
30/07/2023
এস.এস.সি/সমমান পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এ নিম্নলিখিত টেকনোলজি সমূহে ২০২৩-২৪ সেশনে ভর্তি চলছে।
বিস্তারিত তথ্যের জন্য কল করুনঃ
ডক্টর আবদুস সোবহান গোলাপ পলিটেকনিক ইনস্টিটিউট (DASGPI)
প্রতিষ্ঠান কোডঃ (44040)
✒️আমাদের টেকনোলজি সমূহঃ
✅ সিভিল টেকনোলজি
✅ কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি
✅ ইলেকট্রিক্যাল টেকনোলজি
✅ ইলেকট্রনিক টেকনোলজি
✅ মেকানিক্যাল টেকনোলজি
🔴ভর্তি যোগ্যতা:
এস.এস.সি/এচ.এস.সি সমমান পরীক্ষায় যে কোন গ্রুপ সকোল ছাত্র ছাত্রী , যে কোনো সালের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
🎓ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কেন পড়বেন❓
✅ স্বল্প সময়ে উপ সহকারী প্রকৌশলী হওয়ার সুযোগ।
✅ স্বল্প সময়ে চাকরির সুযোগ।
✅ দক্ষতা অর্জন ও অর্থনৈতিক উন্নয়ন।
✅ এবং উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার তৈরি।
✒️ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্রসমূহঃ
১। উপ-সহকারি প্রকৌশলী পদে সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে।
২। মিল কারখানাসহ দেশে বিদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাকরির সুযোগ রয়েছে।
৩। সরকারি চাকরির পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে।
🎓ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য কেনো ডক্টর আবদুস সোবহান গোলাপ পলিটেকনিক ইনস্টিটিউট কে প্রাধান্য দিবেন❓
🔷আমাদের রয়েছে সরকারি ভাবে ৪০০০/- করে প্রতি সেমিস্টারে টাকা প্রাপ্তির 100% নিশ্চয়তা।
🔷 ছাত্র/ছাত্রীদের জন্য রয়েছে আলাদা মনোরম পরিবেশে হোস্টেল নামাজের জন্য রয়েছে নিজশ্ব ক্যাম্পাসেই মসজিদের সু ব্যাবস্থা ।
🔷দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে ইন্টার্ণশিপ/চাকুরির সুযোগ।
🔷 অনলাইনে সম্পূর্ণ ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যায়।
🔷Online Banking এর মাধ্যমে সকল প্রকার ফি পরিশোধ করা যায়।
📲আমাদের সাথে যোগাযোগ:
Doctor Abdus Sobhan Golap Polytechnic Institute (DASGPI)
রমজানপুর, কালকিনি, মাদারীপুর
Hotline:
E-mail : dasgpi2016@gmail.com
রেজিস্ট্রেশন করতেঃ মেসেজ করুন।