Sheikh parvej

  • Home
  • Sheikh parvej

Sheikh parvej ভালোবাসি তোমায় লক্ষি!�

26/06/2023
25/06/2023

" কিসের এতো অভিযোগ?

- দিন শেষে যে "
মহান আল্লাহ্ (ﷻ) পরিপূর্ণ "সুস্থতা এবং হায়াত" দিয়ে জীবিত রেখেছেন " এটাই তো অনেক অনেক বড় নিয়ামত।।

- আলহামদুলিল্লাহ্ 🥀

"(তানিম হত্যার বিচার চাই!)তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ----✊✊✊তানিম,,, মৌলভীবাজার শহরের খানদানি রেস্টুরেন্টে এর কর্ম...
25/06/2023

"(তানিম হত্যার বিচার চাই!)
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ----✊✊✊
তানিম,,, মৌলভীবাজার শহরের খানদানি রেস্টুরেন্টে এর কর্মচারী! "" তানিম কে হত্যা করার,মৌলভীবাজার পুলিশ প্রশাসনের সু-নজর কামনা করছি!

আসলে ভাই তোমরা মানুষ না পশু!
কি ভাবে পারলে এই শিশুটাকে হত্যা করতে?
কি এমন ভূল করেছিলও?

24/06/2023

ভাবুন তো।

কেয়ামতের দিন সকলের ভীড়ে আপনি দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছেন এমন সময় পিছন থেকে আপনার নাম ধরে মধুর কন্ঠে ডাক দিলেন প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) বললেন আমার সঙ্গে জান্নাতে এসো তুমি আমার উম্মতের একজন।

সুবহানআল্লাহ।

এত গরম ক্যা?😇
03/06/2023

এত গরম ক্যা?😇

আজ গলা ধাক্কা খেয়েছেন? কোন ব্যাপার না।একদিন সেই গলায় ফুল দেওয়ার জন্য সেইলোকগুলোই লাইন ধরে দাঁড়িয়ে থাকবে।আজ কেউ আপনা...
06/04/2023

আজ গলা ধাক্কা খেয়েছেন? কোন ব্যাপার না।
একদিন সেই গলায় ফুল দেওয়ার জন্য সেই
লোকগুলোই লাইন ধরে দাঁড়িয়ে থাকবে।

আজ কেউ আপনাকে ঠকিয়েছে?
কোন ব্যাপার না।
একদিন সে-ই আপসোস করে বলবে,
আপনাকে ঠকিয়ে সে উল্টো নিজেরই সর্বনাশ করেছে।
আজ আপনাকে দেখে "ক্ষ্যাত" বলে কেউ দূরে সরে যাচ্ছে?
ব্যাপার না।
একদিন আপনাকে একটু ছুঁয়ে দেখার জন্য সে-ই
আপনার কাছে আসবে।

আজ গরিব বলে কেউ আপনাকে অবজ্ঞা করছে?
ব্যাপার না।
এসব পিছুগল্পের দিকে তাকিয়ে থাকলে আপনি চিরকাল
অপমান, লাথি, গুঁতা, বাঁশ, ক্রাশ ইত্যাদি
খেয়েই যাবেন।
কে কী করছে, কী ভাবছে-সেসব বাদ দিয়ে নিজের লক্ষ্যে
এগিয়ে গেলেই কেবল একদিন আপনি উদাহরণ কিংবা
দৃষ্টান্ত হতে পারবেন।
জীবনে ছোট খাট বিষয় নিয়ে পড়ে থাকার কোন মানে হয়না।
জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু করতে হয়,
মেনে নিতে হয়।
সময় যখন পক্ষে থাকে না তখন অনেক কিছু সহ্য করেও মুখ
বুজে কাজ করে যেতে হয়।

★একটু বেঁচে থাকার জন্য জগতের অনেক বিখ্যাত ব্যক্তিরা
যুগে যুগে নজরুলের মতো চায়ের দোকানে কাজ করে
জীবন বাঁচিয়েছেন।

মস্তিষ্কে শুধু একটি কথা গেঁথে রাখুনঃ
"সময় এখন আপনার পক্ষে না।"
অপেক্ষা করুন,একদিন সময় আপনার হবে!"

ইনশাআল্লাহ।

03/04/2023
03/04/2023

সকালে "I LOVE YOU" শুনে ঘুম ভেঙে গেলো; বাইরে বের হয়ে দেখি লেবুওয়ালা স্টাইল করে বলতেছে, "এই লেব্যুউউউ"🙂

শুধু ভালোবাসলেই সম্পর্ক টিকিয়ে রাখা যায় না।সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন-মনের জোর এবং অসম্ভব সাহস।লেখা: মাহবুব সরদার সবুজ
29/03/2023

শুধু ভালোবাসলেই সম্পর্ক
টিকিয়ে রাখা যায় না।
সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন-
মনের জোর এবং অসম্ভব সাহস।

লেখা: মাহবুব সরদার সবুজ

সময় চলে গেলে আর ফিরে পাওয়া যায় না, শৈশবের দিনগুলো খুব মনে পড়ে।🥰🥀
29/03/2023

সময় চলে গেলে আর ফিরে পাওয়া যায় না, শৈশবের দিনগুলো খুব মনে পড়ে।🥰🥀

অল্প বিদ্যা ভয়ংকরী প্লেন ল্যাণ্ড করেছে। যাত্রীরা সবাই নেমে গেছে। পাইলট হোটেলে পৌঁছেছেন। উড়োজাহাজ পরিচ্ছন্ন কর্মী এসেছেন-...
29/03/2023

অল্প বিদ্যা ভয়ংকরী
প্লেন ল্যাণ্ড করেছে। যাত্রীরা সবাই নেমে গেছে। পাইলট হোটেলে পৌঁছেছেন। উড়োজাহাজ পরিচ্ছন্ন কর্মী এসেছেন- পুরো প্লেন পরিষ্কার করতে।

পরিষ্কার করতে করতে তিনি পাইলটের ককপিটে আসেন। দেখেন-সেখানে একটা বই। বইয়ের উপরে লিখাঃ "কিভাবে পাইলট হতে হয় " (ভলিউম 1)

উৎফুল্ল পরিচ্ছন্ন কর্মী - বইয়ের প্রথম পাতা উল্টান। সেখানে লিখা - লাল বোতামে টিপুন- প্লেনের ইণ্জিন চালু হবে।

তিনি তাই করলেন- লাল বোতামে চাপ দেয়ার সাথে সাথে ইন্জিন চালু হয়ে গেলো।

পরের পাতায় লিখা- উড়োজাহাজকে সামনে অগ্রসর করাতে চাইলে এবার এই নীল বোতাম টিপুন।

তিনি আর অপেক্ষা না করে তাই করলেন। সাথে সাথে উড়োজাহাজ সামনে এগোতে লাগলো।

তারপরের পাতায় লিখাঃ গ্রাউণ্ড থেকে শূণ্যে উড়াতে চাইলে এবার সবুজ বোতাম টিপুন।

পরিচ্ছন্ন কর্মী অবাক- প্লেন শূণ্যে উড়া শুরু করেছে। উপরে ওঠছে তো ওঠছে।

তাঁর আনন্দের সীমা নেই। এতো সহজেই প্লেন আকাশে উড়ানো যায়। প্রায় বিশ মিনিট তিনি আকাশ উড়লেন। এবার নামার পালা।

বইয়ের পরের পাতা উল্টালেন। সেখানে লিখাঃ প্লেন কিভাবে নীচে ল্যাণ্ড করাতে হয় সেটা শিখতে চাইলে ভলিউম ২ বইটি কিনুন এবং আমাদের ফ্লাইট লার্ণিং কোর্সে ভর্তি হয়ে যান!
Collected

Address


Telephone

+8801781280915

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh parvej posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sheikh parvej:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram