16/04/2021
COVID-19 এ আক্রান্ত রোগীর অক্সিজেনের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা কম বেশি সবাই ইতোমধ্যে জেনেছি।
বাংলাদেশের 4.2% রোগীকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে(সূত্রঃ বিজি হেলথ)। বাকি রোগীদের বাসায় রেখে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব।
আমাদের শরীরের নরমাল অক্সিজেন স্যচুরেসান রেট 95 -100% যা আমরা বাতাসে প্রাপ্ত 21% অক্সিজেন দিয়েই পূরণ করে থাকি।
করোনা রোগীদের ফুসফুসের কার্যক্ষমতা কমে যায় ফলে তারা তখন বাতাসে প্রাপ্ত 21% অক্সিজেন দিয়ে শরীরের চাহিদা মেটাতে পারে না, প্রয়োজন হয় high concentration অক্সিজেনের যা আমরা অক্সিজেন সিলিন্ডার থেকে এত দিন পেয়ে এসেছি।
অক্সিজেন সিলিন্ডারের অসুবিধা হল অপ্রতুলতা, বার বার রিফিল করা, হঠাৎ মাঝ রাতে অক্সিজেন শেষ হয়ে যাওয়া,সিলিন্ডার বিস্ফোরণের ঝুঁকি, ঢাকার বাইরে রিফিলের যথাযথ ব্যবস্থা না থাকা, রিফিল করার জন্য ঘরের বাহিরে যাওয়া বা অপরিচিত মানুষ বারবার ঘরে আসা এবং বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থার অবনতি ঘটলে অক্সিজেন সরবরাহ না পাওয়া।
ফলে বহির বিশ্বে এখন বাসায় অক্সিজেন সিলিন্ডারের ব্যবহার নেই বললেই চলে। বর্তমানে বাসা বাড়িতে এমনকি হাস্পাতালেও ব্যবহার হচ্ছে আধুনিক অক্সিজেন কন্সেন্ট্রেটর যা বাতাসে প্রাপ্ত অক্সিজেনকেই কন্সেন্ট্রেট করে সাপ্লাই দেয়। এতে রিফিলের কোনো ঝামেলা নাই, নন স্টপ 24/7 অক্সিজেন ডেলিভারি করণেবুলিযের মেইনটেনেন্স চার্য নেই, যাদের বাসায় শ্বাস কষ্টের রোগী আছে যাদের মাঝেমধ্যেই ণেবুলিযের এর প্রয়োজন হয় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস এটি।
COVID-19 এর চিকিৎসা তে high flow অক্সিজেন এর প্রয়োজন হয় 5-15 LPM(Litre Per Minute) এবং অক্সিজেনের purity হতে হবে 90% এর বেশি। বাজারে কিছু অসাধু ব্যবসায়ী না বুঝে 1-5 LPM এর concentrator বিক্রি করছে যাদের অক্সিজেনের পিওরিটি 30-90% যা করোনা চিকিৎসায় একেবারে অকার্যকর।
তাই সবার জন্য পরামর্শ যে টাকা বাচাতে গিয়ে অকার্যকর জিনিস না কিনে সঠিক মূল্যে কার্যকর জিনিস কিনুন।
® বাসায় ব্যবহার উপযোগী, মেডিকেল গ্রেড 10 লিটার OXYGEN CONCENTRATOR.
®চিকিৎসার জন্য যদি হাসপাতালে যেতে হয়, তবে হাসপাতালে যথোপযুক্ত বেড পাওয়া পর্যন্ত এই Portable OXYGEN CONCENTRATOR দিয়ে নিরবিচ্ছিন্ন অক্সিজেন প্রাপ্তি নিশ্চিত করুন।
®No-1 OXYGEN CONCENTRATOR brand in Phillips & China.
® 36 month international warranty.
® CE certified.
®একই সময়ে দুজন ব্যক্তি ব্যবহার উপযোগী।
® Oxygen purity of 93% in real time.
® Suitable for 24 hours operation with non stop.
® Large LCD display
For contact : 01788781038