Dr.Bayzid Bulbul

  • Home
  • Dr.Bayzid Bulbul

Dr.Bayzid Bulbul Experienced and compassionate Homeopathy Consultant helping patients find long-lasting relief through safe, side-effect-free treatment.
(1)

Specialized in chronic and lifestyle disorders with a patient-centered approach.

📍Consulting Online & In-Person

24/10/2025

হোমিওপ্যাথি শুধুমাত্র উপসর্গ নয় — এটি রোগের মূল কারণকে খুঁজে চিকিৎসা করে,
যার ফল স্থায়ী ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন।

গ্যাস্ট্রিক, পাইলস, চুলকানি, এলার্জি, ব্যথা, দুর্বলতা কিংবা দীর্ঘদিনের জটিল রোগ —
সবক্ষেত্রেই হোমিওপ্যাথিক চিকিৎসায় আসছে সন্তোষজনক ফলাফল 💚

📞 যোগাযোগ করুন:
📍 আল-শেফা হোমিও মেডিকেল, মাদারীপুর
📲 পরামর্শের জন্য ইনবক্স করুন বা কল দিন

23/10/2025
18/10/2025

পাইলস বা অর্শ হলো মলদ্বারের শিরাগুলো ফুলে যাওয়া বা প্রদাহ হওয়া।
এতে ব্যথা, রক্তপাত, চুলকানি, জ্বালাপোড়া — এমনকি বসা বা হাঁটাও কষ্টকর হয়ে যায়।
সাধারণত দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, মশলাযুক্ত খাবার, কম পানি খাওয়া,
এবং দীর্ঘক্ষণ বসে থাকার কারণে এই সমস্যা দেখা দেয়।

অনেকে মনে করেন পাইলস হলে অপারেশনই একমাত্র সমাধান।
কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসায় আমরা রোগের মূল কারণটাকে খুঁজে বের করে ভিতর থেকে সমাধান করি —
কোনো অপারেশন ছাড়াই, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই

🩺 উদাহরণ হিসেবে কয়েকটি ওষুধ:

Aesculus hippocastanum — যখন মলদ্বারে ভারীভাব, ব্যথা ও জ্বালা থাকে।

Hamamelis virginica — রক্তপাত বেশি হলে।

Nux vomica — কোষ্ঠকাঠিন্য ও মল চাপ দিয়ে বের হয়।

Sulphur — চুলকানি ও জ্বালাপোড়া রাতে বেশি হলে।

“এই ওষুধগুলো সবার জন্য এক নয়। রোগীর গঠন, অভ্যাস ও মানসিক অবস্থার উপর নির্ভর করে চিকিৎসা নির্বাচন করা হয়।

পাইলসের চিকিৎসার পাশাপাশি কিছু নিয়ম মেনে চলা খুব গুরুত্বপূর্ণ—
💧 প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন
🥦 আঁশযুক্ত খাবার খান
🚶‍♂️ দীর্ঘক্ষণ বসে থাকা এড়িয়ে চলুন
😌 মানসিক চাপ কম রাখুন
🧘 নিয়মিত ব্যায়াম করুন

যদি আপনি পাইলস সমস্যায় ভুগে থাকেন, তাহলে দেরি না করে একজন যোগ্য হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিন।
আমি ডা. বায়াজিদ বুলবুল, D.H.M.S (B.H.B.), ঢাকা।
আল-শেফা হোমিও মেডিকেল, মাদারীপুর থেকে আপনাদের সেবা দিয়ে আসছি।
সুস্থ থাকুন, প্রাকৃতিকভাবে

🌿 Dr. Bayzid Bulbul — বিশ্বস্ত হোমিওপ্যাথিক চিকিৎসার এক নির্ভরযোগ্য নাম।দীর্ঘ অভিজ্ঞতা, গভীর পর্যবেক্ষণ ও রোগীর প্রতি আন...
20/07/2025

🌿 Dr. Bayzid Bulbul — বিশ্বস্ত হোমিওপ্যাথিক চিকিৎসার এক নির্ভরযোগ্য নাম।
দীর্ঘ অভিজ্ঞতা, গভীর পর্যবেক্ষণ ও রোগীর প্রতি আন্তরিক যত্নের মাধ্যমে তিনি হাজারো রোগীকে দিয়েছেন সুস্থ জীবনের আশ্বাস। আধুনিক হোমিও চিকিৎসার সঠিক প্রয়োগের মাধ্যমে নানা জটিল ও পুরাতন রোগের কার্যকর সমাধান করে চলেছেন সফলভাবে।

🩺 চিকিৎসা দেওয়া হয়:
✅ গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি
✅ পাইলস ও কোষ্ঠকাঠিন্য
✅ চর্মরোগ ও এলার্জি
✅ নার্ভের সমস্যা
✅ মহিলাদের বিশেষ সমস্যা
✅ শিশুদের সাধারণ ও জটিল রোগ
✅ যৌন ও প্রজনন সমস্যা
✅ আরও বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ

📞 পরামর্শের জন্য যোগাযোগ করুন:
Dr. Bayzid Bulbul
📱 01303-461079

🌿 Dr. Bayzid Bulbul — বিশ্বস্ত হোমিওপ্যাথিক চিকিৎসার এক নির্ভরযোগ্য নাম।দীর্ঘ অভিজ্ঞতা, গভীর পর্যবেক্ষণ ও রোগীর প্রতি আন...
20/07/2025

🌿 Dr. Bayzid Bulbul —
বিশ্বস্ত হোমিওপ্যাথিক চিকিৎসার এক নির্ভরযোগ্য নাম।
দীর্ঘ অভিজ্ঞতা, গভীর পর্যবেক্ষণ ও রোগীর প্রতি আন্তরিক যত্নের মাধ্যমে তিনি হাজারো রোগীকে দিয়েছেন সুস্থ জীবনের আশ্বাস। আধুনিক হোমিও চিকিৎসার সঠিক প্রয়োগের মাধ্যমে নানা জটিল ও পুরাতন রোগের কার্যকর সমাধান করে চলেছেন সফলভাবে।

🩺 চিকিৎসা দেওয়া হয়:
✅ গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি
✅ পাইলস ও কোষ্ঠকাঠিন্য
✅ চর্মরোগ ও এলার্জি
✅ নার্ভের সমস্যা
✅ মহিলাদের বিশেষ সমস্যা
✅ শিশুদের সাধারণ ও জটিল রোগ
✅ যৌন ও প্রজনন সমস্যা
✅ আরও বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ

📞 পরামর্শের জন্য যোগাযোগ করুন:
Dr. Bayzid Bulbul
📱 01303-461079

Address

চাঁদমারি জামে মসজিদের সামনে, মেইন রোডের দক্ষিণ পাশে, নতুন শহর, মাদারীপুর।

7900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Bayzid Bulbul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram