
29/11/2022
প্রতিদিন, কিছু দেব শিশুর সাথে আমার দেখা হয়।
ফুলের মত নিষ্পাপ, চাঁদের মত সুন্দর, এই ছোট্ট বাবুগুলো দুঃখজনক ভাবে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা আর অসুস্থতা নিয়ে আমার কাছে আসে।
অন্তরের অন্তস্থল থেকে চাই দ্রুততম সময়ে এবং সহজতম উপায়ে যেন তারা সুস্থ হয়ে ওঠে।
একান্ত বাধ্য না হলে আমি কোন বাচ্চার অপারেশন করতে চাই না।
আসুন আজকের দেব শিশুদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই।
নিজেদের প্রার্থনায় ওদের সুস্থতার জন্য একটি মিনিট যদি বরাদ্দ করেন, আজীবন কৃতজ্ঞ থাকব।