18/10/2025
পাইলস বা অর্শ হলো মলদ্বারের শিরাগুলো ফুলে যাওয়া বা প্রদাহ হওয়া।
এতে ব্যথা, রক্তপাত, চুলকানি, জ্বালাপোড়া — এমনকি বসা বা হাঁটাও কষ্টকর হয়ে যায়।
সাধারণত দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, মশলাযুক্ত খাবার, কম পানি খাওয়া,
এবং দীর্ঘক্ষণ বসে থাকার কারণে এই সমস্যা দেখা দেয়।
অনেকে মনে করেন পাইলস হলে অপারেশনই একমাত্র সমাধান।
কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসায় আমরা রোগের মূল কারণটাকে খুঁজে বের করে ভিতর থেকে সমাধান করি —
কোনো অপারেশন ছাড়াই, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই
🩺 উদাহরণ হিসেবে কয়েকটি ওষুধ:
Aesculus hippocastanum — যখন মলদ্বারে ভারীভাব, ব্যথা ও জ্বালা থাকে।
Hamamelis virginica — রক্তপাত বেশি হলে।
Nux vomica — কোষ্ঠকাঠিন্য ও মল চাপ দিয়ে বের হয়।
Sulphur — চুলকানি ও জ্বালাপোড়া রাতে বেশি হলে।
“এই ওষুধগুলো সবার জন্য এক নয়। রোগীর গঠন, অভ্যাস ও মানসিক অবস্থার উপর নির্ভর করে চিকিৎসা নির্বাচন করা হয়।
পাইলসের চিকিৎসার পাশাপাশি কিছু নিয়ম মেনে চলা খুব গুরুত্বপূর্ণ—
💧 প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন
🥦 আঁশযুক্ত খাবার খান
🚶♂️ দীর্ঘক্ষণ বসে থাকা এড়িয়ে চলুন
😌 মানসিক চাপ কম রাখুন
🧘 নিয়মিত ব্যায়াম করুন
যদি আপনি পাইলস সমস্যায় ভুগে থাকেন, তাহলে দেরি না করে একজন যোগ্য হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিন।
আমি ডা. বায়াজিদ বুলবুল, D.H.M.S (B.H.B.), ঢাকা।
আল-শেফা হোমিও মেডিকেল, মাদারীপুর থেকে আপনাদের সেবা দিয়ে আসছি।
সুস্থ থাকুন, প্রাকৃতিকভাবে