Meem General Hospital

Meem General Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Meem General Hospital, Hospital, Narayanpur Purbobazar, Motlob South, Chandpur, Matlab Bazar.

03/08/2025

মহিলাদের মাসিক নিয়মিত রাখার জন্য নিচের গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় খুবই কার্যকর.......

✅ ১. সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ

আয়রন, ভিটামিন B6, B12, D, এবং ম্যাগনেশিয়ামযুক্ত খাবার মাসিক নিয়মিত করতে সাহায্য করে।

যেমন: পালং শাক, গাজর, কলা, বাদাম, ডিম, দুধ, বিটরুট, খেজুর।

✅ ২. ওজন নিয়ন্ত্রণে রাখা

অতিরিক্ত ওজন বা অতিরিক্ত শুকনো শরীর – দুটোই হরমোনের ভারসাম্য নষ্ট করে মাসিক অনিয়ম করতে পারে।

নিয়মিত ব্যায়াম ও পরিমিত খাদ্যগ্রহণ জরুরি।

✅ ৩. মানসিক চাপ কমানো

স্ট্রেস বা মানসিক উদ্বেগ মাসিক চক্র ব্যাহত করে।

ধ্যান, প্রার্থনা, হালকা ব্যায়াম বা হবি কাজে মন দেওয়া উপকারী।

✅ ৪. পর্যাপ্ত ঘুম ও নিয়মিত জীবনযাপন

প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও জাগা শরীরের হরমোন ব্যালান্স ঠিক রাখে।

রাত জাগা ও অনিয়মিত রুটিন মাসিক চক্রে সমস্যা করে।

✅ ৫. প্রাকৃতিক ভেষজ বা ইউনানি চিকিৎসা গ্রহণ (পরীক্ষার পর)

যেমন: হাব্বে মুসক্বিল হেজ, আসারুন, বুরহানী কাশিস, শাতুরিয়া – সঠিক রোগ বিশ্লেষণের পর।

এই চিকিৎসাগুলো হরমোন নিয়ন্ত্রণে সহায়ক, তবে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে গ্রহণযোগ্য।

মতলব দক্ষিণ উপজেলার নতুন সহকারী কমিশনার( ভূমি)  রিফাত জাহান।পূর্বের কর্মস্থল হাজীগঞ্জ। সেখানে তিনি প্রায় দেড় বছর দায়িত্ব...
06/07/2025

মতলব দক্ষিণ উপজেলার নতুন
সহকারী কমিশনার( ভূমি)
রিফাত জাহান।
পূর্বের কর্মস্থল হাজীগঞ্জ। সেখানে তিনি প্রায় দেড় বছর দায়িত্বে ছিলেন এই দেড় বছর ওনি অনেক সুনাম অর্জন করেছেন দোয়া করি আল্লাহ্ যেনো স‍্যারকে নেক হায়াত দান করেন আমিন এবং নারায়নপুর মীম জেনারেল হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা

✅ বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন:১) ব্লাড প্রেসার।২) ব্লাড সুগার।✅ তিনটি জিনিস একেবারেই ভুলে যান:১) বয়স ...
01/07/2025

✅ বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন:
১) ব্লাড প্রেসার।
২) ব্লাড সুগার।

✅ তিনটি জিনিস একেবারেই ভুলে যান:
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা,
২) অতীত নিয়ে অনুশোচনা,
৩) সবসময় দুঃখে কাতর হওয়া।

✅ চারটি জিনিস খাবার থেকে যত পারুন কমিয়ে নিন:
১) লবন,
২) চিনি,
৩) দুগ্ধ /ডিম জাতীয় খাবার,
৪) স্ট্রাচি/কার্ব জাতীয় খাবার।

✅ চারটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন:
১) সব রকমের সবুজ শাক
২)সব রকম সবুজ সব্জি , সীম বা মটরশুটি ইত্যাদি
৩) ফলমূল,
৪) বাদাম।

✅ সুখে কিংবা দুখে চারটি জিনিস সবসময় সাথে রাখুন:
১) একজন প্রকৃত ভালো বন্ধু,
২) নিজের পরিবার,
৩) সবসময় সুচিন্তা,
৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়।

✅ পাঁচটি জিনিসের চর্চা রাখুন:
১) রোজা রাখা,
২) সবার সাথে হাসিমুখে কথা বলা,
৩) মানুষের সাথে ভালো আচরণ করা,
৪)নিয়মিত শরীর চর্চা করা,
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।

✅ ছয়টি জিনিস এড়িয়ে চলুন।
১) কর্য,
২) লোভ,
৩) আলস্য,
৪) ঘৃণা,
৫) সময়ের অপচয়,
৬) পরচর্চা।

✅ ছয়টি জিনিস কখনোই করবেন না:
১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া,
২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে পানি পান করা,
৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া,
৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেয়া,
৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া।

01/07/2025

🩺 গর্ভবতী বোনেরা, এই ভুলটি কখনো করবেন না!

আয়রন ট্যাবলেট ও ক্যালসিয়াম ট্যাবলেট কখনোই একসাথে খাবেন না ❌
👉 অন্তত ২ ঘণ্টার ব্যবধান রাখা আবশ্যক ⏳

🤰 কেন?
কারণ ক্যালসিয়াম আয়রনের শোষণকে বাধা দেয়। ফলে দুইটা একসাথে খেলেই শরীর প্রয়োজনীয় আয়রন পুরোপুরি শোষণ করতে পারে না। এতে মায়ের রক্তশূন্যতা (অ্যানিমিয়া) হওয়ার ঝুঁকি বেড়ে যায় — যা মা ও শিশুর জন্য ক্ষতিকর।

📌 তাই কী করবেন?
✅ সকালে আয়রন ট্যাবলেট (খালি পেটে খাওয়ার পরামর্শ পেলে)
✅ দুপুর বা রাতে ক্যালসিয়াম ট্যাবলেট — অন্তত ২ ঘণ্টা পর
✅ ডাক্তার যেভাবে লিখে দিয়েছেন, ঠিক সেই নিয়মে খাবেন

👶 একটি ছোট সতর্কতা, আপনার ও আপনার অনাগত শিশুর জন্য হতে পারে বিশাল সুরক্ষা!
শুধু ওষুধ খেলেই হবে না — সঠিকভাবে খাওয়াটা আরও বেশি জরুরি।

📲 আরও এমন দরকারি তথ্য প্রতিদিন পেতে মীম জেনারেল হসপিটাল পেজ টি ফলো করুন

28/06/2025

মানবতার ফেরিওয়ালা চাঁদপুর ২ আসনে ধানের শীর্ষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী এম এ শুককুর পাটোয়ারী ভাইয়ের সাথে মতলব দক্ষিণের নেতাকর্মীরা সহ নারায়নপুর মীম জেনারেল হাসপাতালে ২ নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন সাবেক ছাএ দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুবকর বেপারী কে দেখতে আসেন। এম এ শুক্কুর ভাই মহান আল্লাহ তাআলা র নিকট সুস্থতা কামনা করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখতে আসেন উনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

14/02/2025

ঐতিহাসিক নারায়নপুর সাহী ঈদগা মাঠে বাৎসরিক ইছাহালের সাওয়াবের জলসা ও মাহফিল শেষে তাবারুক দেওয়া হলো আলহামদুলিল্লাহ্

Address

Narayanpur Purbobazar, Motlob South, Chandpur
Matlab Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meem General Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram