15/03/2025
“...মানুষ ইলমের কদর বুঝে না, এজন্য ইলমের মজলিশে বসে না। ইলম হচ্ছে খাস নিয়ামত। নেয়ামতের কদর না করলে নেয়ামত থাকে না। নেয়ামতের শুকরগুজারী করতে হয়, নয়তো নেয়ামত ছলব হয়ে যায়। ইলম হলো অনেক বড় নিয়ামত। ইলম যত চর্চা করে তত বৃদ্ধি হবে। ইলম চর্চা না করলে অনেক সময় জানা বিষয়ও ভুল হয়ে যায়।
পবিত্র কুরআন শরীফ এবং হাদীস শরীফ নির্দিষ্ট। এই দুটি হতেই সবকিছু জানতে হবে, এগুলো থেকেই সব ইলম নিতে হবে। যারা গন্ডমুর্খ জাহিল তারাই মহাজ্ঞানী দাবী করে। যারা দুনিয়া তলবকারী তাদের চাহিদার শেষ নাই, আবার যারা ইলম তলবকারী তাদের ইলমের চাহিদার শেষ নেই। এজন্য সবারই ইলমি মজলিশের আলোচনাগুলো শোনা উচিত।
কার মুখ দিয়ে কখন কি শিক্ষণীয় বিষয় চলে আসে, তাতো ঠিক নাই। এজন্য ইলমের মজলিশে বসে ছোট বড় সবার আলোচনা শোনা উচিত। ইলম অনেক চর্চা করা উচিত এবং মজলিশে সকলের আলোচনা অনেক বেশী শোনা উচিত। শুনতে শুনতে একসময় হাকিকতে পৌঁছা যাবে অর্থাৎ ইলমের হক্কুল ইয়াকীন হয়ে যাবে।
আসলে মানুষের অন্তর শক্ত হয়ে আছে। মানুষ নাদান মূর্খ হয়ে গেছে। দুনিয়া হাসিল করার জন্য তারা কতবেশী পরিশ্রম করে অথচ পরকাল হাসিল করার জন্য তারা বিন্দুমাত্র চেষ্টা পরিশ্রম কোনটাই করে না।’...”