23/09/2025
#বীর্য_পুরুষের_আসল_শক্তির_ভাণ্ডার
======================
বীর্য হলো পুরুষের গুরুত্বপূর্ণ একটি শারীরিক উপাদান। এটি পৌরুষের প্রকাশক। এ ছাড়াও
১. বীর্য হলো হাড়ের শক্তি, জেনারেটরের তেল ও মুখের উজ্জ্বলতা।
২. যারা দীর্ঘদিন ধরে নিজের শক্তি সংরক্ষণ করে, তারা শুধু নিজেরাই নয়, তাদের পরিবার ও সন্তানরাও শক্তিশালী ও মেধাবী হয়।
৩. একজন পুরুষ যদি বীর্য নষ্ট না করে সংযমী জীবনযাপন করে, তবে সে সুস্থ, কর্মক্ষম এবং সুখী সংসার করতে সক্ষম হয়।
বীর্যের উপকারিতাঃ
==============
১. শরীরকে রাখে শক্তিশালী ও উদ্যমী
২.চোখে-মুখে এনে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা
৩. মস্তিষ্ককে করে ধারালো ও মেধাবী
৪. সন্তানদের মধ্যে আসে বুদ্ধি, শক্তি ও সুস্বাস্থ্য
৫. সংসার ও দাম্পত্য জীবনে আসে শান্তি ও স্থিতি
বীর্য নষ্ট হলে যা হয়ঃ
=================
- শরীরে দুর্বলতা ও অক্ষমতা তৈরি হয়
- মুখের উজ্জ্বলতা নষ্ট হয়।
- মস্তিষ্ক হয় ভোঁতা ও স্মৃতিশক্তি কমে যায়।
- সন্তানদের দুর্বলতা ও অসুস্থতা দেখা দেয়।
- সংসারে অশান্তি ও হতাশা বাড়ে
করণীয়ঃ
======
১. অশ্লীলতা ও হস্তমৈথুন থেকে বিরত থাকুন
২. নিয়মিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন
৩. দুধ, খেজুর, বাদাম, ডিম ও মধু বেশি খান
৪. রাতে পর্যাপ্ত ঘুম ও শরীরচর্চা করুন
আমাদের পেজটিতে লাইক এবং সেয়ার দিয়ে সাথে থাকুন।