
09/05/2025
২৭তম ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন
আজ শুক্রবার, ৯ই মে, ছালিমুন নেছা ফ্রি প্রাইমারি হেলথ কেয়ার ট্রাস্টের SN Free Primary Medical Care
উদ্যোগে এবং সাব্বির করিম ফাউন্ডেশনের Sabbir Karim Foundation সার্বিক সহায়তায় অনুষ্ঠিত হলো ২৭তম ফ্রি মেডিকেল ক্যাম্প।
এই ক্যাম্প অনুষ্ঠিত হয় মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের ৫নং ওয়ার্ড, একাটুনা দক্ষিণপাড়ায়, যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবক এবং British Airways cabin crew ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রু সাব্বির করিম Sabbir Karim এর নিজ বাড়িতে।
সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ক্যাম্পে ৭০ জন অসহায় নারী, পুরুষ ও শিশুকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
আমরা গর্বিত ও সম্মানিত যে, প্রতিষ্ঠাতার মা মিসেস ছালিমুন নেছা করিম বাংলাদেশে অবস্থানকালে ক্লিনিকটি পরিদর্শন করেন।
জনসেবামূলক এই কার্যক্রম আমাদের অঙ্গীকার — সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
সবার জন্য স্বাস্থ্যসেবা – এটাই আমাদের অঙ্গীকার।
It is a true privilege to continue offering monthly free medical support to local underprivileged families and young children in our community through the SN Free Primary Health Care Trust.
With the ongoing support of the Sabbir Karim Foundation Chef Sabbir Karim
#স্বাস্থ্যসেবা_সবার_জন্য #অসহায়ের_পাশে #সেবায়_সমর্পিত UK Prime Minister Keir Starmer UK in Bangladesh Bangladesh Red Crescent Society(BDRCS) Camden New Journal The Guardian Prothom Alo