Nawabi Medicine

Nawabi Medicine In Bangladesh, Nawabi medicines are the first who contained the richest blog & provide prophetic rem

নববি মেডিসিন একটা ই-কমার্স প্লাটফর্ম। ইসলামের আলোকে চিকিৎসা বিজ্ঞান কে সবার মাঝে ছড়িয়ে দেয়ার অন্তত একটা ক্ষুদ্র উদ্যোগ।
আমরা অনেকেই রাসূল (স) এর চিকিৎসা পদ্বতি নিয়ে একদম অজানায়। কুরআন ও সুন্নাহতে সরাসরি সত্তরটিরও অধিক ফল এবং হার্ভ নিয়ে বর্ণনা পাওয়া যায়। সেসব হার্ভ, ফুড, এবং ইসলামি নির্দেশনায় অনুমোদিত অর্গানিক পন্য নিয়ে গঠিত নববি মেডিসিন । স্বাস্থ্যকে চারভাগে ভাগকরা হয়েছে ইসলামে। যেমন- শারীরিক সুস্হতা, মানসিক সুস্হতা, সামাজিক সুস্হতা, আধ্যাত্নিক সুস্হতা। এসব স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপর্ণ দিক-নির্দেশনা থাকছে নববি মেডিসিন ব্লগে।

21/08/2021

/কালো জিরা
বুখারি- হা/৫৬৮৭

খালিদ ইবনু সা‘দ হতে বর্ণিত। তিনি বলেন, আমরা (যুদ্ধের অভিযানে) বের হলাম। আমাদের সঙ্গে ছিলেন গালিব ইবনু আবজার। তিনি পথে অসুস্থ হয়ে গেলেন। এরপর আমরা মদিনায় ফিরলাম তখনও তিনি অসুস্থ ছিলেন। তাঁকে দেখাশুনা করতে আসেন ইবনু আবূ ‘আতীক। তিনি আমাদের বললেনঃ তোমরা এ কালো জিরা সাথে রেখ। এত্থেকে পাঁচটি কিংবা সাতটি দানা নিয়ে পিষে ফেলবে, তারপর তন্মধ্যে যাইতুনের কয়েক ফোঁটা তৈল ঢেলে দিয়ে তার নাকের এ দিক-ওদিকের ছিদ্র দিয়ে ফোঁটা ফোঁটা করে প্রবিষ্ট করাবে। কেননা, ‘আয়িশাহ আমাদের নিকট বর্ণনা করেছেন যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ এই কালো জিরা ‘সাম’ ছাড়া সব রোগের ঔষধ। আমি বললামঃ ‘সাম’ কী? তিনি বললেনঃ মৃত্যু।

13/08/2021

/উটের দুধের সাহায্যে চিকিৎসা-

আনাস (রাঃ) হতে বর্ণিত। কতক লোক রোগে আক্রান্ত হয়েছিল, তারা বললঃ হে আল্লাহর রাসূল! আমাদের আশ্রয় দিন এবং আমাদের খাদ্য দিন। অতঃপর যখন তারা সুস্থ হল, তখন তারা বললঃ মদিনা’র বায়ু ও আবহাওয়া অনুকূল নয়। তখন তিনি তাদেরকে তাঁর কতগুলো উট নিয়ে ‘হাররা’ নামক জায়গায় থাকতে দিলেন। এরপর তিনি বললেনঃ তোমরা এগুলোর দুধ পান কর। যখন তারা আরোগ্য হল তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর রাখালকে হত্যা করে ফেলল এবং তাঁর উটগুলোকে হাঁকিয়ে নিয়ে চলল। তিনি তাদের পশ্চাতে ধাওয়াকারীদের পাঠালেন। এরপর তিনি তাদের হাত পা কেটে দেন এবং তাদের চক্ষুগুলোকে ফুঁড়ে দেন। বর্ণনাকারী বলেনঃ আমি তাদের এক ব্যক্তিকে দেখেছি। সে নিজের জিভ দিয়ে মাটি কামড়াতে থাকে, অবশেষে মারা যায়।
বর্ণনাকারী সাল্লাম বলেনঃ আমার নিকট সংবাদ পৌঁছেছে যে, হাজ্জাজ ইবনু ইউসুফ আনাস (রাঃ)-কে বলেছিলেন, আপনি আমাকে সবচেয়ে কঠোর শাস্তি সম্পর্কে বলুন, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। তখন তিনি এ হাদীসটি বর্ণনা করেন। এ খবর হাসান বসরীর কাছে পৌঁছলে তিনি বলেছিলেনঃ যদি তিনি এ হাদীস বর্ণনা না করতেন তবে আমার মতে সেটাই ভাল ছিল।

বুখারি হা/৫৬৮৫

12/08/2021

/khub interesting-

আবূ সা‘ঈদ (রাঃ) হতে বর্ণিত। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললঃ আমার ভাইয়ের পেটে অসুখ হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে মধু পান করাও। এরপর লোকটি দ্বিতীয়বার আসলে তিনি বললেনঃ তাকে মধু পান করাও। অতঃপর তৃতীয়বার আসলে তিনি বললেন তাকে মধু পান করাও। এরপর লোকটি এসে বললঃ আমি অনুরূপই করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ সত্য বলেছেন, কিন্তু তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে। তাকে মধু পান করাও। অতঃপর সে তাকে পান করাল। এবার সে রোগমুক্ত হল।

-বুখারি হা/ ৫৬৮৪

11/08/2021

/‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন দ্রব্য ও মধু অধিক পছন্দ করতেন।
- বুখারি হা/ ৫৬৮২

10/08/2021

/নিরাময় আছে তিনটি জিনিসে।

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন,
তিনটি জিনিসের মধ্যে রোগমুক্তি আছে। মধু পানে, শিঙ্গা লাগানোতে এবং আগুন দিয়ে দাগ লাগানোতে। আমার উম্মাতকে আগুন দিয়ে দাগ দিতে নিষেধ করছি। হাদীসটি ‘মারফূ’।

-বুখারি হা/৫৬৮০

আমাদের স্পোন্সার করা শর্ট ফিল্ম ভিড়িও লিঙ্কঃ https://youtu.be/CHZQuMCivHk
03/08/2021

আমাদের স্পোন্সার করা শর্ট ফিল্ম ভিড়িও লিঙ্কঃ https://youtu.be/CHZQuMCivHk

\ ওহীর জ্ঞানে সন্দেহের লেশমাত্র নেই /* রোগ নিরাময়ের জন্য যেসব প্রেসক্রিপশন কুর‍আন এবং হাদিসে এসছে  সেসব প্রেসক্রিপশনকে ন...
25/07/2021

\ ওহীর জ্ঞানে সন্দেহের লেশমাত্র নেই /
* রোগ নিরাময়ের জন্য যেসব প্রেসক্রিপশন কুর‍আন এবং হাদিসে এসছে সেসব প্রেসক্রিপশনকে নববি মেডিসিন হিসেবে সংজ্ঞায়িত করা হয়। এছাড়া, প্রফেটিক মেডিসিন বা তিব্বুন নববি বা আরো অন্যান্য নামেও অবিহিত করা হয়।
**নববি মেডিসিন সেকেলে নয়। এমন কোন আয়াত বা হাদিস খুজে পাওয়া যাবে না যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে পরস্পরবিরোধী। বরং, ইসলামে স্বাস্থ্যের সংজ্ঞার ব্যাপকতা আধুনিক চিকিৎসা থেকেও বেশি।
নিম্নে কিছু রোগ ও বিভিন্ন বিষয়ের অবস্থা বা নির্দেশনা উল্লেখযোগ্যঃ

১। ড্রপসি (দেহে পানি আসা),
২। আঘাত বা কাটা গেলে,
৩। সাধারণ শারীরিক অসুস্থতায়,
৪। এপিলেপসি (কাঁপুনি বা খিঁচুনি)
৫। নিতম্বের ব্যাথা,
৬। কোষ্ঠকাঠিন্য,
৭। স্কিন র‍্যাশ(চামডায় লাল লাল ফুসকুডি) ও চুলকানি,
৮। প্লুরিসি(ফুসফুসের চারপাশে ঝিল্লি প্রদাহ)
৯।মাথাব্যাথা ও মাইগ্রেনের সমস্যা,
১০। টনসিলের প্রদাহ,
১১। হার্টের রোগ,
১২। ফল ও খাদ্যের বিভিন্ন সাইড ইফেক্ট নিষ্ক্রিয়করণ,
১৩। রোগ নিরাময়ের সময় আহারের ধরন,
১৪। কনজাংটিভাইটিস(চোখ উঠা),
১৫। নারকোলেপ্সি (বেশি ঘুম),
১৬। খাদ্য ও পানীয়তে মাছির সংক্রমণ,
১৭। পিম্পল (ব্রণ বা ফুসকুডি),
১৮। টিউমার বা ফোডা,
১৯। পয়েজনিং( বিষক্রিয়া),
২০। জাদু-টোনা,
২১। সংক্রামক রোগ,
২২। মেডিসিন ব্যববহারের ফলে রোগ নিরাময়ের লুকায়িত কারণ,
২৩। এ্যালকোহল এর ব্যবহার,
২৪। পারফিউমের ব্যবহার,
২৫। ব্যাঙ এর ব্যবহার,
২৬। উকুনের সমস্যা,
২৭। বদনজর,
২৮।পশুর কামড় (সাপ বা বিচ্চু),
২৯। ঘা,
৩০। আলসার বা ক্ষত,
৩১। সাধারণ ব্যাথা,
৩২। আকস্মিক দুর্ঘটনা বা ঘূর্ণিঝড়ে পতিত হলে,
৩৩। দুংখ বা হতাশা আসলে,
৩৪। আগুন ছড়িয়ে গেলে,
৩৫। ভয় এবং অনিদ্রা,
৩৬।সুস্থ থাকতে,
৩৭। খাওয়ার সময় বসার নিয়ম,
৩৮। তিন আঙ্গুল ব্যবহার,
৩৯।চোখের যত্নে,
৪০। ঘুমের নিয়ম,
৪১। ঘুম থেকে উঠার সময়,
৪২। সেক্সুয়াল কর্মকান্ড,
৪৩। শারীরিক কসরত,
৪৪। বেভারেজ (তরল পানীয়),
৪৫। হিজামাহ (কাপিং),
৪৬। দাঁতের যত্নে,
৪৭। অধিক খাদ্যের সংমিশ্রণ সম্পর্কে,
৪৮) বুমি করা,
ইত্যাদি।

…..\\\ উল্লিখিত বিষয়গুলো নিয়ে যেসব প্রেসক্রিপশন ইসলামে বর্ণিত হয়েছে তা জানতে নববি মেডিসিন বিষয়ক অন্তত দুই একটি বই পড়ুন। আর, আমাদের থেকেও জানতে পারবেন। মেসেজ করুন আমাদেরকে। আমরা আছি আপনার অপেক্ষায়।
....\\\ আবু হুরায়রা(রাঃ) সুত্রে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন, আল্লাহ্‌ এমন কোন রোগ পাঠাননি যার আরোগ্যের ব্যাবস্থা দেননি। ( সহিহুল বুখারি, হা- ৫৬৭৮ )

তাকবির- "আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর , ওয়ালিল্লাহিল হাম...
20/07/2021

তাকবির-
"আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর , ওয়ালিল্লাহিল হামদ। "

নববি মেডিসিন এর পক্ষ থেকে সবাইকে ঈদ-উল-আযহার শুভেচছা।

23/05/2021

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে পনির খাওয়ার শেষে ওযূ করতে দেখেছেন। তিনি এও দেখেছেন যে, তিনি একবার বকরীর কাঁধের গোশত আহার করলেন। অথচ ওযূ না করেই সালাত আদায় করলেন।

~সহীহ শামায়েলে তিরমিযী-১৩০

22/05/2021

আবু উবায়দ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এক ডেগ গোশত রান্না করলাম। তিনি বকরীর সামনের উরুর গোশত অধিক পছন্দ করতেন। তাই আমি তাকে সামনের একটি পা দিলাম। তারপর তিনি বললেন, আমাকে সামনের আরেকটি পা দাও। তখন আমি তাকে সামনের আরেকটি পা দিলাম। তারপর তিনি পুনরায় বললেন, আমাকে সামনের আরেকটি পা দাও। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! বকরীর সামনের পা কয়টি থাকে? তিনি বললেন, সে মহান সত্তার কসম, যার হাতে আমার জীবন! যদি তুমি চুপ থাকতে তাহলে আমি যতক্ষণ সামনের পা চাইতাম, ততক্ষণ তুমি দিতে পারতে।
~ সহীহ শামায়েলে তিরমিযী-১২৬

21/05/2021

খালিদ ইবনু সা‘দ হতে বর্ণিত। তিনি বলেন, আমরা (যুদ্ধের অভিযানে) বের হলাম। আমাদের সঙ্গে ছিলেন গালিব ইবনু আবজার। তিনি পথে অসুস্থ হয়ে গেলেন। এরপর আমরা মদিনায় ফিরলাম তখনও তিনি অসুস্থ ছিলেন। তাঁকে দেখাশুনা করতে আসেন ইবনু আবূ ‘আতীক। তিনি আমাদের বললেনঃ তোমরা এ কালো জিরা সাথে রেখ। এত্থেকে পাঁচটি কিংবা সাতটি দানা নিয়ে পিষে ফেলবে, তারপর তন্মধ্যে যাইতুনের কয়েক ফোঁটা তৈল ঢেলে দিয়ে তার নাকের এ দিক-ওদিকের ছিদ্র দিয়ে ফোঁটা ফোঁটা করে প্রবিষ্ট করাবে। কেননা, ‘আয়িশাহ আমাদের নিকট বর্ণনা করেছেন যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ এই কালো জিরা ‘সাম’ ছাড়া সব রোগের ঔষধ। আমি বললামঃ ‘সাম’ কী? তিনি বললেনঃ মৃত্যু।

~সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)-৫৬৮৭.

20/05/2021

ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বস্তু কখনো ফেরত দেবে না- বালিশ, তৈল এবং দুধ।

~মুজামুল কাবীর লিত তাবারানী, হা/১৩১০০; জামেউস সগীর, হা/৫৩৫৭; শারহুস সুন্নাহ, হা/৩১৭৩; সিলসিলা সহীহাহ, হা/৬১৯।

19/05/2021

আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আতরদানি ছিল। তিনি তা হতে আতর লাগাতেন।

আবু দাউদ, হা/৪১৪৬; শারহুস সুন্নাহ, হা/৩১৬৭; জামেউস সগীর, হা/৮৯৬২।

20/04/2021

যে ব্যক্তি প্রত্যহ সকালবেলায় কয়েকটি আজ্ওয়া (মাদীনায় উৎপন্ন এক জাতীয় উৎকৃষ্ট মানের খেজুর) খাবে, ঐ দিন রাত অবধি কোন বিষ ও যাদু তার কোন ক্ষতি করবে না।
সহীহ বুখারি ৫৪৪৫, ৫৭৬৮, ৫৭৬৯

19/04/2021

বুসর আস-সুলামীর দু’ পত্র সূত্রে বর্ণিত। তারা উভয়ে বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে প্রবেশ করলেন। আমরা তাঁকে পনীর ও খেজুর খেতে দিলাম। তিনি পনীর ও খেজুর খুব পছন্দ করতেন।

(সুনান আবু দাউদ, হা- ৩৮৩৭)

18/04/2021

আয়িশাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুর দিয়ে তরমুজ খেতেন। তিনি বলতেনঃ এর ঠান্ডা ওটার গরম কমাবে এবং এর গরম ওটির ঠান্ডা কমিয়ে দিবে।

(সুনান আবু দাউদ, হা- ৩৮৩৬)

আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুরের সাথে শসা খেতেন। (সহীহ মুসলিম, হা...
17/04/2021

আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুরের সাথে শসা খেতেন।

(সহীহ মুসলিম, হা/৫৪৫১; আবু দাউদ, হা/৩৮৩৭; ইবনে মাজাহ, হা/৩৩২৫; মুসনাদে আহমাদ, হা/১৭৪১; দারেমী, হা/২০৫৮, শরহুস সুন্নাহ, হা/২৮৯৩; জামেউস সগীর, হা/৯০১১; সিলসিলা সহীহাহ, হা/৫৬।)

খেজুর কি শুধু ইফতারের সময়?
17/04/2021

খেজুর কি শুধু ইফতারের সময়?

Address

Home 35, Road 05, Section-1
Mirpur
1216

Telephone

+8801797880337

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nawabi Medicine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nawabi Medicine:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram