আয়ুৃর্বেদিক ভেষজ চিকিৎসা কেন্দ্র

আয়ুৃর্বেদিক ভেষজ চিকিৎসা কেন্দ্র Whats app :01314-514061
সরাসরি যোগাযোগ করতে চাইলে আসুন :ইন্দিরা আয়ুর্বেদিক বিতান, বাঘা,রাজশাহী।
(7)

 #বীর্য_পুরুষের_আসল_শক্তির_ভাণ্ডার ======================বীর্য হলো পুরুষের গুরুত্বপূর্ণ একটি শারীরিক উপাদান। এটি পৌরুষের...
23/09/2025

#বীর্য_পুরুষের_আসল_শক্তির_ভাণ্ডার
======================
বীর্য হলো পুরুষের গুরুত্বপূর্ণ একটি শারীরিক উপাদান। এটি পৌরুষের প্রকাশক। এ ছাড়াও

১. বীর্য হলো হাড়ের শক্তি, জেনারেটরের তেল ও মুখের উজ্জ্বলতা।
২. যারা দীর্ঘদিন ধরে নিজের শক্তি সংরক্ষণ করে, তারা শুধু নিজেরাই নয়, তাদের পরিবার ও সন্তানরাও শক্তিশালী ও মেধাবী হয়।
৩. একজন পুরুষ যদি বীর্য নষ্ট না করে সংযমী জীবনযাপন করে, তবে সে সুস্থ, কর্মক্ষম এবং সুখী সংসার করতে সক্ষম হয়।

বীর্যের উপকারিতাঃ
==============
১. শরীরকে রাখে শক্তিশালী ও উদ্যমী
২.চোখে-মুখে এনে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা
৩. মস্তিষ্ককে করে ধারালো ও মেধাবী
৪. সন্তানদের মধ্যে আসে বুদ্ধি, শক্তি ও সুস্বাস্থ্য
৫. সংসার ও দাম্পত্য জীবনে আসে শান্তি ও স্থিতি

বীর্য নষ্ট হলে যা হয়ঃ
=================
- শরীরে দুর্বলতা ও অক্ষমতা তৈরি হয়
- মুখের উজ্জ্বলতা নষ্ট হয়।
- মস্তিষ্ক হয় ভোঁতা ও স্মৃতিশক্তি কমে যায়।
- সন্তানদের দুর্বলতা ও অসুস্থতা দেখা দেয়।
- সংসারে অশান্তি ও হতাশা বাড়ে

করণীয়ঃ
======
১. অশ্লীলতা ও হস্তমৈথুন থেকে বিরত থাকুন
২. নিয়মিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন
৩. দুধ, খেজুর, বাদাম, ডিম ও মধু বেশি খান
৪. রাতে পর্যাপ্ত ঘুম ও শরীরচর্চা করুন

আমাদের পেজটিতে লাইক এবং সেয়ার দিয়ে সাথে থাকুন।

 #শারীরিক_শক্তি_বৃদ্ধি_করে_একটা_সহজ_উপায়🍀শক্তি যোগায়এতে প্রোটিন ও কার্বোহাইড্রেট থাকার কারণে দীর্ঘ সময় পেট ভরা থাকে।ক্ল...
21/09/2025

#শারীরিক_শক্তি_বৃদ্ধি_করে_একটা_সহজ_উপায়

🍀শক্তি যোগায়

এতে প্রোটিন ও কার্বোহাইড্রেট থাকার কারণে দীর্ঘ সময় পেট ভরা থাকে।

ক্লান্তি দূর করে শক্তি জোগায়।

🍀 হজমশক্তি বাড়ায়

ফাইবার সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে।

হজমে সহায়ক।

🍀রক্ত বাড়ায় (অ্যানিমিয়া প্রতিরোধে)

আয়রন থাকার কারণে রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।

বিশেষ করে নারীদের জন্য খুব উপকারী।

🍀হাড় ও দাঁতের জন্য ভালো

ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ হওয়ায় হাড়কে মজবুত করে।

দাঁতের ক্ষয় রোধে সহায়ক।

🍀 হৃদযন্ত্র সুস্থ রাখে

কোলেস্টেরল কমায়।

রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

🍀ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক

এতে থাকা জটিল কার্বোহাইড্রেট ধীরে হজম হয়।

রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না।

🍀 ওজন কমাতে সাহায্য করে

প্রচুর ফাইবার থাকার কারণে দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণ করে।

ফ্যাট কমাতে সহায়ক।

🍀ত্বক ও চুলের জন্য উপকারী

প্রোটিন ও ভিটামিন থাকার কারণে ত্বক উজ্জ্বল করে।

চুল পড়া কমায় এবং চুল মজবুত করে।

🍀পুরুষদের জন্য উপকারিতা

প্রাচীনকাল থেকে বলা হয় ভেজানো ছোলা পুরুষদের যৌন শক্তি বৃদ্ধি করে এবং বীর্য দ্রুত উৎপাদন ক্ষমতা ভারাতে সাহায্য করে ও বীর্য বৃদ্ধি করে।

যৌ**ন স্বাস্থ্য উন্নত করতে সহায়ক।

🍀 রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

জিঙ্ক, ম্যাগনেসিয়াম ও ভিটামিন থাকার কারণে ইমিউন সিস্টেম শক্তিশালী হয়

👉 সাধারণত রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খাওয়া সবচেয়ে উপকারী।
👉 কাঁচা ছোলা শসা, পেঁয়াজ, মরিচ দিয়ে সালাদ হিসেবেও খাওয়া যায়।

কবিরাজ ত্রিদিবেন্দ্র মোহন রায়
আয়ুর্বেদিক এন্ড হারবাল চিকিৎসক

 #আপনি_সকালে_খালি_পেটে_এই_চারটি জিনিস খাবেন।আদা, লবঙ্গ, এলাচি, গোলমরিচ। কার্যকরীতাঃ👉 হজম শক্তি বৃদ্ধি করে। 👉 রুচি বাড়ায়।...
17/09/2025

#আপনি_সকালে_খালি_পেটে_এই_চারটি জিনিস খাবেন।
আদা, লবঙ্গ, এলাচি, গোলমরিচ।

কার্যকরীতাঃ
👉 হজম শক্তি বৃদ্ধি করে।
👉 রুচি বাড়ায়।
👉 গ্যাষ্টিক, আলসার হতে বাঁধা দেয়।
👉 টেষ্টটোস্টেরন হরমোন বৃদ্ধি করে।
👉ধাতু দুর্বলতা দূর করবে বীর্য ঘন করবে।
👉 শুক্রাণু বৃদ্ধি করে।
👉 চেহারার সৌন্দর্য ধরে রাখে।
👉 কর্মউদ্দিপনা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

আজ থেকে আপনিও শুরু করুন। সুস্থ থাকুন।

14/09/2025
বাতের সমস্যার জন্য  সন্ধিবাত ইন্ডিয়ান তেল টি ব্যাবহার করুন।।
13/09/2025

বাতের সমস্যার জন্য সন্ধিবাত ইন্ডিয়ান তেল টি ব্যাবহার করুন।।

 #পেনজিংপুরুষের সমস্যার জন্য
12/09/2025

#পেনজিং
পুরুষের সমস্যার জন্য

11/09/2025

#নারী_কখন_সবচেয়ে_বেশি_যৌনমিলন #করতে_চায় ?
#আপনার_স্ত্রী_যখন_কামনার_আগুনে #পুড়ছে_তখন_আপনি_কেন_ক্লান্তিতে
#ঢলে_পড়ছেন?
ভেবেছেন কি, ভালোবাসার কমতি? আকর্ষণ ফুরিয়ে গেছে? উত্তরটা হলো, না। আপনাদের মাঝের এই দূরত্বের কারণ ভালোবাসা বা আকর্ষণের অভাব নয়, বরং এক নির্মম ও আদিম জৈবিক সত্য, যা আপনারা দুজনেই জানেন না। আপনারা একই বিছানায় শুয়েও আসলে দুটি ভিন্ন টাইমজোনে বাস করছেন।

নারীদের জন্য ভয়ংকর সত্য
রাত আটটা থেকে দশটা। দিনের সব কাজ শেষে আপনার মন যখন শান্ত, শরীর চাইছে একটু উষ্ণতা, একটু ঘনিষ্ঠতা। আপনার শরীরে তখন যৌন আকাঙ্ক্ষা সর্বোচ্চ শিখরে। আপনি চাইছেন আপনার পুরুষ সঙ্গী আপনাকে জাপটে ধরুক, আদর করুক, ভালোবাসায় ভরিয়ে দিক।

কিন্তু আপনার সঙ্গী? সে তখন সোফায় এলিয়ে পড়েছে বা ঘুমে ঢুলছে। আপনার কাছে এটা অবহেলা মনে হচ্ছে, তাই না? আপনি ভাবছেন, "সে কি আর আমাকে চায় না?"

আঁতকে ওঠার জন্য প্রস্তুত হোন: এই সময়ে আপনার পুরুষের শরীরে পুরুষত্বের হরমোন, অর্থাৎ টেস্টোস্টেরন, দিনের সর্বনিম্ন স্তরে থাকে। এটা কোনো মানসিক ব্যাপার নয়, এটা বিশুদ্ধ বায়োলজি। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পুরুষের শরীর যৌনতার জন্য তৈরিই থাকে না। তার শরীর তখন নিজেকে মেরামত করতে চায়, বিশ্রাম নিতে চায়। ভরা পেটে রাতের খাবারের পর তার রক্ত চলাচল হজম প্রক্রিয়ায় ব্যস্ত থাকে, যৌন অঙ্গে নয়। তাই আপনি যখন কামনার চূড়ায়, আপনার পুরুষ তখন জৈবিকভাবে প্রায় অক্ষম। তার পারফরম্যান্স খারাপ হতে বাধ্য এবং এটাই প্রকৃতির নিয়ম। সে আপনাকে ইচ্ছে করে ফিরিয়ে দিচ্ছে না, তার শরীরই তাকে দিয়ে এটা করাচ্ছে।

পুরুষদের জন্য বিস্ফোরক সত্য: আপনার ঘুমন্ত স্ত্রী আসলে এক ক্ষুধার্ত বাঘিনী, শুধু সঠিক সময়ে আঘাত হানতে হবে!
ভোর তিনটা থেকে সকাল ছয়টা। পৃথিবী যখন গভীর ঘুমে অচেতন, আপনার শরীরে তখন টেস্টোস্টেরনের বিস্ফোরণ ঘটে। মেডিকেলের ভাষায়, এই সময়ে আপনার টেস্টোস্টেরনের মাত্রা দিনের অন্য যেকোনো সময়ের চেয়ে ২৫ থেকে ৫০ শতাংশ বেশি থাকে। আপনার শরীর তখন যৌনতার জন্য পুরোপুরি প্রস্তুত। আপনার লিঙ্গ সবচেয়ে দৃঢ় থাকে, আপনার শক্তি থাকে সর্বোচ্চ। আপনি তখন বিছানার রাজা।

কিন্তু আপনার স্ত্রী? সে তখন গভীর ঘুমে। আপনার এই বিশালশক্তি আর উত্তেজনা তার কাছে বিরক্তির কারণ মনে হতে পারে। সে পাশ ফিরে শুয়ে আপনাকে এড়িয়ে যেতে পারে।
বিস্তারিত :01314514061

অর্স, বা পাইলসের জন্য অভায়ারিষ্ঠ খুব ভালো একটি কার্যকরী ঔষধ
09/09/2025

অর্স, বা পাইলসের জন্য অভায়ারিষ্ঠ খুব ভালো একটি কার্যকরী ঔষধ

  #গ্যানোপ্লেক্সপুরুষের যৌন সমস্যার জন্য ।।  #01314514061
06/09/2025


#গ্যানোপ্লেক্স
পুরুষের যৌন সমস্যার জন্য ।।

#01314514061

অর্শ বা পাইলস রোগের জন্য অভয়ারিষ্ট সেবন করুন।। বিস্তারিত 01314514061
30/08/2025

অর্শ বা পাইলস রোগের জন্য
অভয়ারিষ্ট সেবন করুন।।
বিস্তারিত
01314514061

29/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Touhidul Alam Shakil, Nur Mohammd, Al Marjan

সারিবাদ্যরিষ্ট
28/08/2025

সারিবাদ্যরিষ্ট

Address

Milik Bagha
6280

Alerts

Be the first to know and let us send you an email when আয়ুৃর্বেদিক ভেষজ চিকিৎসা কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আয়ুৃর্বেদিক ভেষজ চিকিৎসা কেন্দ্র:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Our Story

ডিগ্রী ঃবি.এ.ডি.এ.এম.এস ঢাকা বাংলাদেশ। রেজি নং- ২৬৯-এ