07/08/2025                                                                            
                                    
                                                                            
                                            🎊 মঠবাড়িয়া শাখায় ৪০০০/- ছাড়ে ভর্তির সুযোগ সীমিত সময়ের জন্য !!!
💥1st,2nd ও 3rd Timer Batch এ স্পেশাল ছাড়ে ভর্তি চলছে!!!
🔥🎉মঠবাড়িয়া শাখার সাফল্য গাঁথা শুনুন স্টুডেন্ট ও তার অভিভাবকের মুখ থেকেই।
তোমাদের সঠিক গাইডলাইন, পাঠদান ও স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার জন্য রয়েছে "মেডি নার্সিং" নার্সিং ভর্তি কোচিং এর একঝাঁক মেধাবী শিক্ষক ও সহায়তাকারী টিম প্রস্তুত। তাই আর দেরী নয়, আজই নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য চলে আসো 'মেডি নার্সিং' এর ক্লাসরুমে। সরাসরি ঢাকা থেকে পরিচালিত 'মেডি নার্সিং'  নার্সিং কোচিং সেন্টার হতে পারে তোমার পথ প্রর্দশক এবং ভর্তি যুদ্ধে জয়ের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী।
                 মেডি নার্সিং 
    স্বপ্ন পূরনের লক্ষ্যে তোমাদের পাশে
▶️ আমাদের কোর্সসমূহঃ
      1️⃣ বিএসসি ইন নার্সিং।
      2️⃣ ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী।
      3️⃣ ডিপ্লোমা ইন মিডওয়াইফারী।
❓ কেন মেডি নার্সিং এ আপনি ভর্তি হবেন? 
     🔶 শিক্ষক প্যানেলঃ 
           (১) মেডিকেল ও নার্সিং কলেজের শিক্ষকবৃন্দ। 
           (২)  মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও বিশ্ববিদ্যালয়  হতে বাছাইকৃত ও অভিজ্ঞতা সম্পন্ন  মেধাবী শিক্ষার্থী। যাদের রয়েছে সুদীর্ঘ ৮ বছরের অভিজ্ঞতা।   
     🔶 আমরাই একমাত্র মেইন বই ভিওিক এক্সক্লুসিভ প্রোগাম চালাই। 
    🔶 মেইন বইটির গুরুত্বপূর্ণ তথ্য  লাল নীল কালো বলপেন দ্বারা দাগিয়ে দেওয়া হয়। 
   🔶 সর্বোচ্চ সংখ্যক ক্লাস। 
   🔶 রেগুলার OMR শীটে পরীক্ষা। 
   🔶 পরীক্ষার রেজাল্ট এসএমএস এর মাধ্যমে প্রদান।
  🔶 অভিজ্ঞ বিষয়ভিওিক শিক্ষক মন্ডলী দ্বারা ক্লাস যাদের রয়েছে দীর্ঘ ০৮ বছরের বা তার চেয়ে বেশি এডমিশন ক্লাসের অভিজ্ঞতা।
  🔶 মাল্টিমিডিয়া ক্লাস রুম।
  🔶 শীতাতাপ নিয়ন্ত্রিত ক্লাস রুম।
  🔶 দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা ইনটেনসিভ কেয়ার। 
  🔶 মাস্টার ট্রেইনার দ্বারা সলভ ক্লাস।
  🔶 রেগুলার,সাপ্তাহিক,মাসিক,বুস্টার ও ফাইনাল মডেল টেস্ট গ্রহন ও পুরস্কার প্রদান। 
✅ আর ভর্তি হলেই থাকছে-
      1️⃣ বিষয়ভিত্তিক ভর্তি গাইড ( বাংলা, ইংরেজি, গনিত, জিকে, সাধারন বিজ্ঞান, পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান) 
      2️⃣ বিগত বছরের প্রশ্নব্যাংক ও মডেল টেস্ট ।
      3️⃣ রেগুলার লেকচার শীট।
      4️⃣ ক্লাস চলাকালীন শটকার্ট টেকনিট।
❓❓❓শিক্ষার্থীদের কিছু প্রশ্নের উওরঃ
🚹 প্রশ্ন নং ১:- কোন কোন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে? 
 
▶️ উওরঃ যাদের HSC পরীক্ষার সাল ২০২৫,২০২৪ অথবা ২০২৩ এবং সে সকল শিক্ষার্থীর SSC পরীক্ষার সাল ২০২৩, ২০২২ অথবা ২০২১ সাল হলে তারাই অংশগ্রহণ করতে পারবে। 
🚹 প্রশ্ন নং ২:- পরীক্ষায় অংশগ্রহণ করার শর্তসমূহ কি কি?
▶️  উওরঃ 
     ⚠️  বিএসসি ইন নার্সিং 
১) শিক্ষার্থীকে অবশ্যই Science এর  হতে হবে।
২) শিক্ষার্থীর Biology Subject থাকতে হবে এবং Biology তে ন্যূনতম 3.0 থাকতে হবে৷ 
৩) SSC এবং HSC পরীক্ষায় সর্বমোট ৭ পয়েন্ট থাকতে হবে কিন্তু কোন পরীক্ষায় ৩.০ এর নিচে হলে হবে না। 
✅ মানবন্টনঃ 
বাংলা ২০,  ইংরেজি ২০, গনিত ১০, সাধারন জ্ঞান ১০, ( পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান- ৪০)  
⚠️ ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী 
⚠️ ডিপ্লোমা ইন মিডওয়াইফারী 
১) যে কোন বিভাগের শিক্ষার্থী অংশগ্রহন করতে পারবে। 
২) SSC এবং HSC পরীক্ষায় সর্বমোট ৬ পয়েন্ট থাকতে হবে কিন্তু কোন পরীক্ষায় ২.৫০  এর নিচে হলে হবে না।
🚫 ডিপ্লোমা ইন মিডওয়াইফারী তে শুধুমাত্র  মেয়েরা আবেদন করতে পারবেন।
✅ মানবন্টনঃ 
বাংলা ২০,  ইংরেজি ২০, গনিত ১০, সাধারন জ্ঞান ২০, সাধারন বিজ্ঞান ৩০
🚹 প্রশ্ন নং ৩:- কোন শিক্ষার্থী কোনটায় আবেদন করতে পারবে? 
▶️  উওরঃ  বিএসসি - শুধুমাত্র Science এর শিক্ষার্থীরা। 
ডিপ্লোমা - Science, Arts এবং Commerce এর শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। 
🎉তাই আর দেরি কেনো এখনই চলে আসো আমাদের যে কোনো শাখায়, নিজেকে ভর্তি প্রস্তুতিতে একধাপ এগিয়ে রাখার প্রত্যয়ে!
 📞01958191952 
📞01710478602
📞01757780392
📞01787457944