Dr. Soumitra Mazumder

Dr. Soumitra Mazumder Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Soumitra Mazumder, Family doctor, Hospital Road, Mathbaria.

স্বাস্থ্য বিষয়ক সমস্যা ও প্রতিকার নিয়ে জানতে চোখ রাখুন....

ডা. সৌমিত্র মজুমদার
এমবিবিএস,পিজিটি, সিএমইউ
বিএমডিসি ১০৬৭৬৩
আইকন মেডিকেল সেন্টার
হাসপাতাল রোড, মঠবাড়িয়া

শীতকালে সুস্থ থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। ঠাণ্ডাজনিত রোগ এবং অন্যান্য সমস্যা থেকে নিজেকে সুরক্ষিত ...
29/10/2025

শীতকালে সুস্থ থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। ঠাণ্ডাজনিত রোগ এবং অন্যান্য সমস্যা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে নিম্নলিখিত টিপসগুলি অনুসরণ করতে পারেন:

​❄️ শীতকালে সুস্থ থাকার উপায়

​১. শরীরের উষ্ণতা বজায় রাখুন

​গরম কাপড়: পর্যাপ্ত গরম কাপড় পরিধান করুন। শুধুমাত্র একটি ভারী কাপড়ের বদলে কয়েকটি হালকা গরম কাপড়ের স্তর ব্যবহার করা ভালো।

​মাথা ও কান ঢাকা: টুপি বা স্কার্ফ দিয়ে মাথা ও কান ঢেকে রাখুন, কারণ শরীর থেকে সবচেয়ে বেশি তাপ মাথা দিয়েই বেরিয়ে যায়।

​হাত ও পা: মোজা ও গ্লাভস ব্যবহার করুন।

​উষ্ণ পানীয়: দিনে একাধিকবার গরম চা, কফি, স্যুপ বা উষ্ণ জল পান করুন। এতে শরীর ভিতর থেকে গরম থাকবে এবং শ্বাসনালীর আর্দ্রতা বজায় থাকবে।

​২. খাদ্যাভ্যাস ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
​ভিটামিন C: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি-সমৃদ্ধ খাবার (যেমন লেবু, কমলা, পেয়ারা) বেশি করে খান।

​জিঙ্ক-সমৃদ্ধ খাবার: জিঙ্কও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

​পর্যাপ্ত জল: অনেকে শীতকালে জল কম পান করেন, যা ঠিক নয়। শরীরকে আর্দ্র রাখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন।

​৩. ব্যক্তিগত পরিচ্ছন্নতা

​হাত ধোয়া: নিয়মিত সাবান ও জল দিয়ে হাত ধুয়ে নিন, বিশেষ করে বাইরে থেকে আসার পর বা খাবার আগে। এতে ভাইরাস সংক্রমণ এড়ানো সহজ হয়।

​হাঁচি-কাশি: হাঁচি বা কাশির সময় মুখ ও নাক রুমাল বা টিস্যু দিয়ে ঢেকে রাখুন। ব্যবহৃত টিস্যু দ্রুত নিরাপদ স্থানে ফেলে দিন।

​মাস্ক ব্যবহার: যেখানে বেশি ভিড় বা ধুলোবালি আছে, সেখানে মাস্ক ব্যবহার করলে ঠান্ডা লাগা এবং দূষণজনিত সমস্যা থেকে বাঁচা যায়।

​৪. ত্বকের যত্ন

​ময়েশ্চারাইজার: শীতকালে ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায়। স্নানের পর এবং বাইরে বেরোনোর আগে নিয়মিত ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

​হিউমিডিফায়ার: ঘরের বাতাস খুব শুষ্ক হয়ে গেলে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন, যা ত্বকের শুষ্কতা এবং শ্বাসতন্ত্রের অস্বস্তি কমাতে সাহায্য করবে

​৫. অন্যান্য সতর্কতা

​ব্যায়াম: শীতকালে আলস্য না করে প্রতিদিন হালকা শরীরচর্চা বা হাঁটাহাঁটি করুন।

​রোদে থাকুন: সুযোগ পেলে কিছুটা সময় রোদে কাটান। এতে শরীর ভিটামিন ডি পায় এবং মেজাজ ভালো থাকে।

​বাতের ব্যথা: যদি বাতের ব্যথা থাকে, তবে গরম সেঁক দিন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হালকা মুভমেন্ট করুন।

​এই অভ্যাসগুলো আপনাকে শীতকালীন রোগ থেকে অনেকটাই দূরে রাখতে সাহায্য করবে।

আমাদের যখন ক্ষুধা লাগে,তখন শরীর দূর্বল লাগে,কাজে আগ্রহ পাওয়া যায় না । এর কারণ হলো আমাদের ব্রেন ঠিকমতো গ্লুকোজ পায় না ঠিক...
28/10/2025

আমাদের যখন ক্ষুধা লাগে,তখন শরীর দূর্বল লাগে,কাজে আগ্রহ পাওয়া যায় না ।
এর কারণ হলো আমাদের ব্রেন ঠিকমতো গ্লুকোজ পায় না ঠিকঠাক সিগনাল দেয়ার জন্য ।
খাদ্য গ্রহণের পর ব্রেন আবার স্বাভাবিক হয়ে আসে, কাজে উদ্যম আসে।
সময়মতো খাবার খান, সুস্থ থাকুন।

(অপারেশন থিয়েটার এ দই মিষ্টি খেয়ে হালকা রিফ্রেশমেন্ট)

খেলার ছলে ব্যাটারি গিলে ফেলা একটা বাচ্চার এক্স রে এটি। আশার কথা হলো যে ব্যাটারী পায়খানার রাস্তার কাছাকাছি চলে এসেছে, এটা...
27/10/2025

খেলার ছলে ব্যাটারি গিলে ফেলা একটা বাচ্চার এক্স রে এটি।

আশার কথা হলো যে ব্যাটারী পায়খানার রাস্তার কাছাকাছি চলে এসেছে, এটা পায়খানার সাথে বের হয়ে যাবে।

আপনার বাসায় ছোটো বাচ্চা থাকলে অবশ্যই খেয়াল রাখুন, যেনো এমন দূর্ঘটনা না ঘটে।


রাত ১ টা ৪০, শুভ মহাষ্টমী ❤️
29/09/2025

রাত ১ টা ৪০, শুভ মহাষ্টমী ❤️


দুর্গাপূজার ছুটিতে,  নিরলসভাবে কাজ করে যাওয়া চিকিৎসকদের শুভেচ্ছা। স্থান- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট,মঠবাড়িয়া।
29/09/2025

দুর্গাপূজার ছুটিতে, নিরলসভাবে কাজ করে যাওয়া চিকিৎসকদের শুভেচ্ছা।

স্থান- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট,মঠবাড়িয়া।


🌸✨ শুভ শারদীয় দুর্গাপূজা ২০২৫ ✨🌸🎉 দুর্গাপূজার এই পবিত্র ক্ষণে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।🙏 মা দুর্গা সকল রো...
26/09/2025

🌸✨ শুভ শারদীয় দুর্গাপূজা ২০২৫ ✨🌸

🎉 দুর্গাপূজার এই পবিত্র ক্ষণে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
🙏 মা দুর্গা সকল রোগ-শোক দূর করে আমাদের জীবনকে সুস্থ, সুন্দর ও আলোকিত রাখুন—এই কামনা করি।

👨‍⚕️ ডা. সৌমিত্র মজুমদার
এমবিবিএস (আর ইউ)
সিএমইউ (আলট্রা)
পিজিটি (এনেস্থিসিয়া)

এক্স-এইচএমও, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
বিএমডিসি রেজিঃ ১০৬৭৬৩
💡 জেনারেল প্র্যাকটিস ও এনেস্থিসিয়ায় অভিজ্ঞ

💉 সপ্তাহে ১ দিন প্রকৃত গরীব-দুঃখীদের বিনামূল্যে এনেস্থিসিয়া/অজ্ঞান এর ব্যবস্থা আছে।

📍 চেম্বার: আইকন মেডিকেল সেন্টার
হাসপাতাল রোড, মঠবাড়িয়া, পিরোজপুর।

📞 যোগাযোগ: +8801718288199

🌺 সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
শুভ শারদীয় দুর্গোৎসবের অশেষ শুভেচ্ছা। 🙏

শারদ শুভেচ্ছা ❤️
23/09/2025

শারদ শুভেচ্ছা ❤️

এই ছবিটা আমার ডাক্তারী জীবনের অন্যতম সুন্দর মূহুর্ত হতে যাচ্ছে। এই পেশেন্ট কে একটোপিক প্রেগন্যান্সি সন্দেহে একবার চিকিৎস...
23/09/2025

এই ছবিটা আমার ডাক্তারী জীবনের অন্যতম সুন্দর মূহুর্ত হতে যাচ্ছে।
এই পেশেন্ট কে একটোপিক প্রেগন্যান্সি সন্দেহে একবার চিকিৎসা দেয়া হয়েছিলো, সোজা বাংলায় পেট কাটা হয়েছিলো । পরবর্তীতে দেখা যায় এটা একটোপিক না বরং সঠিক জায়গাতেই আছে বাচ্চা।

অবশেষে তিনি একটি সুস্থ বাচ্চা জন্ম দিয়েছেন।

সমগ্র প্রেগন্যান্সিতে তার চিকিৎসা করেছে
ডা. মুশতাক (আরএমও সাপলেজা ইসলামিয়া)

অপারেশন করেছেন ডা. সৌমিত্র সিনহা রায় (Mbbs,mcps,dgo)
এনেস্থিসিয়া তে ছিলাম আমি।

এই রোগীর চোখেমুখে যে তৃপ্তি দেখেছি, তা স্বর্গীয়।




This is going to be one of the most beautiful moments of my medical career. This patient was once treated for suspected ectopic pregnancy. Later, it was found that it was not ectopic, but the baby was in the right place.
Finally, she gave birth to a healthy baby.
Dr. Mushtaq (RMO Sapleja Islamia) treated her throughout the pregnancy.
The operation was performed by Dr. Soumitra Sinha Roy (MBBS, MCPS, DGO).
I was in charge of anesthesia.
The satisfaction I saw on this patient's face was heavenly.

22/09/2025

এই বাবুটার জন্মের পরপর ওজন ছিলো ৪.৫ কেজি(পোস্ট ডেটেট প্রেগন্যান্সি)। তার মা নরমাল ডেলিভারি করতে চেয়েছিলো, দুঃখের বিষয় এতো বড় বাবু নরমাল ডেলিভারি সবসময় সম্ভব হয় না।আমি আল্ট্রা করে দেখলাম বাচ্চা বেশ দূর্বল। বাচ্চা মায়ের পেটের ভিতর পায়খানা করেছে,সেটাও বলা হয়েছিলো আল্ট্রার সময়।

উল্লেখ্য এই বাচ্চা মায়ের পেটের ভিতরে পায়খানা করেছিলো,যা তার পিঠে লেগে আছে। একই সাথে তার গলায় নাড়ি পেঁচানো থাকায় সে ক্রমেই দূর্বল হয়ে যাচ্ছিলো। এছাড়াও বাচ্চার মায়ের প্রিএকলামশিয়া থাকায়, ডেলিভারী ই ছিলো সর্বোত্তম পথ।
এখন বাচ্চা অনেকটাই সুস্থ।

সবকিছু ক্লিয়ার করা ভালো,এতে মানুষ আপনাকে আরো বেশী ভরসা করবে।

This baby's birth weight was 4.5 kg, a result of a post-date pregnancy. The mother wanted a normal delivery, but unfortunately, a normal delivery isn't always possible with such a large baby. I found the baby to be quite weak during the ultrasound. It was also noted during the ultrasound that the baby had passed meconium (f***s) in the womb.

It's worth noting that the baby had passed meconium inside the mother's womb, which was stuck to its back. At the same time, the umbilical cord was wrapped around its neck, causing it to become progressively weaker.

Furthermore, because the mother had preeclampsia, delivery was the best course of action.

Now, the baby is much healthier.

It's good to be clear about everything; this helps people trust you even more.








আমার কোলের বাবুটা হলো মঠবাড়িয়াতে আমার প্রথম পেশেন্ট এর বাবু।  এই বাবুটা আমাকে খুব ভালো ভাবে চেনে, আমার কোলে এসে সুন্দর ত...
18/09/2025

আমার কোলের বাবুটা হলো মঠবাড়িয়াতে আমার প্রথম পেশেন্ট এর বাবু। এই বাবুটা আমাকে খুব ভালো ভাবে চেনে, আমার কোলে এসে সুন্দর তাকাচ্ছে।
ওদের ফ্যামিলিটা আমাকে খুব ভরসা করে, মঠবাড়িয়া আসলে দেখা করে যায়। এই ফিলিংসটা কখনোই কোনো ডাক্তার হারাতে চায় না।
আমি ওদের সুস্থতা কামনা করি, ওরা সবসময় সুস্থ থাকুক।

18/09/2025

নেবুলাইজেশন নিয়ে ভুল ধারণা, আর না আর না...😁


Address

Hospital Road
Mathbaria
8560

Telephone

+8801771487114

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Soumitra Mazumder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category