Nutritionist Jannatul Ferdousi

  • Home
  • Nutritionist Jannatul Ferdousi

Nutritionist Jannatul Ferdousi fitness and diet

A Healthy diet protects you from obesity, diabetes, cardiovascular disease,kidney disease, liver failure and additionally gives you a healthy life to lead.

দিন দিন সুপার ফুড হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বিটরুট। যদিও এটি একটি শীতকালীন ফল তবে বর্তমানে সারা বছর জুড়েই পাওয়া যায়।✅পুষ্ট...
21/09/2024

দিন দিন সুপার ফুড হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বিটরুট। যদিও এটি একটি শীতকালীন ফল তবে বর্তমানে সারা বছর জুড়েই পাওয়া যায়।

✅পুষ্টি উপাদান:
একটি বিটরুটে প্রতিদিনের প্রয়োজনের ভিটামিন সি , ভিটামিন বি৬, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ক্যালোরি, ফাইবার ছাড়াও প্রয়োজনীয় অনেক উপাদান রয়েছে।

✅উপকারিতা

১. গবেষণায় জানা গেছে বিটরুটে রয়েছে নাইট্রেটস, যা রক্তনালী প্রসারিত করে ও রক্তচাপ কমিয়ে দেয় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।

২. বিটরুটে থাকা নাইট্রেট এবং বেটালাইনস রক্তনালীর প্রদাহ কমিয়ে দেয়। এই দুটো উপাদান মিলেই শরীরে রোগের ঝুঁকি কমিয়ে দেয়।

৩. বিটরুটে থাকা আয়রন নতুন লোহিত রক্ত কণিকা তৈরি করতে সক্ষম যা অনিয়মিত মাসিক সমস্যা সমাধানে খুবই উপকারী।

৪. হজমের সমস্যায় ভুগলে বিট খাওয়া উপকারী। কারণ বিট আঁশ জাতীয় খাবার। বিটে থাকা ফাইবার খাবার হজমে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য, ডাইভার্টিকুলাইটিস এমনকি কোলন ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়।

৫. বিটে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা লুটেইন নামে পরিচিত। লুটেইন বয়স সম্পর্কিত চোঁখে রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এতে ফাইটোকেমিক্যাল রয়েছে যা চোঁখের স্বাস্থ্য এবং চারপাশের স্নায়ু টিস্যুগুলির শক্তি এবং সুস্থতা বাড়ায়।

৬. প্রতিদিন এক গ্লাস বিটের জুস ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টি-এজিং উপাদান ব্রণ, বলিরেখা, মেছতা দূর করে ত্বকের তারুণ্য ধরে রাখে।

❌কখন খাবেন না:

১. ডায়াবেটিস থাকলে বিট না খাওয়াই ভালো। বিটের গ্লাইসেমিক ইনডেক্স রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। তাই বিট খাওয়ার দরকার হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারবেন ডায়াবেটিস রোগীরা।

২. গলব্লাডার, কিডনিতে পাথর জমার সমস্যা থাকলে বিট খাওয়া চলবে না। কারণ বিটের অক্সালেট উপাদান এই শারীরিক সমস্যাকে বাড়িয়ে তোলে।

৩. রক্তচাপ কম হলে বিটরুট এড়িয়ে চলতে হবে। কারণ বিট খেলে রক্তচাপ আরও কমে যায়।

৪. অতিরিক্ত পরিমাণে বিট না খাওয়াই ভালো। এতে করে ত্বকে চুলকানি, অ্যালার্জি দেখা দিতে পারে।

Her dedication level✌️✌️
25/05/2023

Her dedication level✌️✌️

16/10/2022
https://youtu.be/NU6_aixXfik
15/10/2022

https://youtu.be/NU6_aixXfik

তথ্য গুলো ভাল লাগলে জানাবেন।এরকম আরো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।

👍👍
14/10/2022

👍👍

তথ্য গুলো ভাল লাগলে জানাবেন।এরকম আরো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।

13/10/2022

Alhamdulillah

হাতের কাছে থাকা সত্ত্বেও যে খাবার গুলোকে আমরা অবহেলা করি তার মধ্যে অন্যতম মিষ্টি কুমড়ার বিচি।১০০ গ্রাম কুমড়ার বিচি থেকে ...
29/09/2022

হাতের কাছে থাকা সত্ত্বেও যে খাবার গুলোকে আমরা অবহেলা করি তার মধ্যে অন্যতম মিষ্টি কুমড়ার বিচি।১০০ গ্রাম কুমড়ার বিচি থেকে ৫৬০ ক্যালরি পাওয়া যায়, তার মানে ক্ষুধা মেটানোর ক্ষেত্রে ভালোই উপকারী। প্রাকৃতিক পুষ্টি উপাদানের ‘পাওয়ার হাউস’ মিষ্টি কুমড়ার বিচিতে আছে ভিটামিন বি, ম্যাগনেশিয়াম, প্রোটিন ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ সব খাদ্য উপাদান।

ওজন কমানো, চুলের বৃদ্ধিসহ কুমড়োর বিচির নানা গুণ জেনে নেওয়া যাক—

✅ ‘হৃদ্‌যন্ত্র’ ভালো রাখতে
কুমড়োর বিচিতে আছে শরীরের জন্য প্রয়োজনীয় চর্বি, ফাইবার এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। সবই হৃদ্‌যন্ত্রের জন্য উপকারী। এতে আছে ফ্যাটি অ্যাসিড, যা খারাপ রক্তের কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায়। ম্যাগনেশিয়ামের উপস্থিতি ও রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

✅ভালো ঘুম
কুমড়োর বিচিতে আছে সেরোটোনিন। স্নায়ু নিয়ন্ত্রক এই রাসায়নিক বস্তুকে প্রকৃতির ঘুমের বড়ি বলা হয়। ট্রাইপটোফ্যান নামের অ্যামিনো অ্যাসিড শরীরে গিয়ে সেরোটোনিনে রূপান্তরিত হয়, যা ঘুম নিশ্চিত করে। ঘুমানোর আগে মুঠভর্তি কুমড়োর বিচি এনে দেবে পুরো রাত্রির শান্তি।

✅জ্বালাপোড়ার অনুভূতি কমায়
পেশির জ্বালাপোড়ার অনুভূতি কমানোর ক্ষমতা আছে কুমড়োর বিচির। এ ছাড়া বাতের ব্যথাও কমায় এটি। অস্থিসন্ধির ব্যথা কমাতে এর তেলও ভালো কাজে দেয়।

✅ রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়
প্রচুর পরিমাণে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা কমিয়ে দেয় এটি।

✅ ভালো রাখে প্রোস্টেট
কুমড়োর বিচিতে আছে জিংক। যা পুরুষের উর্বরতা বাড়ায় ও প্রোস্টেটের সমস্যা প্রতিরোধ করে। এতে আছে ডিএইচইএ (ডাই-হাইড্রো এপি-অ্যান্ড্রোস্টেনেডিয়ন), যা প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমায়।

✅ডায়াবেটিসেও উপকারী
শরীরে নিয়মিত ইনসুলিন সরবরাহ করে এবং ক্ষতিকর অক্সিডেটিভ চাপ কমায়। এ ছাড়া হজমে সাহায্য করে এমন প্রোটিনও সরবরাহ করে কুমড়োর বিচি, ফলে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে থাকে।

✅ ওজন কমাতে সাহায্য করে
ওজন কমাতেও সাহায্য করে কুমড়োর বিচি! ছোট্ট এই খাবারেই পেট পূর্ণ থাকে অনেকক্ষণ। আর আশজাতীয় খাবার বলে হজমেও সময় লাগে। ফলে ক্ষুধা পায় না, শুধু শুধু বাড়তি খাবার শরীরে ঢোকার সুযোগ পায় না।

✅দীর্ঘ চুলের নিশ্চয়তা
এতে আছে কিউকুরবিটিন, এমন এক অ্যামিনো অ্যাসিড যা চুলের বৃদ্ধিতে ভূমিকা রাখে। এ ছাড়া ভিটামিন সিও আছে কুমড়োর বিচিতে, যা চুলের বৃদ্ধি বাড়ায়।

যেভাবে খাবেন কুমড়োর বিচি
🎃কাঁচা খেতে পারেন কিংবা একটু ভেজে নিয়েও খাওয়া যায় বাদাম এর সাথে।
🎃ওটস কলা,দুধ এর সাথে মিশিয়েও খাওয়া যেতে পারে

:
The potential of pumpkin seeds as a functional food ingredient: A review
Author links open overlay panelJoachim M.DottoacJames S.Chachab.

https://doi.org/10.1016/j.sciaf.2020.e00575

কিভাবে আরো সাফল্য নিয়ে আসা যায়,কিভাবে বিজনেস টা আরো বড় করব,দামী গ্যাজেট না থাকলে মানুষ কি ভাববে? এরকম হাজার চিন্তা করতে ...
07/03/2022

কিভাবে আরো সাফল্য নিয়ে আসা যায়,কিভাবে বিজনেস টা আরো বড় করব,দামী গ্যাজেট না থাকলে মানুষ কি ভাববে?
এরকম হাজার চিন্তা করতে গিয়ে নিজের শরীরের দিকে খেয়াল করার সময় কোথায় আমাদের!! দিব্যি তো ভালই আছি।কিন্তু যখনই আপনি ৩০ পার হচ্ছেন তখন থেকেই আপনার শরীর আর গঠিত হবেনা সে বরং ভাংতে শুরু করবে।এই ভাংগা-গড়ার ব্যালেন্স করতেই আপনাকে আপনার খাদ্যতালিকার দিকে নজর দিতে হবে।বলছিনা যে আপনি নির্দিষ্ট কিছু ছাড়া আর কিছুই খেতে পারবেন না বরং আপনি সবকিছু ব্যালেন্স করে খেলেই ইংশাআল্লাহ যতদিন বাচঁবেন সুস্থভাবেই বাচঁবেন।

✅সকালের নাস্তা অবশ্যই ৯ টার মধ্যেই সেটা ভাত,রুটি যাই হোক তার সাথে প্রোটিন জাতীয় ডিম,ডাল অথবা সবজি রাখতে হবে।

✅বেলা ১১_১২ টায় ৪-৫ টা যেকোন বাদাম,ফল

✅দুপুর ২_২.৩০ এর মাঝেই ভাত অল্প পরিমাণে সাথে মাছ ১ পিস/মাংস ২ পিস সবজি,সালাদ খেতে হবে।

✅বিকেল এ ভাজাপোড়া না খেয়ে আপনি একটি ফল অথবা টকদই ১ কাপ খেতে পারেন

✅রাত ৮.৩০ এর মাঝেই খাবার কমপ্লিট করতে হবে সেটা যারা রুটি খান সেটি পাতলা সাইজের ২ টি সাথে ডাল,সবজি,সালাদ রাখতে পারেন।

✅ঘুমানোর আগে খিদে পেলে ১ মুঠ মুড়ি অথবা ২_৩ টা বাদাম অথবা ১/২ কাপ সর ছাড়া দুধ খেতে পারেন।

বি,দ্রঃ খাদ্যতালিকায় প্রচুর শাক সবজি,ফল ও ৪০ মিনিট হাটাহাটি এবং অল্প কিছু এক্সারসাইজের সাথে এই ব্যালেন্স ডায়েট টি যারা ওজন নিয়ন্ত্রনে এবং ফিট থাকতে চান তাদের জন্য উপকারী হবে আশা করি কিন্তু যারা ওজন বাড়াতে চান তাদের ক্ষেত্রে আলাদা।

😊😊ছবির খাবারগুলো আমার বিকেল ৫ টার খাবার💪💪

Address


Telephone

+8801764884961

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Jannatul Ferdousi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nutritionist Jannatul Ferdousi:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share