15/04/2020
শ্রীশ্রীরামকৃষ্ণঃ সরণম
১। স্রষ্টার সৃষ্ট সকল সৃষ্টির শ্রীপদ কমলে সর্বাগ্রে আমার প্রণাম।
২। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আর্শীবাদ সবার প্রাপ্ত হোক।
৩। শুভ নববর্ষ।
আমরা জানি পৃথিবী আজ করোনা আতঙ্কে জর্জরিত। হার্ভে ডেন্ট বলেছিলেন, "The night is darkest before the dawn!", অর্থাৎ ভোরের আলো ফোঁটার আগের মুহূর্তেই রাতের আঁধার সবচেয়ে ঘনীভূত হয়। সেই আঁধারঘন কালো মুহূর্তে , সূর্যের লাল আভার স্মৃতিচারণ করতেই হয়, কারণ আমরা জানি এই রাতের শেষ হবেই, আগেও হয়েছে। এই সাহসে বুক বেঁধেই আমাদের সভ্যতা কাটিয়ে এসেছে বহু বাঁধা বিপত্তি।
সাধারণ সময়েও যারা বারবার তাদের অতিমানবীয় সত্ত্বার প্ৰমাণ রেখেছেন, তাঁরা আজকের এই অনিশ্চয়ের সামনে দাঁড়িয়েও সর্বাগ্রে থেকে লড়ছেন। সাধারণ মানুষকে বাড়িতে থাকার আহ্বান জানিয়ে, নিজেরা রোজ চৌকাঠ পেরিয়ে যাচ্ছেন অদৃশ্য শত্রুকে লড়তে। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের এই নিরবিচ্ছিন্ন উদ্যোগগুলোর যোগ্য প্রতিদান কোনো সমাজই কোনদিন দিতে পারে নি, পারবেও না, তা জানা সত্বেও , যারা আজ নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়ছেন, আমরা তাদের কুর্ণিশ জানাই।
.
সর্বশেষ সবার সুস্বাস্থ্য কামনা করি। ঠাকুর চরণ সবার প্রাপ্ত হোক। আবার করোনা মুক্ত কোনো এক নতুন সকাল আসবে এই প্রত্যাশা করি।
Pls