Real homoeo health center

Real homoeo health center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Real homoeo health center, Medical and health, Magura, Magura.
(726)

18/09/2025

"প্রত্যেক অজ্ঞ লোক মনে করে যে, সে যা জানে সেটাই জ্ঞানের শেষ।"-জেন্টস টাইলার কেন্ট

12/09/2025
08/09/2025

মানুষটার কি ধরনের রোগ হয়েছে তা জানার চেয়ে কোন ধরনের মানুষের রোগ হয়েছে সেটা জানা অধিকতার গুরুত্বপূর্ণ

ভার‌তের প্রখ‌্যাত ‌হো‌মিওপ‌্যা‌থির জন‌্য এ‌শিয়াব‌্যাপী খ‌্যা‌তি সেই গুনীজন ডাঃ ডি এস ভর স‌্যার; তার সা‌থে সামান‌্য সখ‌্...
27/07/2025

ভার‌তের প্রখ‌্যাত ‌হো‌মিওপ‌্যা‌থির জন‌্য এ‌শিয়াব‌্যাপী খ‌্যা‌তি সেই গুনীজন ডাঃ ডি এস ভর স‌্যার; তার সা‌থে সামান‌্য সখ‌্যতায় আমায় যে ভা‌লোবাসা দি‌য়ে‌ছেন বা তার কোম্পানীর সস্মানীত সদস‌্যগণ আমায় নাম ডে‌কে ভাই ব‌লে স‌ম্মোধন ক‌রেন; (নি‌র্ভেজাল ভা‌লোবাসা) তাদের সা‌থে সততা ও স‌ঠিক সময় মতন কথা রাখা ও অন‌্যকে সন্মান দেয়া সু‌যোগ দেয়া এনারা খুব লক্ষ‌্য ক‌রেন।
অ‌নেক বাংলা‌দেশী মে‌ডি‌সিন অর্ডার ক‌রে আর কোন খোজ নেয় না, অথচ মে‌ডি‌সিন প‌ড়ে থা‌কে যুগ যুগ, কেন জা‌নেন ওটা তার অর্ডার, তারা অ‌পেক্ষায় থা‌কে, ত‌বে আমরা বাংলা‌দে‌শের বাংগা‌লি!
Hahnemann publishing co. Pvt
165, Bipin behary. Ganguly street

ভার‌তের আ‌রেক প্রখ‌্যাত কোং মা‌লিক তি‌নি. . .

পরবর্তী. . .

ডাক্তারী জীবন মহৎ এক পেশা, সে‌টি সার্থক হয় য‌দি গুরুজন এমন‌টি হন। আমার শরীর খুবই খারাপ, ত‌বে যে‌দিন জান‌তে পা‌রেন আমার শ...
27/07/2025

ডাক্তারী জীবন মহৎ এক পেশা, সে‌টি সার্থক হয় য‌দি গুরুজন এমন‌টি হন।
আমার শরীর খুবই খারাপ, ত‌বে যে‌দিন জান‌তে পা‌রেন আমার শরীরটা খারাপ সে‌দিন থে‌কে ৩০ মি‌নিট পর পর খবরা খবর জানার জন‌্য সে দিন বা রাত যখনই হোক!
এমন পেশার ডাক্তার তি‌নিই রি‌য়েল হো‌মিওপ‌্যা‌থির জনক ও গ‌বেষক #ডাঃ_শ‌্যামল_কুমার_দাস (ভারত) রাত পৌ‌নে একটায় ফোন দি‌য়ে আমার শরী‌রের কি অবস্থা জানার জন‌্য ‌নি‌জেই খোজ নি‌চ্ছেন, আমা‌কে উ‌নি #ডাঃশ‌্যামলকুম‌ারদাস_ও_কা‌কিমা য‌থেষ্ট ভা‌লো‌বাসেন, শুধু আমার ক্ষে‌ত্রে নয়ই, প্রতি‌টি রোগীর ক্ষে‌ত্রে এ মহৎ #‌রি‌য়েল‌হো‌মিওপ‌্যা‌থির গ‌বেষক পৃ‌থিবর মা‌ঝে ীবন্ত_আইডল আমরাও তার সারথী, সক‌লে দোয়া কর‌বে স‌্যা‌রের জন‌্য এই পৃ‌থিবী‌তে এমন একজন আদর্শবান #মানুষশিক্ষকডাক্তারম‌নি‌ষিসুস্থভা‌বে অসহায় মানু‌ষের কল‌্যা‌ণে আল্লাহ সুবহানা ত‌ায়ালার দয়ায় কিছু দি‌তে পা‌রেন। আ‌মিন
www.tirh.org ‌ভিজিট করুন ও জানুন।

ইনশাআল্লাহ আগামী কাল জুম্মার নামাজ আদায় ক‌রে আমার চি‌কিৎসা জীব‌নের পথ প্রদর্শক রি‌য়েল হো‌মিওপ‌্যা‌থির জনক ডাঃ শামল কুমা...
13/02/2025

ইনশাআল্লাহ আগামী কাল জুম্মার নামাজ আদায় ক‌রে আমার চি‌কিৎসা জীব‌নের পথ প্রদর্শক রি‌য়েল হো‌মিওপ‌্যা‌থির জনক ডাঃ শামল কুমার দা‌স স‌্যা‌রের ভার্চুয়াল সে‌মিনার-২০২৫ এ অংশ নি‌তে ঢাকার উ‌দ্দ্যেশে রওয়ানা দি‌বো।

অ‌ভিনন্দন ‌কোপা আ‌মে‌রিকা২০২৪ ফুটবল চ‌্যাম্পস;  #আ‌র্জে‌ন্টিনা
15/07/2024

অ‌ভিনন্দন ‌কোপা আ‌মে‌রিকা২০২৪ ফুটবল চ‌্যাম্পস; #আ‌র্জে‌ন্টিনা

14/07/2024

অ‌ভিনন্দন স্পেন
"ইউ‌রো" ২৪
চ‌্যা‌ম্পিয়ন দে‌খে তাহাজ্জুদ পড়‌তে যাই;
ইনশাআল্লাহ ফজর প‌ড়ে "কোপা আ‌মে‌রিকা" ২৪ আ‌র্জে‌ন্টিনা‌কে চ‌্যা‌ম্পিয়ন দেখ‌বো।

04/06/2024

১.কেউ যন্ত্রণা দিচ্ছে?
চুপ হয়ে যান।
২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি?
চুপ হয়ে যান।
৩.কোন মানুষ অনেক অপমান করছে?
চুপ হয়ে যান।
৪.কেউ ঠকিয়ে গেছে?
চুপ হয়ে যান।
৪.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে?
চুপ হয়ে যান।
৫.কেউ বিশ্বাস ঘাতকতা করছে?
চুপ হয়ে যান।

এমন নিরব হয়ে যান, সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে।

প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস।

আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি।
কিন্তু আপনি জানেন কি? যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি , আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না।

তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন,,
আপনার একজন "সৃষ্টিকর্তা" আছেন। সকল দুঃখ, কষ্ট, চাওয়া,পাওয়া'র কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন।

সংগৃহীত পোস্ট।

আজ‌কের ক্লাস খুবই তাৎপর্যপূর্ন
02/06/2024

আজ‌কের ক্লাস খুবই তাৎপর্যপূর্ন

02/06/2024_ Seminar on Bleeding Per Re**um by Prof. Dr. Pranab Chakraborty.TIRH (The Institute of Real Homoeopathy) is the only e-learning Institute of Rea...

Address

Magura
Magura
7600

Telephone

+8801721855931

Website

Alerts

Be the first to know and let us send you an email when Real homoeo health center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Real homoeo health center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram