29/01/2026
আলহামদুলিল্লাহ, আরো একটি হতাশ দম্পতির কোলে ফুটফুটে ছেলে সন্তান সেই সাথে হতাশার অবসান হলো। স্বামীর শুক্রাণু জটিল সমস্যা ও স্ত্রীর Uterine Fibroid এর সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করে যাচ্ছিল কিন্তু সফল হয়নি অবশেষে আমার চেম্বারে আসেন এবং আল্লাহর অশেষ রহমতে সঠিক চিকিৎসার পর কনসিভ করে আজ ফাইনালি তাদের কোলে ফুটফুটে ছেলে সন্তান। দোয়া করবেন তাদের সন্তানের জন্য।