20/08/2021
আমরা ডিজিএইচএস রেজিষ্ট্রেশন প্রাপ্ত (বিএএমএস বিইউএমএস বিএইচএমএস) ডাক্তার। আর আমাদের ডিগ্রী ইন্ডিয়া সহ অন্যান্য দেশে আমাদের ডিগ্রীরা ডাক্তার বলেই স্থায়ীভাবে স্বীকৃত। আমরা কেউই বিএমডিসি রেজিষ্ট্রেশন প্রাপ্ত ডাক্তার নই। তাদের কাউন্সিলের আওতাভুক্ত নই।
আমাদেরটা আইন আলাদা তাদেরটাও আইন আলাদা।
আমাদেরকে খুবই কৌশলে ফাসানো হচ্ছে।
আর [(এমবিবিএস (এএম), এমবিবিএস (এএস)] হচ্ছে ভুয়া ডাক্তার তাদেরকে ইন্ডিয়াতে ডিগ্রী ও ডাক্তার স্বীকৃতি দেয়নি ও বাংলাদেশে অল্টারনেটিভ মেডিকেল কেয়ার-এএমসি, স্বাস্থ্য অধিদপ্তর তাদেরকে কখনোই স্বীকৃতি দেয়নি।
পরিশেষে,
আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে,
MBBS(AM), MBBS (AS) ভুয়া ডিগ্রীধারী এরা।বাংলাদেশে প্রায় ১০ হাজার ভুয়া MBBS(AM/AS) ডিগ্রিধারী যারা কলকাতার একটি ভুয়া প্রতিষ্ঠান হতে টাকার বিনিময়ে নূন্যতম পড়াশুনা না করেই সার্টিফিকেট কিনে দেশের আনাচে কানাচে প্রাকটিস করা শুরু করছে।
তারা আসলে প্রকৃত MBBS চিকিৎসক নয়। ফলে MBBS(AM), MBBS (AS) নিজেদেরকে Alternative MBBS হিসেবে পরিচয় দেয়। তারা আসলে কোনো দেশেই স্বীকৃত নয়। তাই তারা নিজেদেরকে চিকিৎসক ও নামের আগে ডাঃ লেখার জন্য মহামান্য উচ্চ আদালতে রীট করে থাকে। মহামান্য আদালত তাদের রিট খারিজ করে দেন এবং MBBS(AM) MBBS (AS) ভুয়া ডিগ্রীধারীরা মহামান্য আদালতে নিজেদেরকে অল্টারনেটিভ চিকিৎসক হিসেবে দাবী করে। আসলে প্রকৃত পক্ষে তারা অল্টানেটিভ চিকিৎসক ও না। অল্টারনেটিভ চিকিৎসা বলতে (হোমিওপ্যাথি,ইউনানী, আয়ুর্বেদ) চিকিৎসাকে বলা হয় যা স্বাস্থ্য অধিদপ্তরের অল্টারনেটিভ মেডিকেল কেয়ার(AMC) যারা ঢাকা বিশ্ববিদ্যালয়/পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত MBBS সমমান বিএএমএস(BAMS) বিইউএমএস(BUMS), বিএইচএমএস(BHMS) ডাক্তার। তাই মহামান্য আদালতে সঠিক তথ্য-উপাত্ত্ব না দেয়ার ফলে হাইকোর্ট কিছু নির্দেশনা প্রদান করেন, সেখানে বলা হয়ে থাকে (বিএএমএস, বিইউএমএস, বিএইচএমএস) ডাক্তার / চিকিৎসকগণ ডাঃ লেখা বৈধ বলে গণ্য নয়।
আসলে (বিএএমএস, বিইউএমএস, বিএইচএমএস) ডাক্তার / চিকিৎসকগণ এই রিটের আওতায় কোন ভাবেই সম্পৃক্ত নয়। উল্লেখ্য যে (হোমিওপ্যাথি, ইউনানী,আয়ুর্বেদ) বিভাগগুলো BMDC-Act-2010 এ অন্তর্ভুক্ত নয়। (হোমিওপ্যাথি, ইউনানী,আয়ুর্বেদ) চিকিৎসার নিজস্ব আইন রয়েছে এবং সেই আইনের মাধ্যমে (বিএএমএস, বিইউএমএস, বিএইচএমএস) ডাক্তার / চিকিৎসকগণ নামের আগে ডাঃ লিখতে পারবেন।
তাই মহামান্য উচ্চ আদালতের রায়ের বিষয়ে আমরা আপিল করবো এবং আশাকরি মহামান্য আদালত আমাদের বিষয়ে সঠিক রায় দিবেন।
ভুয়া MBBS(AM/AS) দের রিটের রায়ের বলির পাঠা আমরা যারা প্রকৃত বিএএমএস(BAMS) বিইউএমএস(BUMS), বিএইচএমএস(BHMS) ডাক্তার/চিকিৎসক আছি তারা কখনোই হতে পারে না।
---------------------------------------------------------------------------
(উল্লেখ্য যে, বাংলাদেশে হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক চিকিৎসার জন্য যে সব ব্যাচেলর ডিগ্রী রয়েছে তা হল BHMS,BUMS,BAMS এসব ডিগ্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নিয়ন্ত্রিত এবং রেজিষ্ট্রেশন দিয়ে থাকে এবং বাংলাদেশ সরকার স্বীকৃত ডিগ্রী যা এমবিবিএস এর মত ৫ বছর একাডেমিক কোর্স এবং ১ বছর ইন্টার্নশিপ সহ মোট ৬ বছরের কোর্স।)