হোমিওপ্যাথি চিকিৎসা "BHMS Doctors"

হোমিওপ্যাথি চিকিৎসা "BHMS Doctors" হোমিওপ্যাথি চিকিৎসা নিন, সুস্থ থাকুন।

Follow this page.  Always be together 💓Dr.Arif Uddin BHMS DU
02/09/2023

Follow this page.
Always be together 💓
Dr.Arif Uddin BHMS DU

দক্ষিণ এশিয়ার বৃহত্তম বিজ্ঞান গবেষণাগার  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 💓💓"ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র "
16/07/2023

দক্ষিণ এশিয়ার বৃহত্তম বিজ্ঞান গবেষণাগার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 💓💓
"ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র "

08/07/2023

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু!!
🥲🥲
হাসপাতালে সর্বোচ্চ ৮২০!!

সদ্য নিয়োগপ্রাপ্ত BUMS/BAMS/BHMS ডাক্তারদের পোস্টিং জেলা,উপজেলা সরকারি  হাসপাতালে।।
06/07/2023

সদ্য নিয়োগপ্রাপ্ত BUMS/BAMS/BHMS ডাক্তারদের পোস্টিং জেলা,উপজেলা সরকারি হাসপাতালে।।

অরিজিনাল  জার্মানী হোমিওপ্যাথিক ওষুধ,  ডক্টর উইলমার শোয়াইব। (ব্রাকিগ্লট্টিস) কিডনি ও ব্লাডার জনিত সমস্যা এছাড়া ইউরিনারী ...
21/06/2023

অরিজিনাল জার্মানী হোমিওপ্যাথিক ওষুধ, ডক্টর উইলমার শোয়াইব। (ব্রাকিগ্লট্টিস)
কিডনি ও ব্লাডার জনিত সমস্যা এছাড়া ইউরিনারী সিস্টেমের ভালো মেডিসিন🌻 বিস্তারিত নিচে"!!

BRACHYGLOTTIS REPENS
Puka-Puka
(BRACHYGLOTTIS)

Fluttering sensation (Caladium). Kidney and bladder symptoms predominate. Produces symptoms of albuminuria. Itching in ears and nostrils. Bright's disease. Oppression of chest. Writer's cramp.

Abdomen.--Feeling as if something rolling about. Fluttering in region of o***y.

Urinary.--Pressure in neck of bladder; urging to urinate. Sense of swashing in bladder. Soreness in urethra; feeling as if urine could not be retained. Urine contains mucous corpuscles and epithelium, albumen and casts.

Extremities.--Cramp in fingers, thumb, and wrist when writing-soreness extending along flexor carpi ulnaris.

Relationship.--Compare: Apis; Helonias; Merc cor; Plumbum.

বিএইচএমএস ডিগ্রীকে মেডিসিন অনুষদে স্থানান্তরের বিষয়ে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডীন প্রফেসর ডাঃ শাহার...
21/06/2023

বিএইচএমএস ডিগ্রীকে মেডিসিন অনুষদে স্থানান্তরের বিষয়ে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডীন প্রফেসর ডাঃ শাহারিয়ার নবী শাকিল স্যারের সাথে ফলপ্রসূ আলোচনা হয়।হোমিওপ্যাথিক অফিসার্স এসোসিয়েশনের সম্মানিত সভাপতি DrmdAktheruzzahan Pulok ভাইয়ের নেতৃত্বে আমরা উপস্থিত ছিলাম। ইনশাআল্লাহ ভাল কিছুর অপেক্ষায় রইলাম........
(ডাঃ মোঃ মোজাহিদ মিয়া ভাইয়ের ওয়াল থেকে)

20/06/2023

জনপ্রিয়তা বাড়ছে,

হোমিওপ্যাথি চিকিৎসার ❤️
Arif Uddin "Doctor's page"

হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন ❤️❤️ ভালো কিছুর আশার অপেক্ষায় 🤘
19/06/2023

হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন ❤️❤️
ভালো কিছুর আশার অপেক্ষায় 🤘

BHMS (BCS Health)  এ অন্তর্ভুক্ত সকল হোমিওপ্যাথিক ডাক্তারদের অভিনন্দন 💓💓 এগিয়ে যাচ্ছে হোমিওপ্যাথি 💙
12/05/2023

BHMS (BCS Health) এ অন্তর্ভুক্ত সকল হোমিওপ্যাথিক ডাক্তারদের অভিনন্দন 💓💓
এগিয়ে যাচ্ছে হোমিওপ্যাথি 💙

02/05/2023

দেশের একমাত্র সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের BHMS কোর্সের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি সার্কুলার প্রকাশিত হলো 💞

12/03/2023

"এম বি বি এস" ভর্তি পরিক্ষার ফল প্রকাশ করা হবে আজ 🥰

01/03/2023

দুবাইয়ে আবারও কোরআন প্রতিযোগিতায়, প্রথম স্থান অর্জন করলো বাংলাদেশের হাফেজ ওয়াসিফ আহমদ📖💞
আলহামদুলিল্লাহ

শোক সংবাদ: সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ১৬ তম ব্যাচের  ডাঃ খন্দকার আল ইমরান স্ট্রোক করে ইন্তেকাল করেছেন।  ইন্না লি...
18/02/2023

শোক সংবাদ: সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ১৬ তম ব্যাচের ডাঃ খন্দকার আল ইমরান স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন😢😢
হে আল্লাহ ভাইটিকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন,আমিন।

একটি বিশেষ সতর্কতা মূলক পোষ্ট: বাঁচতে হলে জানতে হবে। মিনিকেট চালের ভাত গরমকালেও অনেকক্ষণ ভালো থাকে! আহারে! কত ভালো চাল! ...
19/01/2023

একটি বিশেষ সতর্কতা মূলক পোষ্ট: বাঁচতে হলে জানতে হবে।
মিনিকেট চালের ভাত গরমকালেও অনেকক্ষণ ভালো থাকে! আহারে! কত ভালো চাল! তাইনা?
আসুন জেনে নিই আসলেই কি আমরা ভালো চাল খাচ্ছি?নাকি আবর্জনা?
❌ মিনিকেট নামে কোন ধান চাষ হয়না বাংলাদেশে।
তাহলে, এই চাল বাজারে আসে কোথা থেকে- এই প্রশ্নের উত্তর খুব সহজ, মিনিকেট চাল তৈরী হয় কারখানায়।
🌾দেশী জাতের ধান (মোটা চালের) চালকলে আসার পর শুরু হয় তেলেসমাতি। প্রথমে ধানের খোসা ছাড়ান হয়। খোসা ছাড়ানোর পর চালের অকৃত্রিম/ন্যাচারাল রঙে কিছুটা খয়েরি/বাদামি আভা থাকে। এরপর কেমিক্যাল ও হোয়াইটনার মেশিনের মাধ্যমে চালের খয়েরি/বাদামি আভার আবরণটিকে আলাদা করা হয়। এই আবরণটি বাদ দেওয়ার পর চাল কিছুটা সরু ও সাদা হয়। এখানেই শেষ নয়, পলিশার মেশিনের মাধ্যমে পলিশ করলেই হয়ে গেল মিনিকেট চাল।
🗣️এবার প্রশ্নের তীর তাক করে কেউ বলতেই পারেন- মোটা চালকে এতোভাবে প্রসেস করে মিনিকেট বানালে তো চাল ব্যবসায়ীর ক্ষতি।
এবার ক্ষতির হিসেবটা করা যাক- ১০০০কেজি মোটা চাল প্রসেস করে মিনিকেট বানালে সাধারণত চাল পাওয়া যায় ৯৩৩কেজি, সাদা খুদ ২৬.৫ কেজি, কালো খুদ ১৪কেজি, মরা চাল ৪.৫ কেজি, ময়লা ০.৭৫ কেজি এবং পলিশ ২৭ কেজি। যোগ করলে দেখা যায় এক হাজার কেজি চাল প্রসেস করার পর পাওয়া যাচ্ছে প্রায় ৬কেজি বেশী।
এই ছয় কেজি হচ্ছে জলীয় বাষ্প ও পানি। রাইস ব্রান তেল কারখানাগুলো পলিশ কিনে নেয়, সাদা খুদ বাজারে চালের অর্ধেক দামে বিক্রি হয়। কালো খুদ আর মরা চাল পশুখাদ্য হিসেবে বিক্রি হয়। ভাবছেন চাল প্রসেসের খরচ কত? ১০০০কেজি মোটা চাল প্রসেস করে মিনিকেট বানাতে খরচ হয় মাত্র ৯০০টাকা হতে ১৫০০টাকা। অর্থাৎ কেজিপ্রতি ৯০পয়সা থেকে দেড় টাকা।
🤔মোটা চাল প্রসেস করে মিনিকেট বানিয়ে বিক্রেতা একটু বেশী লাভ করলে ক্রেতার ক্ষতি কি?
ছোট ক্ষতি হচ্ছে ক্রেতা চিকন চালের দামে মোটা চাল কিনছেন, অর্থাৎ কেজিতে ১৫থেকে ২০টাকা পর্যন্ত ঠকছেন। বড় ক্ষতি হলো কেজিতে ১৫ থেকে ২০টাকা বেশী দিয়ে মিনিকেট চাল নয়, ক্রেতা কিনছেন মোটা চালের আবর্জনা। কারণ, প্রসেস করার মাধ্যমে চালের উপরি আবরণ (bran অর্থাৎ pericarp, seed coat, aleurone layer, embryo) বা পুষ্টিকর অংশ বাদ দেওয়া হয়।
উল্লেখ্য, চালের সর্বমোট ৮৫ ভাগ ভিটামিন B3 থাকে pericarp–এ, প্রোটিন আর ফ্যাট থাকে Aleurone layer -এ, খনিজের ৫১ ভাগ ও মোট আঁশের ৮০ ভাগ থাকে bran –এ, ভিটামিন B1 ও ভিটামিন E থাকে embryo -তে। চালের সব পুষ্টিকর উপাদান তেলের মিলে বিক্রির জন্য প্রসেস করে আলাদা করার পর চাল আর চাল থাকেনা, হয়ে যায় চালের আবর্জনা।
❌ মিনিকেট চাল নামে চালের আবর্জনাকে যতোটা ক্ষতিকর মনে করছেন বাস্তবে আরও বেশী ক্ষতিকর। মোটা চালকে মিনিকেটে রূপান্তর করার বিভিন্ন পর্যায়ে সোডিয়াম হাইড্রোক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্লোরাইড + টুথপেস্ট +এরারুটের মিশ্রণ, সোয়াবিন তেল, ফিটকারি, বরিক পাউডার ব্যবহার করা হয়। প্রতি মৌসুমেই বের হয় নিত্য নতুন কৌশল।
❌ মিনিকেট চালে কখনো পোকা ধরেনা। কারণ পোকাও জানে এই চাল খাওয়ার যোগ্য নয়, এতে পুষ্টিগুণ নেই।
অথচ দেখতে সুন্দর এই অখাদ্যকে আমি আপনি আমাদের পরিবার কে নিশ্চিন্তে খাওয়াচ্ছি এবং নিজেরাও খাচ্ছি!
কিন্তু কেন!?😕
✨শুধু চাল নয়, এমন আরও হাজারো অখাদ্য, আবর্জনা আমরা প্রতিনিয়ত খেয়ে যাচ্ছি জেনে- না জেনে আর তার ফলাফল স্বরূপ ভুগতে হচ্ছে কঠিন কঠিন রোগে সেই সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছি এক ভয়াবহ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনব্যবস্থা!
হিসেব টা মেলানো খুবই সহজ, বাড়িতে কোনো মুরব্বী থাকলে একটু জেনে নিতে হবে আগেকার দিনে তারা কেমন খাবার খেয়ে জীবন যাপন করেছে আর তাদের রোগ বালাই কেমন ছিলো এবং তাদের চিকিৎসা-ই বা কেমন ছিলো।
আজকের দিনে আমরা হাজারো নিত্য নতুন রোগে আক্রান্ত হচ্ছি আর নিত্য নতুন ঔষধ সেবন করে চলেছি যা একটা রোগকে ঠিক করে আরো শত রোগের জন্ম দিচ্ছে আমাদের শরীরে। এ যেনো এক চোরাবালির মধ্যে ডুবে আছি আমরা।
"সুস্বাস্থ্য যেমন সকল সুখের মূল,
ঠিক তেমন স্বাস্থ্যকর খাবার সুস্বাস্থের মূল।"
অতএব,
"বাঁচতে হলে জানতে হবে,
স্বাস্থ্যবিধি সঠিক ভাবে মানতে হবে,
অস্বাস্থ্যকর খাবারকে ভুলতে হবে,
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে"
(সংগৃহীত)

03/01/2023

🩺🩺 আঘাতের স্থান ও হোমিওপ্যাথিক মেডিসিন-
-------------------------------------------

♦ মাংশে আঘাতে থেঁতলিয়ে গেলে- Arnica Mont
♦ হাড়বিহীন স্থানে আঘাতে টাটানি ব্যথা - Bellis Per.
♦ পুরাতন বা বহুদিনের আঘাতে - Bellis Pere.
♦ মাংশল স্থানে আঘাতে ভীষণ যন্ত্রণা - Hypericum.
♦ অস্থি আঘাতে প্রথমে Amica পরে Ruta এটাও ব্যর্থ হলে - Symphytum.
♦ আঘাতে শিরা কেটে বা ফেটে গিয়ে কাল রক্ত ঝরে ও টাটানি ব্যথা থাকে Hamamalis.
♦ উপশিরার আঘাতে- Amica Mont.
♦ শিরায় আঘাত পেয়ে রক্ত সঞ্চয়ে- Bellis Per.
♦ অস্থিবারণে আঘাত প্রাপ্ত স্থানে গুটি হলে - Ruta অমোঘ
♦ দেহের যে কোন প্রান্তদেশে যেমন হাত-পায়ের আঙুল, মস্তক-শীর্ষ ও ঠোঁটে আঘাতে- Hypericum.
♦ মাথার আঘাতে থেঁতলানসহ অজ্ঞান হলে Arnica আর পড়ে গিয়ে অজ্ঞান হলে Natrum Sulph.
♦ মাথার আঘাতে ঘুম ঘুম ভাব দেখা দিলে এবং নিশ্চুপ থাকলে O***m.
♦ আঙ্গুলের নখ ছেঁচে গেলে A Crude প্রয়োগে নখ স্বাভাবিক হয়।
♦ মাথায় আঘাতের কারণে কোন রোগ হলে- Natrum Sulph.
♦ মাথার আঘাতে অনবরত যন্ত্রণা করতে থাকলেও - N Sulph
♦ চোখের ভয়ংকর আঘাতে- Symphytum/ Artimesia
♦ চোখে আঘাতে কালশিরা পড়া Ledum Pal.
♦ চোখের ভিতর আঘাতে কেটে ছিঁড়ে গেলে Urtica Urens.
♦ আঘাতে বা প্রচন্ড কাশিতে চোখের সাদা অংশে রক্ত সঞ্চয় - Arnica.
♦ অন্ডকোষে আঘাতে Conium Macu
♦ স্তনের আঘাতে Conium Macu.
♦ হাতের কব্জি বা পায়ের গোছ মচকিয়ে গেলে- Ruta/ Carbo Animalis
♦ সামান্য ওজনের বস্তু তুলতেও মচকিয়ে যায় - Carbo Animalis
♦ সন্ধিতে আঘাত পেয়ে টাটানি যন্ত্রণা থাকলে- Bellis pere
♦ মেরুদন্ডের আঘাতে- Arnica / Hypericum.
♦ নরম অস্থিতে আঘাতের ফলে ব্যথা - Symphytum.
♦ অস্থি আবরণে আঘাতে ব্যথা হলে- Ruta.
♦ মস্তকে আঘাত পেয়ে মাথা গরম কিন্তু হাত-পা ঠান্ডা- Arnica Mont
♦ মাথার আঘাতে Helleborus 30/200 উত্তম ঔষধ।
♦ কানের আঘাতে কানে শ্রবণ বিকৃতি ঘটলে - Conium Macu.
♦ শিরার আঘাতে Hypericum.
♦ চোখের তারকায় আঘাত - Symphytum.
♦ অন্ডকোষে আঘাত - Arnica / Conium.
♦ জরায়ু, স্তন ও ডিম্বকোষে আঘাতে স্থান হতে কালো রক্তস্রাব হলে - Badiaga.
♦ ভারী জিনিস তুলতে গিয়ে বুকের আঘাতে - Hypericum.
♦ ডিম্বকোষে আঘাত লেগে কালোবর্ণের রক্তস্রাব ঘটলে মেলিলোটাস ৩০ (হাসান মির্জা)
♦ ডিম্বকোষে ( ওভারি ) আঘাত - সোরিনাম ২০০ (হাসান মির্জা)।
♦ অস্থি-সন্ধিতে আঘাত লাগার পরে যেসব ক্ষেত্রে আর্নিকাতে বেদনা সারে না সেইসব ক্ষেত্রে ব্রায়োনিয়া প্রায়ই কাজে লাগে। ( কেন্ট )

(Collected)

টাইমলাইনে রেখে দিলাম, আপনাদের "হ্যাপি নিউ ইয়ার" স্বরণীয় হয়ে থাকুক।
01/01/2023

টাইমলাইনে রেখে দিলাম, আপনাদের "হ্যাপি নিউ ইয়ার" স্বরণীয় হয়ে থাকুক।

Happy birthday  🔮🔮Dr. Moin Ahmed Mamun vai.DPM,  AMC,  DGHS.
21/12/2022

Happy birthday 🔮🔮
Dr. Moin Ahmed Mamun vai.
DPM, AMC, DGHS.

Address

Mirpur

Telephone

+8801629478383

Website

Alerts

Be the first to know and let us send you an email when হোমিওপ্যাথি চিকিৎসা "BHMS Doctors" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to হোমিওপ্যাথি চিকিৎসা "BHMS Doctors":

Share

Category