22/06/2022
জীবনের চেয়ে টাকার মুল্য কি বেশি? এ-ই মৃত্যুর দায় কার?
মিরসরাইয়ের পাহাড়ে পাহাড়ে ঝোপঝাড়ের ভিতর প্রাকৃতিক ভাবে শত শত বছর ধরে ঝর্ণা প্রবাহিত হচ্ছে । এসব নিয়ে এলাকার মানুষ কখনো উল্লাসে মেতে উঠেনি। এলাকার মানুষ ৫/৭ বছর আগে এসব দেখতেও যায়নি। কক্সবাজার সমুদ্র সৈকত, পতেঙ্গা বীচ ইজারা হয়না। বান্দরবান নীলাচল, রাঙ্গামাটি ঝুলন্ত ব্রীজ ইজারা হয়না। অথচ মিরসরাইয়ের ঝোপজঙ্গলের ছরার পানি গত কয়েক বছর ধরে টাকার লোভে বন বিভাগ ইজারা দিয়ে টাকা হাতানোর ধান্দা শুরু করে । ইজারাদার মুনাফার লোভে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে টিকিট বানিজ্য শুরু করে । সাংবাদিকেরা ঝর্নার রুপগুন রং মিশিয়ে আকর্ষণীয় করে তুলে ধরে। পর্যটকরা এসে নানা বিড়ম্বনার শিকার হয় । ৭ টি ঝর্ণার কোনটিতে যাওয়ার রাস্তা নেই, পর্যটকদের কোন সুরক্ষা নেই, নিরাপত্তা নেই, কোন বাথ রুম পর্যন্ত নেই। কোন দুর্ঘটনা ঘটলে কারো দায়বদ্ধতা নেই। বন বিভাগ এবারও ২২লাখ ২৫ হাজার টাকা ইজারা দিলো। এ টাকা কোথায় খরচ হয়। কেন এসব ঝর্ণার উন্নয়ন হয়না। কেন মানুষকে ঝোপজঙ্গলে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে। মানুষের কি জীবনের কোন মুল্য নেই। এর আগেও অনেক মারা গেছে, আহত হয়েছে। বন বিভাগ, প্রশাসন, জনপ্রতিনিধি কারো টনক নড়ে নি। এই সম্ভাবনাময় তিন যুবকের মৃত্যুর দায়ভার কে নিবে? এখানে ইজারা দাতা বন বিভাগ এবং ইজারা গ্রহীতার দায়িত্ব কি? নিহত তিন জন ইশতিয়াক, তানবীর, তারেক ইস্পাহানি স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ এবং ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি ( ইউএসটিসি) ছাত্র। তানবীর, তারেক দুই ভাই মা বাবার বিয়ের ১২/ ১৫ বছর পর জন্ম হয়। অনেক কষ্টে মানুষ করার পর মা ডাকার মতো আর কেউ রইলো না। দুটি মেধাবী সন্তানের জন্য দুই ইউনিট ঘর করেছিলো বাবা। অনেক স্বপ্ন ছিলো বাবা, মা'র । আজীবনের জন্য বুক খালি হয়ে গেলো। তাদের লাশ কাঁধে তুলে নেওয়ার কোন সন্তান রইলো না।
যার যায় সে বুঝে হারানোর বেদনা। এভাবে ঝোপঝাড় থেকে টাকার লোভে আরও কত মায়ের বুক খালি হবে?