বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির অনুরোধে,সামাজিক সংক্রমণ প্রতিরোধ এবং আমাদের সম্মানিত রোগী দের সুরক্ষার কথা বিবেচনা করে বিগত ৩১ দিন ধরে আলম ডেন্টাল কেয়ার এন্ড কনসালটেশন সেন্টার বন্ধ রয়েছে,।
আমাদের ফোন নাম্বার,ফেইসবুক পেইজ এবং ওয়াটসঅ্যাপের মাধ্যমে সীমিত আকারে আমরা টেলিমেডিসিন সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি ।
আজ অবধি ৭৫ জন রোগীকে ফ্রি টেলিমেডিসিন সেবা দিয়েছি,আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে।
এর ভেতর আমরা দেশী ও বিদেশী আন্তর্জাতিক সংস্থা গুলোর সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছি, কিভাবে রোগীদের সুরক্ষা নিশ্চিত করে আবার স্বল্প পরিসরে চিকিৎসা সেবা শুরু করা যায় তা নিয়ে।
বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আলোচনার পর এবং তাদের দেয়া গাইডলাইন অনুসরণ করে, পর্যাপ্ত পরিমান সুরক্ষা সামগ্রী নিয়ে আমরা খুব শীগ্রই আবার সীমিত আকারে আমাদের চিকিৎসা সেবা চালু করতে যাচ্ছি।
আমরা বর্তমানে সপ্তাহে তিনদিন চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা করবো,কারন যেহেতু আমাদের দেশে করোনা টেষ্টের সুযোগ অপ্রতুল সেহেতু আমেরিকান ডেন্টাল কাউন্সিল ও ডব্লিউএইচও গাইডলাইন অনুযায়ী আমাদের প্রত্যেক জন রূগীকেই করোনা পজিটিভ রোগী ধরে নিয়ে চিকিৎসা সেবা দিতে হবে এবং চিকিৎসার পর রোগী ও চিকিৎসক কে নুন্যতম দিন কোয়ারান্টাইনে থাকতে হবে।
বাংলাদেশ সরকার যখন Rapid Test kit অনুমোদন দিবে তখন থেকে হয়তো আমরা পুরোদমে আমাদের চিকিৎসা সেবা শুরু করতে পারবো।
তার আগ পর্যন্ত আমাদের সেবা সীমিত আকারে চালু রাখতে হচ্ছে।
আমাদের চিকিৎসার সেবা নেয়ার ক্ষেত্রে যেসকল ব্যাপারে সম্মানিত রোগীদের মনে রাখা জরুরী, তাহলো-
১. এ্যাডভান্স এপয়েন্টমেন্ট ব্যাতীত আমরা কোন সম্মানিত রোগীকে চিকিৎসা
সেবা দিতে পারবো না।সেক্ষেত্রে আমাদের ফেইসবুক পেইজ, ওয়াটসঅাপ অথবা ফোনে আপনাদের আগেই এপোয়ানমেন্ট কনফার্ম করতে হবে।
২. এপয়েন্টমেন্টের ডেট অনুযায়ী আপনি সর্বোচ্চ ১০ মিনিট আগে আমাদের চেম্বারে আসতে পারবেন।
৩. চেম্বারে আসার ক্ষেত্রে অবশ্যই রোগী সহ সর্বোচ্চ দুইজন এক সাথে আসতে পারবেন।আমাদের অপারেটিং রুমে রোগী ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেয়া হবে না এবং ওয়েটিং রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে অপেক্ষা করতে হবে।
৪. চেম্বারে আসার সময় অবশ্যই নিজেদের সুরক্ষা ব্যবস্থা নিজেদের নিয়ে আসতে হবে(মাস্ক,গ্লাভস)।
নিজস্ব সুরক্ষা ব্যবস্থা(মাস্ক,গ্লাভস) ছাড়া কাউকে আমাদের চেম্বারে প্রবেশ করতে দেয়া হবে না বলে আমরা দুঃখিত।
৫. বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমরা ডিজিটাল পেমেন্ট(বিকাশ ও রকেট) কে অগ্রাধিকার দিবো।যদিও ক্যাশ পেমেন্টের অপশন থাকছে।
বিশেষ দ্রষ্টব্যঃ আমাদের ফেইসবুক পেইজের এপয়েন্টমেন্ট ট্যাব থেকে অথবা নিম্নোক্ত লিঙ্কের ফর্মটি পূরন করে আপনার এপয়েন্টমেন্ট কনফার্ম করুন।
https://forms.gle/4gFdhYL1fdhmBcRP8
ধন্যবাদ,
কর্তৃপক্ষ
আলম ডেন্টাল কেয়ার এন্ড কনসালটেশন সেন্টার
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم
May Allah accept from you and us.
"And remember your Lord within yourself in humility and in fear without being apparent in speech - in the mornings and the evenings. And do not be among the heedless." (7:205)
EID MUBARAK, Stay safe and pray to the almighty.
Alam Dental Care & Consultation Center
for More info: Call: 01710222831
fb: https://www.facebook.com/alamdentalclinic
************************************************************************************
দেশের বর্তমান পরিস্থিতির কারনে যতটা আপনি ঘরে থাকবেন ততো টাই আপনার ও আপনার পরিবারের করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে আসবে।
ওয়াল্ড হেলথ অর্গানাইজেশন(WHO) এবং আমেরিকান ডেন্টাল এসোসিয়েশন(ADA) এর মতে একজন ডেন্টাল সার্জন বা ডেন্টাল ক্লিনিক অথবা চেম্বার এই দুর্যোগ কালিন মুহূর্তে হতে পারে এক একটি সুপার স্প্রেডার।
সেই কারনে আমরা এখনও আমাদের ডেন্টাল ক্লিনিক থেকে চিকিৎসা সেবা বা ব্যবস্থাপত্র দিতে পারছি না বলে দুঃখিত।
তবে সকলের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে বর্তমানে আমরা সীমিত আকারে আমাদের ওয়াটসআপ নাম্বারে ব্যবস্থাপত্র দেয়ার চেষ্টা করছি।
এই সুবিধা নিতে আপনার যা করতে হবে-
- আমাদের ওয়াটসআপ নাম্বারে কানেক্ট হোন।
- আপনি ডেন্টাল ব্যবস্থাপত্র নিতে চাইলে প্রথমে লিখুন "ডেন্টাল" ।
- আপনি সাধারন ব্যবস্থাপত্র ( জ্বর, ঠাণ্ডা, সর্দিকাশি, ডায়বেটিকস,
উচ্চরক্ত চাপ ) নিতে চাইলে প্রথমে লিখুন "জিপি" ।
- আপনার সমস্যার কথা সুন্দর ভাবে লিখুন।
- আপনার আগের কোন প্রেসক্রিপশন, রিপোর্ট, এক্স-রে থাকলে
সেই ডকুমেন্ট গুলো আমাদের কাছে প্রেরণ করুন।
আমাদের অভিজ্ঞ ডাক্তারগন আপনার সমস্যার সমাধান বা ব্যবস্থপত্র তাৎক্ষণিকভাবে দেয়ার চেষ্টা করবেন।
যদি কোন কারনে তাৎক্ষণিকভাবে সমাধান বা ব্যবস্থপত্র দেয়া সম্ভব না হয়,সেক্ষেত্রে আপনাকে একটি নির্দিষ্ট সময় দেয়া হবে,সে ই সময়ে আপনি আমাদের ডাক্তারগনের সাথে ওয়াটসআপে অডিও/ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কথা বলতে পারবেন,
এবং ডাক্তার আপনাকে চিকিৎসা পত্র প্রদান করবেন।
ঘরে থাকুন,
নিজে সুস্থ থাকুন,
পরিবার ও সমাজের সুস্থতা নিশ্চিতে সহায়তা করুন।
Whatsapp: https://wa.me/8801710222831
Facebook: https://www.facebook.com/alamdentalclinic/
Website: https://alamdentalcare.business.site/
ধন্যবাদ
আলম ডেন্টাল কেয়ার এন্ড কনসালটেশন সেন্টার