30/09/2025
🍼 Early Intervention কী?
Early Intervention (EI) হলো জন্ম থেকে ৩ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য দেওয়া বিশেষ থেরাপি ও সহায়তা, যাদের বিকাশে বিলম্ব (developmental delay) বা ঝুঁকি (যেমন: অটিজম, ভাষা সমস্যা, শারীরিক দুর্বলতা) দেখা যায়।
👉 এই বয়সে শিশুর মস্তিষ্ক সবচেয়ে দ্রুত বিকশিত হয় (brain plasticity), তাই সঠিক সময়ে সঠিক সহায়তা পেলে ভবিষ্যতে অনেক বড় উন্নতি সম্ভব হয়।
🎯 Early Intervention-এর লক্ষ্য
1.ভাষা ও যোগাযোগ উন্নয়ন 🗣️
- বাচ্চা শব্দ, অঙ্গভঙ্গি, সাইন বা ছবি দিয়ে যোগাযোগ করতে শেখে।
2.সামাজিক দক্ষতা বাড়ানো 🤝
- চোখে চোখ রাখা, হাসি দেওয়া, পালা করে খেলা, অন্যকে নকল করা।
3.খেলাধুলার দক্ষতা 🎲
- খেলনা নিয়ে ঠিকভাবে খেলা, কল্পনাপ্রসূত খেলা।
4.শরীরচর্চা ও মোটর স্কিল 🏃
- বসা, হামাগুড়ি, হাঁটা, দৌড়ানো, ব্লক সাজানো, রঙ করা।
5.দৈনন্দিন কাজ শেখানো 🍽️
- চামচ দিয়ে খাওয়া, হাত ধোয়া, সহজ রুটিন মেনে চলা।
6.আচরণ নিয়ন্ত্রণ ⚡
- কান্না/আগ্রাসী আচরণের বদলে সঠিকভাবে নিজের চাহিদা প্রকাশ করা।
🧩 Early Intervention-এ কী কী থাকে?
1.Speech & Language Therapy
- সাইন ল্যাঙ্গুয়েজ, ছবি ব্যবহার (PECS), শব্দ ও ধ্বনি অনুশীলন।
2.Occupational Therapy (OT)
- Fine motor (ছোট জিনিস ধরা, পাজল, আঁকা)।
- Sensory integration (শব্দ, আলো, স্পর্শে সহনশীলতা)।
3.Physical Therapy (PT)
- হামাগুড়ি, হাঁটা, ব্যালান্স, শরীরের বড় নড়াচড়া।
4.Applied Behavior Analysis (ABA) / Early Start Denver Model (ESDM)
- খেলার মাধ্যমে শেখানো।
- Positive reinforcement দিয়ে ভালো আচরণ বাড়ানো।
5.Parent Training & Family Support
- বাবা-মাকে শেখানো কিভাবে প্রতিদিনকার কাজে থেরাপি যুক্ত করতে হবে।
👶 Early Intervention Activities উদাহরণ (০–৩ বছর বয়স)
- 👀 Eye Contact Practice: বুদবুদ (bubble) ফোটান, শিশুকে তাকালে বুদবুদ দিন।
- 🎵 Action Songs: “তালি দাও”, “হাত নাচাও” – imitation skill শেখায়।
- 🧸 Turn-taking Games: বল গড়িয়ে দেওয়া, আবার নেওয়া।
- 🖼️ Picture Exchange: দুধ চাইলে বোতলের ছবি দেখাতে শেখানো।
- 🎨 Sensory Play: মাটি, পানি, রঙ নিয়ে খেলা।
- 📚 Storytelling / Social Story: ছবি দেখে ছোট গল্প বলা।
📌 কেন Early Intervention জরুরি?
✅স্কুলে যাওয়ার আগে শিশুর ভাষা, সামাজিক, শেখার দক্ষতা অনেক উন্নত হয়।
✅অটিজমের অনেক উপসর্গ হালকা হতে পারে।
✅পরিবার বুঝতে পারে কিভাবে শিশুকে সাহায্য করতে হবে।
✅দীর্ঘমেয়াদে শিশুর স্বাধীনতা ও জীবনমান অনেক ভালো হয়।