্রীদের জন্য রয়েছে আলাদা মনোরম পরিবেশে হোস্টেল নামাজের জন্য রয়েছে নিজশ্ব ক্যাম্পাসেই মসজিদের সু ব্যাবস্থা ।
🔷দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে ইন্টার্ণশিপ/চাকুরির সুযোগ।
🔷 অনলাইনে সম্পূর্ণ ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যায়।
🔷Online Banking এর মাধ্যমে সকল প্রকার ফি পরিশোধ করা যায়।

📲আমাদের সাথে যোগাযোগ:
Doctor Abdus Sobhan Golap Polytechnic Institute (DASGPI)
রমজানপুর, কালকিনি, মাদারীপুর
Hotline:
E-mail : dasgpi2016@gmail.com
রেজিস্ট্রেশন করতেঃ মেসেজ করুন।

ভর্তি চলছে - ভর্তি চলছে - ভর্তি চলছে!সকল বিভাগ থেকে এস.এস.সি/এস.এস.সি (ভোক) /দাখিল/সমমান পাশের পরে  #ডিপ্লোমা ইন ইঞ্জিনি...
23/12/2022

ভর্তি চলছে - ভর্তি চলছে - ভর্তি চলছে!

সকল বিভাগ থেকে এস.এস.সি/এস.এস.সি (ভোক) /দাখিল/সমমান পাশের পরে #ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ৫ টি #টেকনোলজিতে ভর্তি চলছে।
এস.এস.সি/এইচ.এস.সি / দাখিল/ভোকেশনাল পাশের পর শিক্ষা জীবনে তুলনামূলক কম সময়ে জীবনবান্ধব শিক্ষা পদ্ধতি অনুসরণে কোর্স সমাপ্তি আর কোর্স শেষে চাকরির নিশ্চয়তা পেতে চাও? তাহলে উজ্জ্বল আলোকছটায় আলোকিত করে তুলতে আজই শিক্ষা মন্ত্রনালয় নিয়ন্ত্রিত ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনস্ত ডক্টর আবদুস সোবহান গোলাপ পলিটেকনিক ইন্সটিটিউটে ৪ বৎসর মেয়াদী (৮ সেমিস্টার) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে 2021-22 শিক্ষাবর্ষে ভর্তি হয়ে
পাল্টে ফেলুন নিজের ভবিষ্যৎকে ।
বিস্তারিত জানতে
কল করুন - 01865068004
#টেকনোলজি সমূহঃ
১. কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
২. ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
৩. সিভিল ইঞ্জিনিয়ারিং
৪. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
৫. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
**ডক্টর আবদুস সোবহান গোলাপ পলিটেকনিক ইন্সটিটিউট**
বাংলাদেশের একটি অন্যতম বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এবং মাদারিপুরে সর্বপ্রথম ও সর্ববৃহৎ বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউট। সেই ২০১৫ ইং সাল থেকে শুরু করে দীর্ঘ 7 বছর সর্বক্ষেত্রে কৃতীত্বের স্বাক্ষর রেখে আসছে। কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা।
#আমাদের বৈশিষ্ট্য সমূহঃ
০১। সম্পূর্ণ নিজস্ব ক্যাম্পাস।
০২। ধুমপান ও রাজনীতি মুক্ত ক্যাম্পাস।
০৩। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদানের ব্যবস্থা।
০৪। ১০ টি অত্যাধুনিক ল্যাব ও ওয়ার্কশপ।
০৫। আধুনিক মানের সকল ধরণের বই দ্বারা সমৃদ্ধ বিশাল লাইব্রেরী।
০৬। শিক্ষার্থীদের জন্য সকল টেকনোলজির প্রতি পর্বের/ সেমিষ্টারের বই সরবরাহের ব্যবস্থা।
০৭। শিক্ষার্থীদের আলাদাভাবে প্রাইভেট পড়তে হয় না।
০৮। ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক পৃথক আবাসন ব্যবস্থা।
০৯।নিজস্ব ক্যাম্পাসে সকল বোর্ড ফাইনাল পরীক্ষার সুব্যবস্থা।
১০। সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা।
১১। সম্পূর্ণ ক্যাম্পাসটি ফ্রি WiFi জোন।
১২। সি সি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।
১৩।পর্যাপ্ত সংখ্যক ল্যাব থাকায় সর্বোচ্চ ব্যাবহারিক ক্লাসের নিশ্চয়তা প্রদান ।
১৪। চাকুরি প্রাপ্তির ব্যাপারে যোগ্য করে গড়ে তুলে নিজস্ব জব প্লেসমেন্ট সেল দ্বারা যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ মানের চাকুরী প্রাপ্তিতে সহায়তা ক

Address

Kalkini
Madaripur
7920

Alerts

Be the first to know and let us send you an email when ডক্টর আবদুস সোবহান গোলাপ পলিটেকনিক ইন্সটিটিউট মাঠ, কালকিনি, মাদারীপুর। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডক্টর আবদুস সোবহান গোলাপ পলিটেকনিক ইন্সটিটিউট মাঠ, কালকিনি, মাদারীপুর।:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram