Bisho jit Chakraborty

Bisho jit Chakraborty page নিজেকে নিয়ে কিছু ভাবি না মানুষের সেবা করতে চাই 🙏
(4)

18/11/2025

জীবনে যতবার যত বড় ভুল করেছি, সেই ভুলের স্বীকারোক্তি আমি নির্দ্বিধায় দিয়েছি বিনয়ের সাথে। যখনই অনুধাবন করেছি ভুল টা আমারই ছিলো, আমি অনুতপ্ত হয়েছি।

আমি শুরু থেকেই এরকম ছিলাম তা না, ধীরেধীরে বদলেছি। আমি যখন দেখলাম নিজেকে সঠিক প্রমাণ করার চেয়ে ভুল মেনে নেওয়া সহজ, তখন থেকে আমি নিজেকে সঠিক দেখানোর প্রয়াস ছেড়ে দিয়েছি।

আগে কখনো কেউ কোনো সিদ্ধান্ত জানালে তার সিদ্ধান্ত ভালো না লাগলে সেই সিদ্ধান্তে দ্বিমত পোষণ করতাম। এখন মানুষের সিদ্ধান্তের বিপরীতে আমি সবসময় একটা কথাই বলি- "আপনি যা ভালো মনে করেন।"

ইদানীং স্পষ্ট থাকতেই পছন্দ করছি। সবকিছুর সাথে পানির মত মিশে যাওয়ার চেষ্টা করছি। কোনো আপত্তি নেই, কোনো অসুবিধে নেই। যেভাবে সবাই চায়, যা সবাই চায়। আমি শুধু সবকিছুর সাথে মানিয়ে নিচ্ছি, নিতে চাচ্ছি।

16/11/2025

খারাপ সময়ে যে ভালোবাসে, যে শোনে, যে বুঝে সেই থাকে ❤️

13/11/2025
13/11/2025

জীবনে আমি সবচেয়ে বেশি আহত হয়েছি, আঘাত পেয়েছি মানুষের কথায়। আবার জীবনে আমি বহুবার মুগ্ধ হয়েছি কিছু মানুষের ব্যবহারে- তাদের মার্জিত ভাষায়। কথা জিনিসটা খুব সামান্য কিছু নয়, মানুষের হৃদয়ে সবচেয়ে বেশি ক্ষত তৈরি করে এই শব্দ। কথার আঘাতে মানুষ মরে যায় আবার কথাতেই মানুষ স্বপ্ন দেখে একটা স্নিগ্ধ সুন্দর জীবনের। 'মনে চাইলো আর বলে ফেললাম' এই মানুষগুলো জঘন্য। এদের থেকে দূরে থাকুন। আপনার সাথে সুন্দর ব্যবহার কিংবা সুন্দরভাবে কথা বলার যোগ্যতা বা ইচ্ছা যাদের নাই, তাদের থেকে দূরে থাকাই শ্রেয় এবং শান্তিপূর্ণ।

শব্দের কোমলতা এবং সদাচরণ জীবনে খুব জরুরি।

29/10/2025

# @🤍🌸

কনটেন্ট মনিটাইজেশনের ফলে অনেকেই ভুলে যাচ্ছে তাদের অবস্থান৷ অনেকের ব্যক্তিত্বও হচ্ছে প্রশ্নবিদ্ধ। পুরুষ শিক্ষক মেয়েদের শা...
21/07/2025

কনটেন্ট মনিটাইজেশনের ফলে অনেকেই ভুলে যাচ্ছে তাদের অবস্থান৷ অনেকের ব্যক্তিত্বও হচ্ছে প্রশ্নবিদ্ধ।

পুরুষ শিক্ষক মেয়েদের শাড়ি ব্লাউজ পরে নাচছে। নারী শিক্ষক তার সন্তানের মতো কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে উদ্ভট নাচানাচি করছে৷

স্বামী-স্ত্রী শোবার ঘরে রাতের পোশাক পরে দুজন আহ্লাদী সংলাপ দিয়ে মানুষের মনোযোগ নেয়ার চেষ্টা করছেন।

এক পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তানেরা ম্যাচিং করে পোশাক পরে রাস্তায় বেরিয়েছেন, পোশাকটা অনেকের কাছে আনস্মার্ট বা হাস্যকর লেগেছে আর ভিডিও করে ছেড়ে দিয়েছে। সেই পোস্ট ভাইরাল। কার পোস্টে কার সম্মান ভূলুন্ঠিত হচ্ছে, সেদিকে খেয়াল নেই।

প্র‍্যাঙ্ক ভিডিওর নামে আচমকা মানুষকে বিব্রত করছে অনেকে৷ সেই বিব্রতকর নিষ্পাপ চেহারা নিয়ে অনেকে হা হা রিয়্যাক্টে বন্যা বইয়ে দিচ্ছে।

কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন, ভালো কথা। কিছু অর্থ বাড়তি উপার্জন হলে তো সেটা খুবই ভালো বিষয়। কিন্তু আপনি যেটাতে বিশেষ পারদর্শী, সেটা যদি রুচির মধ্যে থেকে ঝড় তুলে ফেলেন, সেটাই তো সার্থকতা।

আমাদের অনুভূতির সীমা-পরিসীমা সম্পর্কে আমাদের যথাযথ ধারণা খুব জরুরি, খুব।

প্রতিটা ঘরে ঘরে একটি হলেও জ্বর মাপার থার্মোমিটার রাখুন। যেকোনো সময় যখন তখন আপনি জ্বর মেপে ওষুধ খেতে পারবেন।
19/07/2025

প্রতিটা ঘরে ঘরে একটি হলেও জ্বর মাপার থার্মোমিটার রাখুন। যেকোনো সময় যখন তখন আপনি জ্বর মেপে ওষুধ খেতে পারবেন।

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bisho jit Chakraborty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category